নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্বরের দিনলিপি

প্রবর রিপন

আমার নাম অসুখ যে গ্রাম থেকে আমি এসেছি সেখানের বুড়ো চাষারা তাকে আদর করে ডাকে বেহেস্তের খামার নামে। সূর্যের অসময়ের ছেলে আমার বাবা মাকে সে ডাকতো পরাণ পাখি নামে, যেখানে তারা আমাকে পাঠিয়েছে সেখানের সুন্দরীরা তাকে আদর করে ডাকে "হাইই হ্যাণ্ডসাম দো্যখের বাগান'।

প্রবর রিপন › বিস্তারিত পোস্টঃ

একা প্রবর রিপনের প্রথম একা গানের লিরিকস

০২ রা এপ্রিল, ২০১২ ভোর ৬:৩৮



গান আর গিটার

ওরা আমার এন্টিক্রাইস্ট

আমার আত্মহত্যা অসুখের কড়া ডোজের নিয়মিত এন্টিবায়োটিক

এবার বলো , এই একলা আমি পিয়ানোর সাথে

তুমি কি এখনো দূরে থাকবে অভিমানী ভায়োলিনের মত !!!!!!!!???



আমি জানি স্পটলাইটের নিচে তুমি

আমার এন্টি সুপার হেরোইন হয়েও

আমার গিটারের মৃত্যু ঠেকাতে

ঈশ্বরের চেয়েও দানব শক্তির এন্টিবডি ।



আর গিটার একা , ঈশ্বরের চেয়েও সে ফাঁকা

আর অজস্র শুন্যতার এম্ফিথিয়েটার

বিপ্লবী গুয়েভারার মত গিটারের কুড়ালে কাঁটে

পোপের লম্বা কোর্তার পবিত্র নোঙ্গরা গিট



আর এই থিয়েটারে মুখোশ সিভিল সোসাইটির

ভণ্ডামীর টিকেট কাটা গুঞ্জনে ,

আমি আবার না মরা পর্যন্ত গোড়া এন্টি সোসালিস্ট ,



বুঝলেন মাই ,মাই ডিয়ার বেঙ্গলী মুসলিম এনসিয়েন্ট

আধা মোল্লা আধা রিকশার ছই ফেলা

গান নিষিদ্ধ জান বিলুপ্ত

আধকানা , আধবোবা কয়্যার সোসাইটি ????



.............আমার স্বপ্নের প্রথম একা এলবামের গানের কথা গুলো ,

মারামারি করছে ,

...................................................................আমার গিটারের সুর্যে ওদের ,



এই সব সুর্য ভীতু সুর্যমুখী ফুলদের ..................আবার সুর্যের নার্সিজমের দিকে টেনে নেবো



যুদ্ধশেষের নীরবতায় জন্ম নেয় ................আমার শ্রেষ্ঠ সিম্ফোনি সোনাটা ..................



গজায় ঘাশের মত সমকালের কীর্তন..................আমি শুধু আমার মত এই নিঃসংগ



আমার বাঙ্গলার সবচেয়ে প্রিয় গায়ক কবীর সুমনের



বুড়ো পিয়ানোর জোয়ান যুবতী সাদা আর কালো রিডের ........................প্রথম যে কোন রিডের



একফোটা সুরের আফিম ছোয়া চাই ,



................................................................................আশীর্বাদ প্রার্থনা অতিস্তুতি



বা করূণা মিথ্যা মুখোশ চাই না



চাই আমার গিটারের মোটা গলার স্ট্রিং এ ( টার্কিশ বেলী ড্যান্সারের এর



গোল পাছার মত রসালো যার



মোটা নিতম্ব আর বুকের সমান্তরাল উচু শিল্প )



.........................................................তেমন আমি চাই আমার গিটারের মোটা গলার স্ট্রিং এ



গোলপাছার মাংসের ঢেঊয়ের চুড়ার বাঁকে



...................................................তার চির জাতিস্মর কামুক আঙ্গুলের



একটা মাত্র আলতো কাপা হাতের টোকা



কেননা বারবার এমন পতিত মানব্জমিন শক্তিতে ফসল ফলিয়েছে



শুধু ব্রিটিশ আর নিও আমেরিকারায় নয়



লজ্জা না পাওয়া নুনু চুলকাতে থাকা আমাদের পড়শী



অমরত্বের আশা না করেই যে .....................



বার।বার মাঠে ফিরে আসা সূর্যের রোদের ফলার মত



আবহামান এই ম্যনাগ্রোভে নোনা পতিতজমিতে



বীর্য থইথই ধারাল লাঙ্গল হাতে আমাদের চাষা রসময় বাৎসায়ন গুপ্ত ।



আমি এবার পিয়ানোর নরম দেহে বুনো আফ্রিকার



......................................................ঝড়ের মেঘ বা বায়সনের মত মরা ফেরেশতাদের ছড়ায়ে দেবো



........................আর আমি গিটার হাতে শহরের ট্রাফিক জ্যামে



বুনো সিংহের মত জেব্রাক্রসিং এ বিস্মিত হয়ে ,



...........................................................................যে কোন মেকী স্বর্গের স্ট্যাচু অফ ফেক ডারটি লিবার্টির



জঘন্য কুষ্ঠোরোগে হোয়াইট হাউজ আর সব ধর্মের তীর্থে



...............................................মানব প্রগতির সবচেয়ে বিষাক্ত তীর হয়ে বিধে যাই .



কোকাকোলার কীটনাশকে বাঁজা তোমার অভিশপ্ত দেহের



..................যে কোন দেহের আকাশ আকার অন্ধাকার কনসার্ট হলে



....................সবচেয়ে পাগলের মত পাগল হয়ে শুনতে থাকা কিশোরীটির হ্ররদয়ে



...........................যাকে আমি মাউথ অর্গান ভেবে গভীর রাতে তোমাকে জাগাতে আমি বাজাই ♥

মন্তব্য ২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১২ সকাল ৯:১৮

মেহেরুবা বলেছেন: ভাল লেগেছে লিরিক আর লিরিক পরবর্তী আবেগ....

আমার স্বপ্নের প্রথম একা এলবামের গানের কথা গুলো ,
মারামারি করছে ,
...................................................................আমার গিটারের সুর্যে ওদের ,

এই সব সুর্য ভীতু সুর্যমুখী ফুলদের ..................আবার সুর্যের নার্সিজমের দিকে টেনে নেবো

যুদ্ধশেষের নীরবতায় জন্ম নেয় ................আমার শ্রেষ্ঠ সিম্ফোনি সোনাটা ..................


গান আর গিটার।
শুভকামনা....

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
অস্থির !!

কটাক্ষ শুধু সেইটুকু অজ্ঞতা যেখানে প্রাচীর হয়ে থাকে সৃষ্টির নব উদ্যমে --

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.