![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঁকড়ে ধরে চলতে চাই হাজার বছর । ভাল লাগা , ভালবাসা আমার এই লেখালেখিতে। শান্তি প্রিয়তার সন্ধানে আমার নিরন্তর ছুটে চলা । সাক্ষী আমার কলম, আমার বিবেক। এস এম নাজমুছ -ছায়াদাত ( সবুজ) মিরপুর -১১ , ঢাকা
স্বপ্নগুলো
সাহারার বালুর মতো
সাইমুম ঝড়ে উড়ে যায়।
পেশীতে নেই তেজ
বোবা কণ্ঠ
ব্যথাতুর চাহনি-
সে নারী।
হাতুড়ির আঘাতে
যে স্বপ্ন বোনার চেষ্টা করে
বাবুই পাখির মতো।
ইট ভেঙ্গে রোদে পুড়ে
ঝুড়ির বোঝা মাথায় তুলে
অট্টালিকা গড়ে।
ঠাই হয় পদতলে
আহা কি নিয়ম।
বেলা আর অবেলা
বীজ বুনে ফসলের
মাঠের পর মাঠ ঢাকে
এতো টুকু আশায়।
লাভ কি বা হয়?
পুঁজিবাদ আর আমলার
জাঁতাকলে পিষ্ট-
তাদের কোমল
কতক কাহিনী আকুতি
কতক প্রার্থনা ভালবাসা –
হাজারো রাতের অমানিশায়
চাপা পড়ে ।
মুখ ফিরিয়ে চলে যায়
রাতের প্রহরী,
আচ্ছা! তারা বিধাতাকে কি বলবে?
এই নিশাচরী দের জন্য।
আফসোস জায়া জননী
সতী কিংবা অসতী ।
আমার দর্শনে তুই বা তোরা
রমণী সুদর্শনা সুলোচনা
তুই গুনি সুভাষিণী
তুই নারী।
বিজয়া বিশ্বজয়ী
©somewhere in net ltd.