নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনাকে স্বাগতম!

মনের সব স্বপ্নগুলো একদিন বাস্তব হয়ে ধরা দেবে, আমি সেই বিশ্বাসে বিশ্বাসী।

আদনান প্রীতম

A strong positive mental attitude will create more miracles than any wonder drug!

আদনান প্রীতম › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ভেজা ভালবাসা

১৩ ই এপ্রিল, ২০১২ রাত ১১:২৭

তুমি কি পারবে,

আমাকে একটা বৃষ্টিভেজা কদম ফুল এনে দিতে?

ঐ সুন্দর গাছটার থেকে।

ভেজা কদমের পাপড়িগুলো ছড়িয়ে দেবে তোমার ভালবাসা,

আমার মনে, প্রানে;

তোমাকে অনুভব করবো অন্তরের গহীনে।

আমার সমস্ত সত্ত্বা দিয়ে তোমাকে আহব্বান করবো আমার দিকে,

হৃদয়ের অন্তরালে।

যখন আকাশ ভেঙ্গে বৃষ্টি নামবে,

আমি গিয়ে দাঁড়াব ঐ কদম গাছের নিচে।

তুমি ছড়িয়ে পড়বে আমার উপর,

বৃষ্টির ফোটা হয়ে, ভেজা কদমের পাপড়ি হয়ে।

আমাকে কানে কানে বলবে,

ভালবাসি, তোমায় ভালবাসি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৫৭

আমি লিখতে চাই না বলেছেন: সবসময় সবার মধ্য দিয়ে সব ধরনের কবিতা বের হয় না।
যারা কবিতা লেখেন তাদের নিজেদের একটা শক্ত দৃষ্টভঙ্গী থাকে। সে দৃষ্টিভঙ্গির গভীরতা থেকে কবিতার প্রতিটি পংকক্তি বের হয়ে আসে।
আপনি কি জানেন আপনার কবিতা লেখার হাত বেশ সমৃদ্ধ
আপনাকে ফেসবুকে বন্ধু হিসেবে পেলে যারপরনাই আনন্দিত হবো। নববর্ষের শুভেচ্ছা রইলো।

[email protected]

১৪ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:২০

আদনান প্রীতম বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার দৃষ্টিভঙ্গির গভীরতা কতটুকু কে জানে......
ফেসবুকে আপনাকে সাদরে গ্রহন্ করা হল।

২| ১৪ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২৩

ঈষাম বলেছেন: ভাল লাগলো!

৩| ১৪ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:২২

আদনান প্রীতম বলেছেন: ধন্যবাদ :) :) :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.