![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রত্যেক কপোত খুজে নেয় একটি কপোতি জীবনরূপী দিনের শুরুতে।
তাকে নিয়ে স্বপ্ন দেখে নতুন এক জীবনের।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের এই বন্ধন জোড়ায় আবদ্ধ থাকে না।
কখনো সেটা হয়ে যায় ত্রিকোণ,কখনোবা ভেঙে যায় তাদের আমৃত্যু একসাথে থাকার শপথ।
কেন???
কেনো সত্যিকারের সম্পর্ককে মানুষ রূপকথার পাতায় স্থান দিতে চলেছে?
কেন তাদের অবিশ্বাস তাদের ভালোবাসার বন্ধনের চেয়েও বড় প্রতীত হয়?
কারণ আমরা ' বিশ্বাস ' শব্দটাকেই বেশী ভয় পাই,ভয় পাই নিজেকে,আশে-পাশের সবাইও বাদ যায়না আমাদের সন্দেহের তালিকা থেকে।
একবার বিশ্বাস করে দেখুন,সময় দিন সম্পর্কগুলোকে,তাদের অবহেলার পরিবর্তে আপনি তাদের দিন আপনার সমস্ত অনুপ্রেরণা।
জীবন আপনাকে নিরাশ করবে না।
সম্পর্ক গুলোকে বাস্তবতার আগুনে দগ্ধ হতে দিন,পরিশুদ্ধ হতে দিন,কিন্তু কোনভাবেই হেরে যেতে নয়।
©somewhere in net ltd.