নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে স্বপ্ন দেখায় তার খোঁজে আমার এই পথ চলা

প্রিয় সবুজ

আঁকড়ে ধরে চলতে চাই হাজার বছর । ভাল লাগা , ভালবাসা আমার এই লেখালেখিতে। শান্তি প্রিয়তার সন্ধানে আমার নিরন্তর ছুটে চলা । সাক্ষী আমার কলম, আমার বিবেক। এস এম নাজমুছ -ছায়াদাত ( সবুজ) মিরপুর -১১ , ঢাকা

প্রিয় সবুজ › বিস্তারিত পোস্টঃ

তোমার অপেক্ষায় আজো

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫০

তোমার চোখে চোখ রেখে
স্বপ্ন আকার কথা ছিল,
তুমি বলেছিলে –
স্বপ্ন গুলো হবে অজুত রঙের ।
তুমি যেতে চেয়েছিলে আমার সাথে
মধ্যরাতে জোছনা ধরতে ,
নিরেট চাদের আলো গায়ে মাখতে ।
আমার হাতে হাত রেখে
চলতে চেয়েছিলে
সময় ঘড়ি বন্ধ করে-হাজার মাইল পথ ।
ঝুম বরষায় ভিজতে চেয়েছিলে
সুনসান ফাঁকা রাস্তায় ।
খালি পায়ে মাখতে চাইতে
শিশির কণার পরশ ।
ভোরের আলো ছুঁতে যখন
দু হাত বাড়াতে ,
অবাক আমি দেখতাম চেয়ে
নিস্পাপ মুখ খানি ।
এখন সবি মেকি লাগে
নেই যে তুমি তাই ।
অপূর্ণতার দানব আমায়
কুড়ে কুড়ে খায় ।
খুঁজি তোমায় লক্ষ তারায়
থাকি তোমার পথ পাহারায়,
ফিরে এসো উদাস পাখি
খুব করে যে তোমায় ডাকি ।
দাও না সাড়া
এই বার শেষ-
আর হব না নিরুদ্দেশ ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৪

মধ্যবিত্তের ছেলে বলেছেন: ১৯ শতকের প্রেমগুলো তেমনই ছিল!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৬

প্রিয় সবুজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: এখন শুধু অন্ধকারে জেগে থাকা আর জেগে থাকা । অন্ধকার হলেই চারদিকটায় কি যেন একটা ঘনিয়ে ওঠে । অশরীরি কিছু ? কেন যেন মনে হতে থাকে, কেউ ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে, অন্ধকারে তীব্র চোখে লক্ষ্য করছে আমাকে । দাঁতে দাঁত পিষছে !

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৬

প্রিয় সবুজ বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাই । সুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.