![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঁকড়ে ধরে চলতে চাই হাজার বছর । ভাল লাগা , ভালবাসা আমার এই লেখালেখিতে। শান্তি প্রিয়তার সন্ধানে আমার নিরন্তর ছুটে চলা । সাক্ষী আমার কলম, আমার বিবেক। এস এম নাজমুছ -ছায়াদাত ( সবুজ) মিরপুর -১১ , ঢাকা
আজো প্রতি রাতে
হাজারো শিশুর কান্নার পরে
ভালবাসা নামের খনিটা-
মা,
তাকে আঁকড়ে ধরে
তার কোমল বুকে ।
আলতো ছোঁয়ায় ঘুমের সাগরে
ঢলে পড়ে নিস্পাপ ফেরেশতা গুলো ।
আজো গলির মোড়ের কুকুরটা
অজানা শঙ্কায় ডেকে ওঠে
নিকষ কালো রাতে-
আবার নিজেই থেমে যায়।
আজো রিকশার হুট তুলে
খোলা আকাশের নীচে
রাস্তায় ঘুমায় মজু চাচা-
যে ছিল ঐ রাতে তরুণ তুর্কি ।
চোখের সামনে দেখেছে-
রক্ত নদী, হাজারো লাশ
আগুনের মত্ত হাসি
বুট আর বন্দুকের গুলির নৃত্য
সাঁজোয়া জানের চোখ রাঙ্গানি ।
সে রাতেও শিশু কেঁদেছিল,
কিন্তু মা যে ফেরেনি আর।
মোড়ের কুকুরটা সেদিন
বোবা কান্নায় দিক বিদিক ছুটেছিল ,
মুহিবের বুক পকেটে ছিল
তরুর লেখা রক্ত মাখা একখানা চিঠি ।
চিঠির ইতিহাস জানা যায় নি ,
তবে জানতে বাকি ছিল না বাংলার কপালে কি আছে!
একরোখা গতিতে এগিয়ে চলল বীরের জাতি
সকল মায়া তুচ্ছ করে
বিজয় ছিনিয়ে আনার অদম্য ইচ্ছায়-
একজন মহৎ বীরের কথায়
একটি কথায়-
" এবারে সংগ্রাম
আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম
আমদের স্বাধীনতার সংগ্রাম " ।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১২
রায়হানুল এফ রাজ বলেছেন: শির কখনোই নত হবে না।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১২
Sohel Rana Sweet বলেছেন: