নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডাক নাম রাজ। আমার প্রকৃত স্কুল,কলেজ,ইউনিভার্সিটি নাম প্রদীপ চন্দ্র দাস। গ্রাম: ফুলগাজী উপজেলার উত্তরশ্রীপুর,ডাকঘর-মুন্সীরহাট,ফেনী জেলা অধিবাসী। জন্ম ১৯৯৫ আগ্রস্ট ৭ তারিখে উত্তর শ্রীপুর গ্রামে নবকুমার দাসের বাড়ীতে জন্ম গ্রহণ করি। পিতা হরলাল দাস, মাতা

প্রদীপ চন্দ্র দাস

গ্রাম-উত্তর শ্রীপুর, ডাকঘর- মুন্সীরহাট, উপজেলা- ফুলগাজী, জেলা- ফেনী

প্রদীপ চন্দ্র দাস › বিস্তারিত পোস্টঃ

মশা

২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

কোথায় থেকে এসে ছিলো
খেয়াল করিনি ভাই
হাতে আমার মুঠোফোন আছে
গলতে জামা নাই।

নিজের গায়ে নিজেই মারি
কষিয়ে কষিয়ে চর
গুন গুন শব্দে মাতাল
ফাল্তু কবির ঘর।।

তার সাথে বাজে চটাস চটাস
নিজের হাতের চর।
তবুও চলছে কবিতা লেখা
থামেনা লেখনী আর।।

আমি লিখিলাম দু-এক পাতা
মশা লিখেছে বই
ওরে ছাগল, কবিতা পাগল
তোর মশারি কই??

মশারি বাদে সংক্ষেপে আমি
কয়েল খানি জ্বালাই
মশারা কয় পাগল-ছাগল
কয়েল আমরা বানাই।।

মশার গায়ে কিল দিয়েও
কিল খেয়েছি নিজে!
বুঝিলাম শেষে কবিতা নয়
আমি ছিলাম বাজে।।

এ যেন মশার উৎপাত নয়
চিরসত্য উপদেশ!
সব ভাল কাজে আগেই
গড়িও সুন্দর পরিবেশ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.