নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুখী, নিরতিশয় আনন্দিত ব্লগ !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

প্রচেত্য

--- : শর্ত প্রযোজ্য : ---

প্রচেত্য › বিস্তারিত পোস্টঃ

- আজও আমার কোন বোন নেই

১২ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:২৯

আমার কোন বোন নেই, দু ভাই আমরা। আমি বড়। অনেকদিন আগের কথা এখনও মনে আছে, একটা আপুর জন্য নাকি অনেক বায়না ধরতাম বাবা-মায়ের কাছে। তখনও জানতাম যাদের নাকি বোন থাকে সেই বোন নাকি শুধু আপু হয়। আমারও আপু হবে, ও খুব চঞ্চল হবে, খুব দুষ্টুমী করবে, বায়না ধরবে আর নাক-গাল ফুলিয়ে চিৎকার করে কাঁদবে।



ওর সেই কাঁদবার শব্দ কখনো পাইনি, কিন্তু কখন কিভাবে যে সেই আপুটার জন্য আনমনে বহু শতবার একা একা চোখের জল ফেলেছি, ফুপিয়ে ফুপিয়ে কেদেঁছি আবার চোখের জল গালের স্পর্শে আসতেই তা মুছেও ফেলতাম । হা হা হা, বড্ড হাসি পায় এখন, কত পাগলামী-ই না করেছি। প্রতিবেশীর কোন পিচ্চি বোন থাকলে তাকে ধরে নিয়ে আসতাম, লুকিয়ে লুকিয়ে। নিজের কাছে রেখে দিতাম ফেরত চাইতে গেলেই বিপত্তি ঘটতো, জগৎজাড়া কান্না জুড়ে দিতাম, আমার সেই কান্নার শব্দে সেই বোনটাও কেঁদে উঠতো। সবাই হাসতো তখন কিন্তু আমি কিছুই বুঝতাম না।



বড় হতে লাগলাম, একটা শূন্যতা ছিলো সবসময়, নিজের কাছে অনেককিছু থাকবার পরেও কিছু একটা না থাকার তীব্র অভাববোধে অনেক কষ্ট পেতাম। নিজেকেই সামলাতাম। কেউ বুঝুক আর নাই বুঝুক।



...................................................................................................

যেখানটায় কাজ করি, ছোট্ট একটা অংশ আছে “কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি”, খুব বেশী পরিসরে না হলেও সামান্যই যা, তাতে যারা অর্থের অভাবে চিকিৎসার অর্থ সংগ্রহ করতে পারেন না, তাদের সাহাযার্থে কিছু করার প্রচেষ্টা।



বেশ কয়েকমাস আগের একদিন, আমি ডেস্কে কাজ করছি; একটা ছোট মেয়ের কন্ঠ শুনতে পেলাম আমার সামনের ওয়ার্কস্টেশনে বসা ম্যানেজারের সাথে এক আলাপচারিতায়। মনিটর থেকে চোখ ফিরিয়ে একবার দেখে নিলাম। অনেক অনুরোধ ছিল, আবদার ছিলো যেন শত প্রচেষ্টাতেও এই কাজে তাকে সাফল্য পেতেই হবে। মেয়েটার বয়স কত হবে ? হিসেবে ইন্টারমিডিয়েট পড়ে এইরকম।



প্রায় ৫মাস পর। মেয়েটার চেহারা মনে ছিলোনা। আজ আবার এলো। ও একটা এপ্লিকেশন দিয়েছিল সেবার, ডোনেশন বক্স বসানোর জন্য। কিন্তু সেটা বসবে তাও প্রায় বছর খানেক পর। কিন্তু হঠাৎ আজ এলো কেন ? প্রশ্ন’টা করতেই মেয়েটা গলা ধরে এলো, দু-একবার চোখের পাতা বন্ধও করলো। স্পষ্ট দেখতে পেলাম মেয়েটা খুব সযতনে চোখের জল মোছার চেষ্টা করছে। ভারী আর কাঁপা গলায় বলতে না চাইলেও, জানালো এপ্লিকেশন’টা উইথড্র করতে এসেছে। আর বেশী কিছু জিজ্ঞেস করিনি, বুঝতে পেরেছিলাম।



কি অদ্ভূত একটা মায়া তার চোখে। তার ভাইটি মারা গিয়েছে এই ডিসেম্বরে। ক্যান্সার বাসা বেধেঁছিলো। অনেক চেষ্টাও করেও কিছুই হয়নি। যেভাবে বলছিলো কথাগুলো মনে হলো, তার ভাই তার সাথেই রয়েছে। আর তার ভাই যে নেই একথা সে এখনও বিশ্বাস করেনা, সবাই নাকি মিথ্যে বলে।



পেন্ডিং ফাইলটা থেকে ওর দেয়া এপ্লিকেশনটা বের করলাম, বললাম “ঠিক আছে, আমরা ব্যবস্থা নিবো” মেয়েটা উঠলো, কি ভেবে আবার পেছনে দাড়ালো। শুধু বললাম “আপু, তুমি এটা নিয়ে মন খারাপ করোনা, পৃথিবীটা এমনই – আমাদের সবাইকেই একদিন যেতে হবে।” আমাকে কিছু বলতে গিয়েও বললোনা। চলে গেল। ভাইয়ের ছবি দেয়া এপ্লিকেশন পেপারটা তখনও আমার হাতে, “এক্সপায়ার্ড” শব্দটা বড় বড় অক্ষরে লিখে অফিস এটেন্ডেন্টকে ডাক দিলাম।



মেয়েটা চলে গেলে, অসম্ভব এক শূণ্যতা নিজের পাজরে গেঁথে গেল, কাউকে বোঝাবার মত নয় সেই লুকানো ব্যথাটা, কর্পোরেট কালচারে খুব বেশী আবেগী হওয়াটাও ভাল না। সে দীক্ষাই নিজেকে সামলে নিতে নিতে শুধু একটা কথাই ভাবলাম “আজও আমার কোন বোন নেই”

মন্তব্য ৪৯ টি রেটিং +৩০/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৩৬

বৃষ্টি ভেজা সকাল বলেছেন: দারুন মনকাড়া লেখা।




+++++++++++++++++++

১৩ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:০১

প্রচেত্য বলেছেন: পুরো দিনটাই বিষন্নতাই কেটেছে

২| ১২ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪১

অগ্নিবীনা বলেছেন: হু।

১৩ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:০৪

প্রচেত্য বলেছেন: আমি মেয়েটিকে দেখেছিলাম, কেমন একটা অন্যমনষ্কতায় সময়গুলো ধূসর হয়ে গেলো।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪৩

জন০০৭ বলেছেন: ধন্যবাদ, আজো আমারো কোন বোন নেই।

১৩ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:০৮

প্রচেত্য বলেছেন: বোনের ভালবাসা পাওয়া - কি জানি অনুভূতির এ জায়গাতে আমি বড্ডই অভাবী

৪| ১২ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪৪

সাইফ সামির বলেছেন: বোন হলো মায়ের মতো!

১৩ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:১২

প্রচেত্য বলেছেন: আমার তো একটাই মা

৫| ১২ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪৫

ফাহিম007007 বলেছেন: amaka ke bon banano jai?

১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১৮

প্রচেত্য বলেছেন: আমার বোন বানাতে আপত্তি নেই

৬| ১২ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৩১

antaramitu বলেছেন: আমার কোনো ভাই নেই..........

১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:২০

প্রচেত্য বলেছেন: আর আমারও কোন বোন নেই ...............

৭| ১২ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৪

মোঃমিজানুর রহমান বলেছেন: বাবার ও কোন বোন নেই , আমরা ৫ভাই, কোন বোন নেই। তাই ,বোনদের আদর স্নেহ, সোহাগ কেমন, বুঝতেই পারিনি।

১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:২২

প্রচেত্য বলেছেন: একজন বোন থাকার উপলব্ধিটাই অন্যরকম

৮| ১২ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০১

স্বপ্ন_বিলাস বলেছেন: অসম্ভব ভালো লেগেছে......

১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:২৮

প্রচেত্য বলেছেন: ধন্যবাদ

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৫৯

সুলতানা শিরীন সাজি বলেছেন:
কতদিন পর তোমার লেখা পড়লাম।
কষ্টের লেখা..........

ভালো থেকো প্রচেত্য।
না থাকা অনেক ভালো,
থেকে হারানোর চেয়ে........

১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪৭

প্রচেত্য বলেছেন: হুমম, হয়তো তাই

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৫৬

ফাহিম আহমদ বলেছেন: হ্যাঁ ভাই, আমরা দুটি ভাইয়ের একটি বোন আছে,

আপনার জন্য সহানুভূতি ও আন্তরিক শুভ কামনা।

১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২৭

প্রচেত্য বলেছেন: মাশাল্লাহ

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৩৮

স্বদেশ হাসনাইন বলেছেন:
খুব টাচি লেখা
জীবনের পদে পদে
বোনের স্নেহ পেয়েছি অনেকের কাছে
সম্পর্কগুলো যে রক্তধারায় পুরোপুরি নির্ভরশীল
তা কিন্তু নয়

১৩ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০৮

প্রচেত্য বলেছেন: বাহ ! চমতকার মন্তব্য

১২| ১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৩৭

টুইটি০০৭ বলেছেন: apnar leka pore kub emotional hoye gelam:'(..tobe apner jodi kono bon thakto tahole se nisshondehe akjon vaggoboti hoten..:)

১৩ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:১৫

প্রচেত্য বলেছেন: হুমম, সত্যি ভাগ্যবান হতো

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:১১

kisuna বলেছেন: মন খারাপ হয়ে গেল

১৪ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৫২

প্রচেত্য বলেছেন: আপু মন খারাপ করোনা, বাস্তবতার আচরণ বড্ড নিষ্ঠুর

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:১৩

~স্বপ্নজয়~ বলেছেন: প্রথমবার পড়ার পরে কমেন্ট করবার ভাষা খুজে পাইনি, এবারেও না ...

১৪ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৫৪

প্রচেত্য বলেছেন: মেয়েটা চলে যাবার পরও পুরো রুম জুড়ে নিস্তবতা ছিলো, রেশ কাটেনি-সামলে নিতে সময় লেগেছিলো।

১৫| ০১ লা জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩৮

ঝড়ো হাওয়া বলেছেন: " সেরা লেখা, খুব ভালো পোষ্ট, প্লাস " এই জাতীয় সস্তা শব্দ ব্যবহার করেতে চাচ্ছিনা এই পোষ্টে। মন্তব্যই লিখতাম না। অনেক দিন পর ব্লগে এসে আপনার পোষ্ট পড়লাম, শুধু এটাই জানিয়ে দেয়ার জন্য কিছু একটা লিখলাম।

ভালো থাকবেন @ প্রো

০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ৯:৩৬

প্রচেত্য বলেছেন: ঝড়ো ভাই, খুব ভাল লাগল আপনার মন্তব্য পেয়ে, আরো ভাল লাগলো এতদিন হয়ে গিয়েছে তবু মনে রেখেছেন
কৃতজ্ঞতা জানাচ্ছি
শুভকামনা থাকলো

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ৯:৫৬

চতুষ্কোণ বলেছেন: মন ছুঁয়ে গেল...

০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪০

প্রচেত্য বলেছেন: একটা বোনের জন্য সেদিন আমারও মনটা কেঁদে উঠেছিল

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪৭

ভাঙ্গন বলেছেন: শুভ কামনা!
অনেকদিন পর আপনাকে দেখে ভাল লাগল।

০৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৮

প্রচেত্য বলেছেন: হুমম, ভাঙ্গন মনে পড়ছে খুব আপনাকে
অনেক ধন্যবাদ মনে করেছেন

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৫

লেডি বার্ড বলেছেন:

সব পাওয়ার পরও একটা না পাওয়া মনে হয় সবারই থাকে।


লেখাটা ভালো লাগছে।

০৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৮

প্রচেত্য বলেছেন: অশেষ ধন্যবাদ

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৬

মিরাজ is বলেছেন: :( :(

০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৩

প্রচেত্য বলেছেন: সত্যটা এমনই

২০| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৫

shapnobilash_cu বলেছেন: প্রচেত্য, আমি আপনার ব্লগে এসেছি একটা হেল্পের জন্য। কিন্তু প্রথম পোস্টেই চোখ আটকে গেল! আপনি যে কথাগুলো বলেছেন, আমার ক্ষেত্রেও তা সমান ভাবে প্রযোজ্য। একজন বোনের জন্য আমারও ভীষণ মন খারাপ হতো, এখনো হয়-তবে আগের মত না। আমারো কোন বোন নেই। এটা এমন এক অদ্ভূত শুণ্যতা, তা কাউকে বোঝানো যাবেনা কখনো। শুধু যার বোন নেই, সেই বুঝতে পারে এই আকুলতা। ইশ!! একট বেনী দোলানো দুষ্টু বোন থাকলে কী মজাই না হতো!! ঠিক মাথায় তুলে রাখতাম সারা জীবন, বুকে জড়িয়ে রাখতাম পরম মমতায়....

এ্যানিওয়ে, আমি সাবটাইটেল প্রিন্ট আউট করতে চাই, ফর্মুলা বাতলে দেন। আপনার জবারের অপেক্ষায় রইলাম।

২১| ১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৪

হাসিনুল ইসলাম বলেছেন: হায়, আমি আবার দু:খ করি, আমার যদি একটা ভাই থাকতো। না, এখন আর তেমন দু:খ নেই। ছোট্ট মেয়ে সবকিছু ভুলিয়েছে; আর বোনদের কথা নাহয় নাই বললাম।

অনেক ধন্যবাদ এমন আন্তরিক উপস্থাপনার জন্য।

২২| ১৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২৭

আনোয়ার সাদী বলেছেন: আমার কোন ছোট বোন নেই। বড় বোনের বিয়ের সময় আমি ক্লাস ফাইভে... বোন হীন বড় হওয়ার শূন্যতা অনেক ...তা পূরণ হয় না ...আরো লিখুন ...

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৪

নীরজন বলেছেন: :(

২৪| ১৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৫

আরিফ্ ৯১ বলেছেন: +++++++ ও প্রিয়তে। চালিয়ে যান!!

২৫| ২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৩

হাসান ইকবাল বলেছেন: ভালো লেগেছে......+++++++++++++++্

২৬| ০২ রা মার্চ, ২০১১ দুপুর ২:১১

ইষ্টিকুটুম বলেছেন: আমারও কোনো বোন নেই। :((

২৭| ২৬ শে মার্চ, ২০১১ বিকাল ৩:৫৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: কই কেমন আছেন।

২৮| ০২ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩১

আবু সালেহ বলেছেন: মেয়েটা চলে গেলে, অসম্ভব এক শূণ্যতা নিজের পাজরে গেঁথে গেল, কাউকে বোঝাবার মত নয় সেই লুকানো ব্যথাটা, কর্পোরেট কালচারে খুব বেশী আবেগী হওয়াটাও ভাল না। সে দীক্ষাই নিজেকে সামলে নিতে নিতে শুধু একটা কথাই ভাবলাম “আজও আমার কোন বোন নেই”+++++++++

কোথায় আছেন কেমন আছেন?????নতুন বছরের শুভেচ্ছা.........

২৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৯

আবু সালেহ বলেছেন: প্রচেত্য দা আপনাকে লগইন দেখেই আপনার ব্লগে হানা দিলাম.......সেই কবে একটা পোস্ট দেলেন তারপর আর কোন খবর নেই.....ভালো আছেন নিশ্চই????

৩০| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২২

প্রচেত্য বলেছেন: সালেহ ভাইয়া, জ্বী অনেক দিন পর ।
আমার খুব ভাল লাগছে এভাবে একজন পুরনো বন্ধুকে মনে রেখেছেন।
অনেক ভাল লাগলো।
নিশ্চ'য় আপনি ভাল আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.