নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মান্ধাতার ভাসমান শ্যাওলা এক! ভাসমান এই শ্যাওলাকে ফেসবুক, ইউটিউব, সাউন্ডক্লাউডে পাবেনঃ Kb Mahbub Khan এই নামে। শ্যাওলার সম্বল ছাইপাঁশ লেখা, আবৃত্তি, বাঁশের বাঁশি আর যখন তখন মুখে এক চিলতে হুদাই মার্কা হাসি!

মাহবুবুর রহমান টুনু

মাহবুবুর রহমান টুনু › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ; যেখানে শহীদের বুকে পা রেখে পালিত হয় বিজয় দিবস!

১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১



ভিডিওটি গত সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গন থেকে ধারণ করেছিলাম। ওখানে যারা কবরের ওপরে উঠে ছবি তুলছিলেন, তাদের সাথে কথা বলে দেখেছি বেশীরভাগই ছাত্র এবং শিক্ষিত। তাদের একটাই অভিযোগ যে ওগুলি যে শহীদদের কবর সেটা তারা জানতই না! এগুলি কবর এই শিরোনামের ফলকটি বড় আকারের হলে এবং সেখানে সতর্ক বার্তা দেয়া থাকলে এই ভুল মানুষ কম করবেন আমার ধারণা।


ইউটিউব লিংকঃ

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: মানূষজন সচেতন না।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধীক্কার জানাই। মানুষ অনুভূতিশূণ্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধিক্কার!

শুধু হাটা! নিরব আর নিভৃত বলে দিব্ব্যি প্রেম নামে কাম কর্মেও রত হয় জানোয়ার গুলো!

এই জন্যই বলে পুথিগত বিদ্যা অর্থহীন
যদি তা হয় কান্ডজ্ঞানহীন

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কবর আর কবরস্তান রক্ষণাবেক্ষণ কল্পে বেড়া বা প্রাচীর নির্মাণের কথা বলা হয়েছে। যাতে ইতর প্রাণী বা জন্তু-জানোয়ার পায়ে মাড়াতে না পারে।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মিডিয়ার যুগে নিজেকে দেখানোর যে প্রতিযোগিতা তার জন্যই এই বেখবর/বেক্কলদের কান্ড অহরহ ঘটে চলেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.