![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--- : শর্ত প্রযোজ্য : ---
অন্যরকম একটি উপলক্ষ তৈরী হয়ে গেল, যদিও গতানুগতিক বা ধারাবাহিকতারই কিছ। একটি সূর্যাস্ত এবং এক নতুন সূর্যদয় দেখার অপেক্ষা। আজ বছরের শেষ দিন, সন্ধ্যা ঘনিয়ে রাতের আধার আনার জন্য যখন সূর্য মশাই পশ্চিম দিকে হেলে পড়বে তখন শুধু একটি দিনের সমাপ্তিই হবেনা, পুরো বছরের আনন্দ, বেদনা, হাসি, কান্নার ৩৬৫দিনের একটি অধ্যায়েরও ইতি টানবে।
যদি ব্যাক্তিগত আবেগ বা অনুভূতিগুলোকে এ মুহূর্তে প্রাধাণ্য দেই, তাহলে ২০০৭সালটি এক রকম মোটামুটিভাবেই পার করে দিয়েছি। সংসার যেমনি ছিল তেমনিই আছে, পড়ালেখার বছর একটি আগিয়েছে, কর্মস্থলে আগের অবস্থানেই কিন্তু দায়িত্ব বেড়েছে বহুগুণ, প্রেম-ভালবাসায় কোন পয়েন্টই নেই, দু:খ আছে, আছে স্মৃতি, সুখ বা ব্যাথার, শারিরীক ভোগান্তি ছিল বেশ সময় জুড়ে, আকাশ কুসুম চিন্তাও ছিল যদিও অধরাই রয়ে যায়, কোন নতুন সম্পর্ক হয়নি বা স্মপর্কছেদও হয়নি, ধোকা খেয়েছি, বারণ করেছি, বারণ শুনেছি, আদেশ, অনুরোধ, অভিযোগ, অভিমান সবই ছিল, বাড়তিও না আবার ঘাটতিও না। নিজের সম্পর্কে বলা খুব কষ্টের, মেলানো যায়না, বড্ড এলোমেলো। তবুও সত্য যখন বলতেই হবে, আত্মপ্রশান্তি যতটা না পেয়েছি, আত্মকষ্টে ভুগেছি তার চেয়েও অধিক। কারণ-টা না হয় অজানাই থাক !
ব্লগিং জগতে আসি, লেখার শুরুটা যেদিন থেকে পাঠক হিসেবে আবির্ভাব তারও আগে। নিরব পাঠক, উচ্ছাস আর শামুকের মত গুটিয়ে থাকতে দিলনা। প্রথম লেখা ” প্রচেত্য” । লেখার পরিবেশটা বুঝতে কিছুটা সময় নিলেও এগিয়েছি যতটুকু পারা যায়, পরিধিটাও ততদিনে বেড়ে ১সংখ্যা থেকে ২ তারপর ৩সংখ্যাও পৌছাল, আজ হয়ত এ লেখা দিয়ে একটি ৩সংখ্যার পূর্ণতা হবে। চমতকার বিণ্যাস। কোন শ্রেণীবিভাজন নয়, এখানে প্রত্যেকের লেখাই ভাল লাগে, ভিন্নতা আছে বলেই বৈচিত্রময়তায় অনন্য আমাদের এ ব্লগ। ভাল লাগে পড়তে, লিখতে এবং মন্তব্য করতে, কিন্তু সময়ের সাথে যুদ্ধ বাঁধে, অফিসে বসের চোখ আর বাড়ীতে মায়ের চোখ ফাকি দিয়ে ব্লগিং। উপভোগ্যই বটে!
নতুন বছরের কোন নতুন প্রত্যয় নই, যে প্রত্যয়ে আমার জীবন গড়া, তার ভবিষ্যত পরিকল্পনা শুধু সংকল্প এটুকু যেন বিচ্যুতি না ঘটে, হোচট না খেতে হয়, এগিয়ে চলার শক্তি যেন ফুরিয়ে না যায়, অনুপ্রেরণার সঙ্গীগুলোকে সাথে নিয়ে চলতে পারি বহুদুর, যে অনুপ্রেরণা সঙ্গী এ ব্লগের আমার সব ভার্চুয়াল বন্ধুরা।
কি বন্ধুরা আছি তো মোরা সুখে, দু:খে একসাথে !
ব্লগার বন্ধুদের নতুন বছর ২০০৮এর শুভেচ্ছা রইল।
৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৪
প্রচেত্য বলেছেন: আপনার মন্তব্যটিকে বেশ আনন্দের উচ্ছাস ছিল, সত্যি মনোমুগ্ধকর ভাল লাগল, সাফল্যটি কি জানতে পারি, যদি অনধিকার চর্চা মনে করেন।
নতুন বছরের শুভেচ্ছা রইল সাঈফ ভাই
২| ৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৬
ভাস্কর চৌধুরী বলেছেন:
আপনাকেও নতুন সূর্যোদয়ের শুভেচ্ছা।
৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৫
প্রচেত্য বলেছেন: বরাবরের মত আপনার সরব উপস্থিতি কামনা করি
৩| ৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪২
আবু সালেহ বলেছেন: ২০০৭ আমার জীবনের সবচেয়ে স্বরনীয় হয়ে থাকবে...
৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৮
প্রচেত্য বলেছেন: স্মরনীয় ঘটনাটা লিখে ফেলুননা, উপভোগ্য হবে
শুভেচ্ছা রইল
৪| ৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৬
হমপগ্র বলেছেন: আমার জীবনে ২০০৭ সালের মত বছর আর না আসুক। সূর্যাস্তের বেলায় এইটুকু বলি। +
৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৫২
প্রচেত্য বলেছেন: আমি প্রার্থনা করি সবচেয়ে ভাল'র ভাল, সর্বশ্রেষ্ঠ বছর যেন জীবনের প্রতিটি বছরই হয় আপনার জন্য।
শুভেচ্ছা রইল
৫| ৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৭
জয়িতা বলেছেন: নতুন বছর ২০০৮এর শুভেচ্ছা রইল।
৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৩
প্রচেত্য বলেছেন: আনন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাও আপনার প্রতি
৬| ৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৮
মুতাসিম বলেছেন: ভাইয়া আমি কি আপনার এই পোষ্টটা আমার ব্লগের জন্য নিতে পারি?
http://www.metroboyz.tk
৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:০০
প্রচেত্য বলেছেন: মুতাসিম ভাই
কপিরাইটের বিধিনিষেধ তুলে নিলাম এ পোষ্টের জন্য, প্রকাশ করুন আপনার ব্লগে
ভাল লাগল আপনার ব্লগখানি
শুভেচ্ছা রইল
৭| ৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:০৩
মুতাসিম বলেছেন: ধন্যবাদ আর হ্যা ভাইয়া আপনিও কিন্তু আমন্ত্রিত আমার ব্লগে। সময় পেলে লিখবেন প্লিজ......
৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:০৭
প্রচেত্য বলেছেন: অবশ্যই, বুকমার্কে এ্যাড করে রেখেছি অলরেডী
৮| ৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১৫
মুকুট বলেছেন: আমার জন্যও ২০০৭ খুবই ই স্মরনীয় হ্য়ে থাকবে, কারন আমার জীবনের অনেক কিছু অর্জন এই সালে!!!
সবাইকে ২০০৮ এর শুভেচ্ছা!! আগামী বছর সবার জন্য কল্যান ও আনন্দ বয়ে আনুক!!!
৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১৯
প্রচেত্য বলেছেন: জীবনের প্রতিটি বছর যেন ২০০৭ এর মত বা তার চেয়েও আরও উজ্জল হোক সে কামনাই করি
৯| ৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:২৩
মুকুট বলেছেন: ধন্যবাদ!
১০| ৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩০
রুধীণ বলেছেন: আছি মোরা সুখে, দু:খে একসাথে !
নতুন বছরের শুভেচ্ছা !
৩১ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫২
প্রচেত্য বলেছেন: কিছু পাওয়ার হিসেব কষলে অনেক বড় কিছু পেয়ে গেলাম বোধ হয়!
শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আপনাকেও
১১| ৩১ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১১
উম্মু আবদুল্লাহ বলেছেন: শুভেচছা।
৩১ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৫
প্রচেত্য বলেছেন: অভিনন্দন আপনাকেও
নতুন বছর শুভ ও সাচ্ছন্দময়তায় ভরে উঠুক সে কামনাই করি।
১২| ৩১ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৯
মৃন্ময় আহমেদ বলেছেন: জন্ম-মৃত্যুর খেলার মাঠে চলুক আমাদের খেলা।।
০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫২
প্রচেত্য বলেছেন: কখনো হারতে হবে কখনো জিততে হবে এভাবেই হয়ত চলতে হবে, শেষে একেবারে ফিরে যেতে হবে
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২০
মৃন্ময় আহমেদ বলেছেন: আর তিনশতকের শুভেচ্ছা রইলো।।
০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৭
প্রচেত্য বলেছেন: শুভেচ্ছা আপনাকেও
সুস্বাস্থ্য কামনা করি
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:০১
সুলতানা শিরীন সাজি বলেছেন: সবাই যেনো সুস্হ্যতায় বাঁচি.................আসছে নতুন বছর সবার জন্য সুখের হোক।আপনাকে ব্লগে তিন'শো লেখার শুভেচ্ছা....
০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৯
প্রচেত্য বলেছেন: ধন্যবাদ
আপনার সর্বঙ্গীণ মঙ্গল কামনা করি
নতুন বছর যেন শুভ হয় সে প্রার্থনাই করি
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:২৬
মম বলেছেন: ভালো লাগলো।
হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল।
০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০১
প্রচেত্য বলেছেন: হ্যাপি নিউ ইয়ার টু ইউ অলসো
১৬| ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২৯
শতরূপা বলেছেন: HAPPY NEW YEAR 2008
০১ লা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৫
প্রচেত্য বলেছেন: HAPPY NEW YEAR 2008
নতুন বছর শুভ হোক
১৭| ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৫
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: শুভ নববর্ষ !
০১ লা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৬
প্রচেত্য বলেছেন: শুভেচ্ছা আপনাকেও নতুন বছরের
১৮| ০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ৩:১১
আশরাফ মাহমুদ বলেছেন: যায় দিন ভাল,...... শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১০
প্রচেত্য বলেছেন: সত্য বলেছেন, তবুও আশায় বুক বাধি আসে দিন ভাল করার, চেষ্টাও থাকবে সেরকমই, শুধু প্রেরণার সঙ্গী হয়ে থাকবেন সে কামনাই করি।
আপনার সু-স্বাস্থ্য এবং সাচ্ছন্দময় জীবন কামনা করি নতুন বছরের প্রথম প্রভাতে
নতুন বছরের শুভেচ্ছা
১৯| ০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৪
আবূসামীহা বলেছেন: এইমাত্র আমার বাসার পাশে প্রথম বাজিটা ফুটল। আজ রাতে আর ভাল ঘুমানো যাবেনা। পিচ্ছিগুলো জেগে যাবে আতশবাজির শব্দে। নির্ঘুম রাত জেগে কি পরদিন ভোরে নতুন বছরের নতুন সূর্যোদয় দেখা সম্ভব?
শুভেচ্ছা আপনার জন্য।
০১ লা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৫
প্রচেত্য বলেছেন: খুবই চমতকার একটি প্রশ্ন, ঘড়িতে এলার্ম দিয়ে রাখুন নতুন সূর্যোদয় দেখার প্রত্যাশায়
তারপরেও যদি ঘুমের কাছে পরাজিত হন তাহলে সকালে উঠেই সূর্য়টাকে একবার দেখে নিন, ব্যাস
নতুন বছরের শুভকামনা রইল
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৪
সাঈফ শেরিফ বলেছেন: ২০০৭ কে আমি মনে রাখব, যেমন রাখি ১৯৯৪ আর ১৯৯৯ কে।
আমার অনেক দিনে একটা স্বপ্ন, 'সুখের কান্না কাঁদার' ইচ্ছা পূরণ হয়েছে ২০০৭ এ............আমার অনেক সাধনার আনন্দ অশ্রু ফেলা.......সেই বনানী থেকে আজিমপুর যাবার পথে........সে এক অসাধারণ অনুভূতি।