![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--- : শর্ত প্রযোজ্য : ---
ম্যাডাম আসতে পারি ?
- আস, কি ব্যাপার হঠাৎ এখন
না মানে, এমনি
-এমনি আবার কেউ আসে নাকি, কাজ নেই হাতে?
কাজ নেই আবার, কাজ থুয়ে উঠতেই পারিনা !
- তো এখানে কি?
ম্যাডাম আমি আপনার কাজের প্রতি যে শ্রদ্ধা দেখি, আমি ততবারই মুগ্ধ হই, মানুষও কাজ করে কিন্তু আপনাক সবার থেকে ডিফারেন্ট মনে হয়।
-আচ্ছা তারপর
তারপর এই ধরেন আজ হলিডে, তারপরও বাড়ীর সব কাজ ফেলে এখানে অফিস করছেন, কাজের প্রতি কতটুকু টান না থাকলে এমনটা হয়
-তারপর
সত্যি ম্যাডাম আমি অনেক বসের সাথে কাজ করেছি কিন্তু আপনার মত এমন সিনসিয়েরাটি, হার্ড ওয়ার্কিং, আমি আগে কখনো দেখিনি। সত্যি বলতে আপনার কাছ থেকে যা পেয়েছি যা শিখেছি তা এই জনমে আর কারও কাছ থেকে পাব কিনা সন্দেহ ।
-তারপরে আর কি?
ম্যাডাম ৫টা তো প্রায় বেজেই গিয়েছে, আজ আসি !
-মানে?
মানে আজ একটু চলে যেতে চাচ্ছিলাম !
-তারমানে তুমি এতক্ষন আমাকে পাম দিচ্ছিলে, মানে তেল দিচ্ছিলে?
পাম, তেল এগুলো কি ম্যাডাম, এগুলো তো আগে কখনো শুনিনি
-আগে শোননি, ন্যাকামী হচ্ছে, বুঝছি ব্যাপারটা
তোমার কাছে কি মনে হয় আমি তেলে ভিজে যাওয়া মানুষ ?
ছি:ছি; ম্যাডাম এটা কি বললেন, আপনি, পৃথিবী উল্টায়ে গেলেও তো আমি এটা বিশ্বাস করবনা
-ঠিক আছে বুঝছি, যাও এটা শেষ করবে কালকের মধ্যে , দুপুরের মধ্যে শেষ চাই, আজ রাত ৯ টা পর্যন্ত কাজ করে অর্ধেক শেষ করবে, আমি এটাই দেখতে চাই।
এই কথা বলে একটা এসাইনমেন্ট হাতে দিয়ে দিলেন।
বড় দু:খে এ লেখা লিখছি, এসাইমেন্ট রেডী করার মধ্য দিয়ে। সত্যি বসকে তেল মারতে গিয়ে ধরা খেয়েছি, এখন রাত ৯ টা পর্যন্ত। মনের দু:খে কাজ করছি, আজ এক জায়গায় এপোয়ন্টমেন্ট ছিল মিস হল, সে দু:খে কাতর।
২| ১৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:০৩
প্রচেত্য বলেছেন: এষ্কিমো
সুপার কোয়ালিটি, সেটা আবার কি? একটু বিস্তারিত .....
যা যতটুকু পারি তা দিয়েই চেষ্টা করি
৩| ১৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:১৫
এস্কিমো বলেছেন: যেমুন ধরুন - জবা কুসুম, নিদ্রা কুসুম, লালবাগের হাসমার্কা নারিকেল তেল - খাটি এক নম্বর সরিষার তেল - আপনাকে লক্ষ্য রাখতে হবে সকালের তেল যেন বিকালে না যায় - মাঘেরটা যেন চৈত্রে ব্যবহার করে ফেলেন।
রেফারেন্সের জন্যে - হরিপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধটি দেখা যাইতে পারে।
৪| ১৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:১৮
প্রচেত্য বলেছেন: এষ্কিমো
যর্থাথই বলেছেনা, আপনার আর্শীবাদ আমি এগিয়ে যেতে পারব ইনশাআল্লাহ, দোআ রাখবেন
কারন বসেরা বেশীরভাগই তেলে উপর ভাসে !
৫| ১৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
এস্কিমো বলেছেন: এই ব্যাপরে আমি আপনার সাথে ১০০% একমত। বাংলাদেশের এই পার্টটা ভাই ভীষন মিস করি। আমার হাতের লেখা পরের দিন আমিও পড়তে পারিনা - সেখানে আমার অফিসের এক কলিগ যখন আমার হাতের লেখার উচ্ছসিত প্রসংশা করলো এক মিটিং - সেটা ছিল আমার জীবনের স্মরনীয় ঘটনা। মনে হচ্ছিল হয়তো আমি ঠিকমতো আমার হাতের লেখার মূল্যায়ন করতে পারিনি। সেই যে আমার নানান রঙের দিনগুলো!
৬| ১৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৪৬
প্রচেত্য বলেছেন: এষ্কিমো
আমাকেও যখন জুনিয়ররা তেল মার বুঝতে পারি, বাস্তবতা এমনই এভাবেই চলে আসছে, চলে যাচ্ছে,
তবে ওরা যখন পাম দেই তখন আলাদা মজাও পাই, কত কিছুর জন্য কত কিছু রপ্ত করতে হয়।
৭| ১৫ ই জুন, ২০০৭ রাত ৮:১৪
র্দশক বলেছেন: মহিলা বসরা নাকি একটু খাটাশ টাইপের হয়?
৮| ১৫ ই জুন, ২০০৭ রাত ৮:২৩
প্রচেত্য বলেছেন: দর্শক
খাটাশ হয়, তবে আমার বসটা আবার ভাল
এইমাত্র তিনি বের হয়ে বললেন বাহির বৃষ্টি হচ্ছে তাই তার গাড়ীতে যাওয়ার জন্য, বাসায় নামিয়ে দিয়ে যাবে।
৯| ১৫ ই জুন, ২০০৭ রাত ৯:০৮
জ্বিনের বাদশা বলেছেন: আহারে!! ... আপনে খাঁটি তেল দিয়া দিছেন ... দিতে হইব ভেজাল তেল ... খাইয়া তেল খাইল না পানি খাইল বুঝবার পারবনা
১০| ১৫ ই জুন, ২০০৭ রাত ৯:২১
মানুষ বলেছেন: আহারে নাদান পাবলিক!!!! আপনার লাইন ঠিকি ছিল শুধু সামান্য কমতি থাকায় ব্যাপারটা কেঁচে গেছে। পরেরবার এসবের সাথে ব্যাডামের চেহারা মুবারকের গুনকীর্তন করতে ভুলবেন না।
১১| ১৫ ই জুন, ২০০৭ রাত ১১:০৮
রবিনহুড বলেছেন: ভেজাল তেল বাদ দিয়া ঘানির ১নং খাটি সরিষার তেল ব্যাবহার করেন।
১২| ১৫ ই জুন, ২০০৭ রাত ১১:১১
মদন বলেছেন: তেল মারার স্টাইল টা ভাল হয় নাই
১৩| ১৫ ই জুন, ২০০৭ রাত ১১:৪৮
আমিই ভাদা(ভারতিয় দালাল) বলছি বলেছেন: তেলের পরিমাণ বিশি হয়ে গিয়েছিল
১৪| ১৭ ই জুন, ২০০৭ দুপুর ১:২৮
প্রচেত্য বলেছেন: মদন
খুব বেশী কাউকে দেয়া হয়নি, দিতে চেষ্টা করছিলাম মাত্র, প্রথম তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
তেলের যা দাম আর আবার তাতে ভেজাল, বসেরা সহজে ভিজতে চাইনা, তবুও যুগ যুগ ধরে যা চলে আসছে তা তো এতিহ্য হিসেবে ধরে রাখতেই হবে !
১৫| ১৭ ই জুন, ২০০৭ দুপুর ১:৫৬
মৈথুনানন্দ বলেছেন: এমনও হতে পারে বস আপনাকে মনে মনে খুউব "লব" করেন। কিন্তু বস-সুলভ আভিজাত্য ত্যাগ করে সেকথা কোনোদিন বলে উঠতে পারেন না। তাই রাগ করেন - অনুরাগ পড়ে থাকে আড়ালে।
১৬| ১৭ ই জুন, ২০০৭ দুপুর ২:২৭
প্রচেত্য বলেছেন: মৈথুনানন্দ
হতে পারে আপনার কথা ঠিক ! তবে বসের মনের কথা বলতে পারবনা, কারণ তিনি কখনও সে ধরনের ভাব ফুটিয়ে তুলেননি। অন্তরালের ব্যাপারটা আলাদা। তবে বাসায় পৌছে দেয়া, কিংবা একসাথে ডিনার করা, এসবের মাঝে তো সেরকম ভাব কখনো দেখিনি।
ভূল তো মানুষই করে, তাই না ?
১৭| ১৭ ই জুন, ২০০৭ দুপুর ২:৩৩
মৈথুনানন্দ বলেছেন: অ! আমি তো জানতাম ভুল শুধু সুপার্ম্যানরা করে।
to err is superman!
just kiddin' boss.
১৮| ১৭ ই জুন, ২০০৭ বিকাল ৩:০৮
প্রচেত্য বলেছেন: মৈথুননান্দ
তবে, আমার মনে হয় বসের সেরকম ভূল করার কোন অবকাশ নাই
১৯| ১৭ ই জুন, ২০০৭ বিকাল ৩:২২
আবু সালেহ বলেছেন: তেল দেওয়া ভালো... তয় এমন তেল দিছেন...বেশী হয়ে গেছে.....তাই পিছলাইয়া গেছে....
এ্যাপয়েন্টম্যান্ট এর জন্য বড় বেশী দুঃখ...
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:০০
এস্কিমো বলেছেন: তেলের কোয়ালিটি বদলান - সুপার কোয়ালিটির তেল ব্যবহার করুন - বিফলে মূল্য ফেরত।