![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঁকড়ে ধরে চলতে চাই হাজার বছর । ভাল লাগা , ভালবাসা আমার এই লেখালেখিতে। শান্তি প্রিয়তার সন্ধানে আমার নিরন্তর ছুটে চলা । সাক্ষী আমার কলম, আমার বিবেক। এস এম নাজমুছ -ছায়াদাত ( সবুজ) মিরপুর -১১ , ঢাকা
আবছা আলো আধারিতে
তুমি – আমি মুখোমুখি ।
বসে ছোট্ট টেবিলে ।
যেন সাইবেরিয়া বা সাহারা ।
বরফ শীতল দু গ্লাস কোক ।
সাথে ----না কিছু না ,
সে বলল ।
কমল কণ্ঠে –লাজুক চোখে ।
আমি বাক শূন্য ।
শুধু চেয়ে থাকি ।
তার ঘন কালো চুল গুলো
আমার দৃষ্টি ভ্রম করে
ফ্যানের কৃত্রিম বাতাসে ।
আমি কাঁদতে যাই আনন্দে ।
সে বলে –
আমার কষ্ট হবে ।
আমি বলি –
তবে আমার কি হবে !
©somewhere in net ltd.