নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রফেসর আলতাফ সরকার

প্রফেসর আলতাফ হোসেন সরকার, একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিক্ষক, ব্যাকপেইন বিশেষজ্ঞ, সমাজকর্মী, স্বাস্থ বিষয়ক কলাম লেখক, বাংলাদেশ ফিজিেথেরাপি এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা উপদ্রেষ্টা, বাংলাদেশ ফিজিওথেরাপি প্রতিষ্ঠাতার প্রধান সম্পাদক, ব্যাকপেইন চিকিৎসায় উন্মোচন করেছেন এক নতুন দিগন্ত, সরবপরি আমি একজন মুক্তিযোদ্ধা।

প্রফেসর আলতাফ সরকার › বিস্তারিত পোস্টঃ

আমার কোমরের ডানদিকে ব্যথা করে। তবে বসে কিছুক্ষণ কাজ করলে ব্যথা বেশী বেড়ে যায় এবং কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত চলে আসে। এমতাবস্থায় আমি কি করতে পারি ?

০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫২

উত্তরঃ আমাদের দেশে প্রতি পরিবারেই আপনার মত রোগী রয়েছে। আশা করি আমার এই চিকিৎসাপত্র আপনার ও আপনাদের উপকারে আসবে। আপনার চিকিৎসার জন্য সঠিক ফিজিক্যাল এক্সামিনেশন এবং ল্যাবরেটরি পরীক্ষা করা দরকার। আপনি যে প্রান্তে থাকেন সে প্রান্তে এই পরীক্ষা করা হয়তো সম্ভব নয়। আপনি যখন বসে বসে কাজ করেন তখন ব্যথা হচ্ছে এমন অনুভবন করার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানো অবস্থায় হাত দুটো মাজার নিচে যে বড় মাংস পেশি আছে সেখানে রাখুন।

সেখানে রেখে পিছনের দিকে ৫-৭ বার বাঁকা হন তারপর ২-৩ মিনিট হাটুন। ৫ মিনিট বিশ্রাম করে আবার আগের মত পিছনের দিকে ৫-৭ বার বাঁকা হন। প্রতিদিন ঘুমাতে যেতে অথবা ঘুম থেকে উঠার আগে উপুড় হয়ে শুবেন, হাত দুটো মাজার উপর রেখে মাথা এবং কাঁধ ৫-৭ বার উপরের দিকে উঠাবেন। আশা করি ভালো বোধ করবেন। সঠিক ব্যয়াম করুন। কষ্টমুক্ত থাকুন। আপনাদের শিঁড়দাড়া ব্যথা জনিত অসুস্থতার জন্য প্রশ্ন করুন।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.