নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুখী, নিরতিশয় আনন্দিত ব্লগ !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

প্রচেত্য

--- : শর্ত প্রযোজ্য : ---

প্রচেত্য › বিস্তারিত পোস্টঃ

ঐশি !

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

যারা সোনার চামচ মুখে নিয়ে এই পৃথিবীর আলো দেখে সত্যি তারা বড্ড অসহায় ;

জীবন মানে কি ? জীবনের মজা - আনন্দগুলো কখনোই তারা উপভোগ করতে পারেনা।



জীবন শুরু না হতেই যারা জীবনের উৎকর্ষতাই পৌছে যায়,

তারা কিভাবে বুঝবে সারাদিন হাড় খাটুনির পর ঘামে ভেঁজা শরীরের বাবার প্রত্যেকটি রন্ধ্রে সন্তানের প্রতি অকৃত্রিম ভালবাসা,



হাজার স্কয়ার ফিটে জন্ম নেয়া সেই সন্তানটি কি কখনো তৃপ্তি ভরে খেতে পারে মায়ের হাতের রান্না ? অথচ এক দেড়শো স্কয়ার ফিটের সেই মা যে কিনা সন্তানের চিন্তায় সারাদিন হেঁসেল ঘরেই পার করে দেন।



স্কুলের ভর্তির শুধু ফরম তুলতে যে বাবা সারাদিন লাইনে দাড়িয়ে থাকেন, তার চোখ আর মনে যে দৃঢ়তা, তা কি ওই বড় ঘরে জন্ম নেয়া সন্তানটি তার বাবার মধ্যে কখনো দেখতে পারবে ? যার কি না জন্ম নেয়ার আগেই বেবী কেয়ার আর প্লে স্কুল বুক করা থাকে !



ধার - দেনা, স্কুলের ড্রেস কেনার পয়সা যার থাকেনা তবুও সন্তানকে সবার আগে তুলবে বলে যে বাবা - মা দিন রাতের হিসেব করেন না তার সন্তান তো মহ সুখী, ও দেখছে তাকে প্রতিষ্ঠিত করবার জন্য তাঁদের ত্যাগ আর প্রত্যয়।

আর বড় বাবার মস্ত ছেলেরা, তাপানুকুল গাড়ী, রেইনকোট কি নেই ওদের .. তবু ওরা অনেক কিছু মিস করছে।



যে কি না কখনো শহুরের লোকাল বাসের কন্টাক্টর আর হেল্পারের মুখে 'মামা' ডাক শুনেনি ও জীবনের কি দেখলো ? ও হয়তো ভেনিস, কাঠমুন্ডু আরো কোথায় "স্যার" ডাক শুনতেই অভ্যস্ত, ও কিভাবে বুঝবে সম্পর্ক না হয়েও একে অপরের মামা-ভাগিনা !



ইউনিভার্সিটির ভর্তি যুদ্ধা, চাকুরীর প্রতিযোগিতা সবকিছু ছাপিয়ে যখন ওই ছোট্ট ঘরের ছোট্ট ছেলেটি একদিন সত্যি বড় হয়, ঘরে ফিরে বাবা-মা একসাথে দেখে, ওই তো বুঝবে জীবন কাকে বলে আর জীবনের মানে কি ? চড়াই উৎরাই পেরিয়ে যে ছেলেটি বা মেয়েটি নিজেকে তুলে আনলো কে আছে ওর থাকে সুখী, পয়সার হিসেব করে বলছিনে বলছি মনের সুখের কথা, আত্ম পরিতৃপ্তি !



আর বড় বাবার মস্ত সন্তান যে সবকিছু পেয়ে অভ্যস্ত সে তো চাইবেই যা এখনও পাওয়া হয়ে উঠেনি সেটাই পেতে, কিন্তু চাওয়া - পাওয়ার তো একটা শেষ দাগ থাকে, ওপারে গেলেই বিপদ ! যে কি না শেষ দাগে স্পর্শ করে পৃথিবীতে আসে সে তো চাইবেই দাগ অতিক্রম করতে !



সত্যি অসহায় তারা।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

সোহানী বলেছেন: চমৎকার লিখা...

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:০১

প্রচেত্য বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন: ++++

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:০১

প্রচেত্য বলেছেন: ধন্যবাদ

৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯

মনে নাই বলেছেন: লেখায় প্লাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.