![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার রাখাল,
কেমন আছিস তুই? কতদিন হয়েগেলো তোর মুখখানা দেখছিনা। আচ্ছা তুই কি এখনো খোঁচা খোঁচা দাড়ি রাখিস? জানিস তুই যখন তোর খোঁচা দাড়িতে হাত বুলিয়ে ঘ্যাঁচ ঘ্যাঁচ শব্দ করিস তখন যে তোকে কত কিউট লাগে, আমি শুধু তোর দিকেই চেয়ে থাকতাম।
রোজ সকালে মিষ্টি মিষ্টি মেসেজ দিয়ে তুই আমাকে ঘুম থেকে ডেকে দিতি, তবে এখন দিসনা কেনো?
জানিস রাখাল, আগে যখন তুই আমার চুলে খুশবু খুঁজতিস আমার খুব ভালো লাগতো। তোর দেয়া মেসেজগুলো এখনো আমি পড়ি আর চোখ দিয়ে জল পড়ে।
আচ্ছা তোর ছাগলটা ভালো আছে তো? এখন তো ছাগলটাই আমার চেয়ে তোর কাছে আপন, আমাকে তো ভুলেই গেলি।
রাখাল, সারাদিন আমাকে না ডাকলেও অন্তত আমার সকাল বেলার পাখি হইস।
ভালো থাকিস রাখাল। তোকে খুব মনে পড়ে, খুব বেশি মনে পড়ে।
তোর রাখালিনী
©somewhere in net ltd.