নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রফেসর আলতাফ সরকার

প্রফেসর আলতাফ হোসেন সরকার, একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিক্ষক, ব্যাকপেইন বিশেষজ্ঞ, সমাজকর্মী, স্বাস্থ বিষয়ক কলাম লেখক, বাংলাদেশ ফিজিেথেরাপি এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা উপদ্রেষ্টা, বাংলাদেশ ফিজিওথেরাপি প্রতিষ্ঠাতার প্রধান সম্পাদক, ব্যাকপেইন চিকিৎসায় উন্মোচন করেছেন এক নতুন দিগন্ত, সরবপরি আমি একজন মুক্তিযোদ্ধা।

প্রফেসর আলতাফ সরকার › বিস্তারিত পোস্টঃ

মাজার ব্যথায় অত্যাধুনিক ম্যানুয়াল চিকিৎসা

১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৮

যেকোন অসুস্থ্যতাই আমাদেরকে মনে করিয়ে দেয় সুস্থ থাকাটা কত জরুরী। শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গের সুস্থতার উপর নির্ভর করে আমাদের ভাল থাকা। এদের কোনটিতে একটু সমস্যা হলেই ঘটে নানা বিপত্তি।



জীবনটাই হয়ে উঠে দুর্বিসহ। আর যদি তা হয় ব্যথা জনিত অসুস্থতা, তবে তা আমাদেরকে ফেলে দেয় রীতিমত দুর্ভাবনায়। তবে সমস্যা যাই আসুক চেষ্টা আর সঠিক চিকিৎসা জানা থাকলে তা থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই। সুপ্রিয় পাঠক, আজকের আমার এই লেখা আশা করি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে



সাহানা আফরোজ। বয়স ৩৩ বৎসর। গতকাল এসেছিলেন আমার কাছে তাঁর- ব্যাকপেইন এর চিকিৎসার জন্য। তিনি গত ২০১১ সাল থেকে পিঠের ব্যথায় ভুগছেন। ব্যথা হলে মাঝে মাঝে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করে থাকেন। কখনও একটু ভাল থাকেন আবার কখনও ব্যথা বেড়ে যায়। এ ভাবে পার হয়েছে জীবনের বেশ কিছূ মুল্যবান বৎসর। গত ২০১৪ সালের আগস্ট মাস থেকে পিঠের ব্যথা বেড়েই চলছে। এখন আর বেশিক্ষন টেবিলে বসে বা সামনে ঝুঁকে কাজ করতে পারছেন না। আর সে জন্য তিনি গত জীবনের মেধাবী-পদবী যেন হারাতে বসেছে। আমি যখন তাঁর সংগে রোগের ইতিহাসের কথা জিজ্ঞাসা করছিলাম, এক পর্যায় তিনি বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। কারন বসে থাকার জন্য তাঁর ব্যথা তীব্রতর হচ্ছে। এমআরআই এবং এক্স-রে রিপোর্টে বলা হয়েছে কোন হাঁড় এবং ডিক্স এ কোন অসুস্থতা নেই। কিন্তু মিসেস সাহানা আফরোজের ফিজিক্যাল পরীক্ষা করে দেখা গেল তাঁর লংগীসিমাস ও স্পাইনালিস মাসেলের লাম্বার এবং থোরাসিক রিজিওনে প্রচন্ড ব্যথা ও টেনডার। এই মাংসগুলো আমাদের শরীরের পেছনের দিকে পিঠে বা কোমরে থাকে, ঐ মাংসগুলোর শক্তি কমে গেছে। সে কারনে বসে কাজ করার সময়, সামনের দিকে তিনি যখন ঝুঁকেন, তখন তাঁর ঐ মাংস গুলো তাঁর শরীরের(মাথা, ঘাড়, বুক এবং মাজা) ওজন ধরে রাখতে পারে না। মিসেস সাহানার চিকিৎসার জন্য তাঁর অসুস্থ সফ্ট টিসু বা মাংসগুলোর মোবালাইজেশন, স্পাইনের রেন্জ বাড়ানোর জন্য বায়োমেকানিকস অনুযায়ী সঠিক ব্যায়াম, আলট্রা সাউন্ডথেরাপি এবং অবশ্যই কাইনিসিওলজী ব্যাথার বেজ্ড এক্সারসাইজ দরকার। এই চিকিৎসার সাথে অবশ্যই অত্যাধুনিক লো-লেভেল লেজার থেরাপি দ্বারা চিকিৎসা করতে হবে। তাঁর পর আর যেন ব্যাথা না হয় সে জন্য প্রতিরোধ মুলক ব্যায়াম(স্ট্রেনথেসিং, স্ট্রেচিং ও স্ট্রাবিলাইজেশন) অবশ্যই করতে হবে।

আমি মনে করি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে তাঁর ব্যথা ভাল হবেই ইন-শাহ-আল্লাহ। আর যেন ব্যাথা না হয় সে জন্য প্রতিরোধ মুলক ফিজিওথেরাপি নিতেই হবে।

চিকিৎসা বিজ্ঞানের দ্রুত প্রসারের সাথে সাথে ব্যাকপেইন চিকিৎসার জন্য আমার অত্যাধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা সঠিক যায়গায় স্থান করে নিয়েছে এভাবেই তার নিজেস্ব প্রযুক্তি ও সঠিক ম্যানুয়াল থেরাপির মাধ্যমে। কোমর ব্যথার চিকিৎসার জন্য আর বিদেশ নয় দেশেই এখন বিশ্বমানের অত্যাধুনিক চিকিৎসা আমরা দিয়ে আসছি। সুতরাং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করুন। শিড়দাঁড়ার কষ্ট মুক্ত থাকার জন্য আমার অপারেশন বিহীন সঠিক চিকিৎসা গ্রহণ করুন। মনে রাখবেন পৃথীবির উন্নত দেশগুলোর বিভিন্ন গবেষনায় বলা হয়েছে শিড়দাঁড়ার চিকিৎসার জন্য নন-অপারেটিভ ম্যানুয়াল ও মোবালাজেশন চিকিৎসা অত্যাধিক কার্যকর। আমি আমার এই লেখার মাধ্যেমে অসুস্থ জনগণের জন্য সামান্য হলেও ধারণা দিতে চেষ্টা করেছি যে, আপনি আপনার মেরুদন্ডের কষ্টে জন্য কি করবেন।

আপনার মেরুদন্ডের অসুস্থতার জন্য প্রশ্ন করবেন আপনি, উত্তর দিব আমি। মেরুদন্ডের সঠিক চিকিৎসা নিন, সুস্থ জীবন-যাপন করুন।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৮

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর আয়োজন । যাদের সমস্যা আছে তারা উপকৃত হবেন ।

১১ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩২

প্রফেসর আলতাফ সরকার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৮

আরণ্যক রাখাল বলেছেন: প্রতিরোধের উপায়?

১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৮

প্রফেসর আলতাফ সরকার বলেছেন: নিচু হয়ে ভারী জিনিস উঠাবেন না। একই ভঙ্গিতে অনেক্ষন বসে বা দাঁড়িয়ে থাকবেন না। নিয়মিত সঠিক ব্যায়াম করবেন। আশা করি উক্ত উপদেশ মেনে চললে ব্যাক পেইন থেকে প্রতিকার পাওয়া সম্ভব।

৩| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৪

সাবু ছেেল বলেছেন: আমার মেরুদণ্ডের ডিস্ক বেরিয়ে গেছে ২০০৭ সালে।এম আর আই করানো হয়েছে।আগের চাইতে অবস্থা আরও খারাপ।ডাক্তার নামের এক কলঙ্ক আমার অপারেশনের জন্য পাগলা কুত্তা হয়ে গেছে।আমার বয়স ৩৩ বৎসর।

সবাই বলছে যে,একবার হুইল চেয়ার ধরলে আর রক্ষা নেই।৭/৮ মিনিটের উপড় কোন জায়গায় বসতে পারিনা।চাকুরী ছেড়ে দিতে বাধ্য হয়েছি।ঘরে শুয়ে-বসে থেকে থেকে মুটিয়ে যাচ্ছি।১০ মিনিটের উপড় হাটতে পর্যন্ত পারিনা।

দুর্বিষহ জীবনের আরেক নাম ব্লগার সাবু ছেলে।

আপনার সাথে যোগাযোগের উপায়?? কোন অগ্রিম পরামর্শ??

১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৮

প্রফেসর আলতাফ সরকার বলেছেন: আপনার কষ্টের জন্য আমরা আন্তরিভাবে দুঃখিত। আপনার কষ্টের জন্য অনলান এ বা ইন্টারনেট এ কোন উপদেশ দিলে সেটা সঠিক নাও হতে পারে তাই আপনার পরীক্ষা-নিরীক্ষার কাগজ পত্র ও প্রেসক্রিপশন সহ আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার উপরের বর্নণা পড়ে আমার মনে হচ্ছে অপারেশন নাও লাগতে পারে। আমাদের চিকিৎসা নিন।
আশা করি আমরা আপনার উপকারে আসব ইনশাআল্লাহ।
যোগাযোগের জন্য: - ০১৭৬৫ ৬৬ ৮৮ ৪৬

৪| ১১ ই মার্চ, ২০১৫ সকাল ৭:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ব্লগে স্বাগতম।

উপকারি পোস্ট।

এরকম লেখা আরো লেখা চাই।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫২

প্রফেসর আলতাফ সরকার বলেছেন: আপনাকে ধন্যবাদ । ইনশাল্লাহ আরও পোস্ট দেখতে পাবেন এবং নিয়মিত ই লিখব যদি আপনাদের উপকারে আসে ও ভাল সারা পাই।

৫| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫০

মাথা ঠান্ডা বলেছেন: ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫২

প্রফেসর আলতাফ সরকার বলেছেন: আপনাকেও অস্ংখ্যা ধন্যবাদ। সুস্থ থাকনু, ভাল থাকুন।

৬| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫১

আরজু পনি বলেছেন: অনেক ভালো লাগা রইল, স্যার।

প্রতিটা মন্তব্যের উপরে জবাব দেয়ার জন্যে বাটন আছে ওটা চেপে জবাব দিলে যিনি মন্তব্য করলেন তিনি নোটিফিকেশনে জানতে পারবেন যে আপনি জবাব দিয়েছেন।


অনেক শুভকামনা রইল ।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৪

প্রফেসর আলতাফ সরকার বলেছেন: মিসেস আরজুপনি আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দেখানো পদ্ধতি ব্যবহার করে আমি মন্তব্যর জবাব দিতে চেষ্টা করেছি।

৭| ১২ ই মার্চ, ২০১৫ রাত ২:১২

নির্ঘুম লযাম্পোস্ট বলেছেন: কোমরের সঠিক সহজসাধ্য ব্যায়াম সম্পরকে জানবেন।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৬

প্রফেসর আলতাফ সরকার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ। অবশ্যই পরবর্তী পোস্টে ব্যায়াম সম্পর্কে লিখতে চেষ্টা করব। আশা করি সঙ্গেই থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.