![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রফেসর আলতাফ হোসেন সরকার, একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিক্ষক, ব্যাকপেইন বিশেষজ্ঞ, সমাজকর্মী, স্বাস্থ বিষয়ক কলাম লেখক, বাংলাদেশ ফিজিেথেরাপি এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা উপদ্রেষ্টা, বাংলাদেশ ফিজিওথেরাপি প্রতিষ্ঠাতার প্রধান সম্পাদক, ব্যাকপেইন চিকিৎসায় উন্মোচন করেছেন এক নতুন দিগন্ত, সরবপরি আমি একজন মুক্তিযোদ্ধা।
উত্তরঃ আজকাল বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, ডায়বেটিস ও কোমর ব্যথার রুগী দিন দিন বেড়েই চলছে। আপনি যে অসুস্থতার কথা উল্লেখ করেছেন। এই সমস্ত রোগের ক্ষেত্রে, আমি রোগীর চিকিৎসার পূর্বেই তার সঠিক ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি। অর্থাৎ রোগের কারণ বের করি। আপনার সঠিক ফিজিক্যাল এ্যাকজামিনেশন করা দরকার এবং তার সাথে সাথে ল্যাবরেটরী পরীক্ষাও করা দরকার। আপনার জন্য পরামর্শ হচ্ছে প্রতিদিন দিনে ৩ বার চিৎ হয়ে শুয়ে হাটু বাঁকা করে পেটের দিকে হাটু নিজে নিজে টানবেন। ৮-১০ বার টানার পর বিশ্রাম নিবেন। এভাবে ৩ বার করবেন। তারপর দু হাটুকে বুকের দিকে ১০-১২ বার টানবেন। এভাবে ৪-৫ বার করবেন। হাটার সময় প্রথমে একটু সামনের দিকে বাঁকা হয়ে ১-২ মিনিট হাটুন। তার পর আস্তে আস্তে সোজা হয়ে হাটার চেষ্টা করুন। মনে রাখবেন প্রথমবার হাটার সময় যদি ৩ মিনিট পরে পায়ের ব্যথা শুরু হয় অথবা পা ধরে যায় দ্বিতীয় বার যখন হাঁটবেন তখন হাঁটার সময় ১-২ মিনিট বাড়ানোর চেষ্টা করুন। উপদেশ মেনে চলুন এবং সঠিক ব্যয়াম করুন। পানি বেশি খাবেন। আর ভাত ও চিনি জাতীয় খাদ্য কম থাবেন। দুঃচিন্তা মুক্ত থাকুন। ৮-৯ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন।
ফেসবুক
২| ০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৭
প্রফেসর আলতাফ সরকার বলেছেন: আপনি ভাল আছেন শুনে খুব খুশি হলাম, ভাল থাকুন, ব্যয়াম করুন সুস্থ থাকুন। ধন্যবাদ। # শাহ আজিজ
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫০
শাহ আজিজ বলেছেন: ভালো উপদেশ। আমিও সমস্যায় পড়ে এই ব্যায়াম করে ভালো আছি। তবে ইউরিক এসিড বাড়লেও ব্যাথা অনুভুত হবে সে ক্ষেত্রে ডাল জাতীয় সব কিছু বাদ দিতে হবে। আমি কিছুক্ষন হেটে দাড়িয়ে থাকি বা বসে পড়ি। ৫ মিনিট বাদে আবার শুরু করি তখন আর ব্যাথা অনুভুত হয়না। আমার ডিস্কে গ্যাপ আছে। ধন্যবাদ ডঃ আলতাফ।