![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রফেসর আলতাফ হোসেন সরকার, একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিক্ষক, ব্যাকপেইন বিশেষজ্ঞ, সমাজকর্মী, স্বাস্থ বিষয়ক কলাম লেখক, বাংলাদেশ ফিজিেথেরাপি এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা উপদ্রেষ্টা, বাংলাদেশ ফিজিওথেরাপি প্রতিষ্ঠাতার প্রধান সম্পাদক, ব্যাকপেইন চিকিৎসায় উন্মোচন করেছেন এক নতুন দিগন্ত, সরবপরি আমি একজন মুক্তিযোদ্ধা।
জীবনের কাছে সবার চাহিদা সমান নয় তবে জীবনের সমস্ত সম্ভাবনাকে প্রস্ফুটিত হতে দেখতে চাই আমরা সবাই। একজন মানুষের অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যেতে পারে শুধু মাত্র তাঁর কোমর ব্যথার জন্য। সুপ্রিয় পাঠক, আমার এই লেখাটা পড়ে আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন।
কোমর ব্যথার রোগী প্রতিটি ঘরে পাওয়া যাবে। সে ক্ষেত্রে আমাদের দেশের মায়েদের কোমর ব্যথার ঝুঁকি অনেক বেশি, কারণ আমাদের দেশের মায়েদের স্বাস্থ্য সচেতনতা অনেক কম। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, শতকরা ৮০ ভাগ লোক জীবনের কোন না কোন সময় কোমর ব্যথায় ভোগেন। আর এই ৮০ ভাগ লোকের মধ্যে মায়েরাও আছেন। যেমন বলা যেতে পারে, একজন মহিলা মা হতে যাচ্ছেন বা হয়েছেন। তার কোমর ব্যথা হবেই। কেননা সন্তান যখন পেটে আসে তারপর দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস- এক সময় আমরা সবাই বুঝতে পারি ওই নারী মা হতে চলেছেন। অর্থাৎ পেটের মধ্য সন্তান বড় হয়- আর সেই সাথে তাল মিলিয়ে পেট সামনের দিকে বড় হতে থাকে এবং সন্তান তার নিজের জায়গা করে নেয়। কোনো একদিনের সুন্দর সময় সন্তান পৃথিবীতে চলে আসে। এখন মনে রাখতে হবে, যে মাংস দিনে দিনে বা ৪০ সপ্তাহে লম্বা হয়েছে সে স্টাকচার কি এক দিনে আগের যায়গায় ফিরে আসতে পারে? না, তা হতে পারে না। আর সে জন্যই ব্যথা হয় কোমরে বা মাজায়।
সন্তান হওয়ার আগে এবং পরে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত জরুরী। উন্নত বিশ্বে সাধারণত গাইনি চিকিৎসক তার চিকিৎসার পাশাপাশি ঠিক সময়মতো পরামর্শ দিয়ে থাকেন ফিজিওথেরাপি চিকিৎসা করার জন্য। এ ক্ষেত্রে আমাদের দেশের চিকিৎসকদের অনুরোধ করব, আপনারা আপনাদের চিকিৎসাপত্রে উপদেশ দেবেন যেন প্রিন্যাটাল ও পোস্টন্যটাল ফিজিওথেরাপি চিকিৎসার জন্য ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ করতে। এক বাক্যে বলা যায় যিনি মা হচ্ছেন তার ফিজিওথেরাপি চিকিৎসা দরকার। গর্ভবস্থায় রুটিন চেকআপ করবেন এবং সময়মতো ফিজিওথেরাপি গ্রহণ করবেন। বসা ও শোয়ার সঠিক ভঙ্গি মেনে চলবেন। নিয়মিত সঠিক মাংসের ব্যায়াম বা এক্সারসাইজ করবেন হাসিখুশি থাকবেন।
আপনার খাদ্য তালিকায় পরিবর্তন আনতে হবে। যেমন ভাতজাতীয় এবং চিনিজাতীয় খাবার খুব কম খাবেন। ফল, সবজি, মাছ বেশি খাবেন। তবে মনে রাখতে হবে এ খাদ্যগুলো যেন আপনার বর্তমান স্বাস্থ্যের সাথে কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া না করে। এটা গুরুত্বপূর্ন বিষয় এবং জেনে রাখা ভাল যে, যদি আপনার কোমর ব্যথা হয় তাহলে তাড়াতাড়ি একজন ব্যাকপেইন বিশেষজ্ঞ ফিজিথেরপিস্টের সাথে দেখা করুন। কেননা শিগগিরই চিকিৎসা না করে দেরিতে চিকিৎসা শুরু করলে আপনার কষ্ট বেড়ে যেতেই পারে। একজন ফিজিওথেরাপিস্ট আপনার অসুস্থতা বের করবেন আপনার ব্যথা, ফিটনেস ও রোগের ধরনের ওপর নির্ভর করে। আপনার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা প্লান তৈরী করবেন এবং প্লান অনুযায়ী কাইসিওলজি-বেজড এক্সারসাইজ ও ট্রেসিং দেবেন যা আপনার ব্যাক বা কোমরকে সুস্থ ও শক্তিশালী রাখবে। যে এক্সারসাইজ ফিজিওথেরাপিস্ট শিখিয়ে দেবেন সে এক্সারসাইজের মাধ্যমে আপনার আর ইনজুরি হওয়ার কিংবা অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে না ইনশাআল্লাহ। কোনো কোনো ব্যাক পেইনের ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা কিংবা একটি সঠিক এক্সারসাইজ আপনার ব্যথা সাথে সাথে কমাতে সাহায্য করে। আমি অবশ্যই নিষেধ করব আত্মীয় বা বন্ধু-বান্ধবের শিখানো অসঠিক এক্সারসাইজ না করার জন্য এবং অনলাইন বা ইন্টারনেট থেকে এক্সারসাইজ শিখে তা নিজের জন্য করবেন না। মনে রাখবেন চিকিৎসা বিজ্ঞানের প্রসারের সাথে সাথে ব্যাকপেইনের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা সঠিক জায়গায় স্থান করে নিয়েছে তার নিজস্ব প্রযুক্তিতে, চিকিৎসার মান এবং সঠিক ফলাফলের জন্য অবশ্যই একজন অভিজ্ঞ ব্যাকপেইন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছ থেকে চিকিৎসার নেবেন।
আমি আমার এই লেখার মাধ্যেমে সামান্য হলেও ধারণা দিতে চেষ্টা করেছি যে, আপনি আপনার ব্যাক পেইনের কষ্টের জন্য কি কি করবেন।
আপনার মেরুদন্ডের অসুস্থতার প্রশ্ন করবেন আপনি, উত্তর দিব আমি। মেরুদন্ডের সঠিক চিকিৎসা নিন। সুস্থ জীবন-যাপন করুন।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৬
সোহানী বলেছেন: অনেক অনেক ভালো লাগা... মেয়েদের সমস্যা নিয়ে সাধারনত পোস্ট দেখি না.... আপনার এ উদ্যোগকে স্বাগত সহ +++++++