![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনানন্দ দাশের “অদ্ভুত আঁধার এক” এই কবিতাটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে হয় আমার কাছে। জানিনা আমি সঠিক কিনা, তবে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তোবা আমার সঙ্গে একমত হলেও হতে পারেন।
জীবনানন্দ দাশের এই কবিতাটা আবারো পড়ার জন্য আপনাদের সামনে তুলে ধরলাম।
অদ্ভুত আঁধার এক
-জীবনানন্দ দাশ
অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই—প্রীতি নেই—করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি,
এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।
©somewhere in net ltd.