![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঁকড়ে ধরে চলতে চাই হাজার বছর । ভাল লাগা , ভালবাসা আমার এই লেখালেখিতে। শান্তি প্রিয়তার সন্ধানে আমার নিরন্তর ছুটে চলা । সাক্ষী আমার কলম, আমার বিবেক। এস এম নাজমুছ -ছায়াদাত ( সবুজ) মিরপুর -১১ , ঢাকা
আবার আসব আমি
চেনা এই বাংলার গাঁয়ে
এই মেঠো পথ বেয়ে
মা,তুমি থেকো পথ চেয়ে
এই পথ বেয়ে...
পাশে নদী
নিরবধি
ছুটে অবিরাম।
কখনো বা বাসের কাধে চেপে
মনে এক ঝাক আনন্দ লেপে
সাথে চলমান প্রকৃতি ,
হবে জানি সাথি
আসব কখনো সাইকেল চাকা ঘুরে ,
রাখাল, কৃষকের মিঠা সুরে সুরে ।
হাজারো চেনা মানুষের আলাপে
মনে জানি শ্রদ্ধা আসবে-
ভাল আছ বাবা- সংলাপে
মা---
আমি আসব আবার ফিরে
সেই কুপি জ্বলা জীর্ণ কুটিরে
যেখানে কেটেছে আমার শৈশব ,কৈশোর
সেখানেই নেব আমি অন্তিম অবসর।
©somewhere in net ltd.