নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা ও প্রেম, পার্থক্য কোথায়?

৩০ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৫৫

গতকাল সকালে নাস্তার টেবিলে বসে তিন বন্ধুর আলোচনার বিষয় হলো, ভালোবাসা আর প্রেম। সারাজীবন শব্দদুটো ব্যবহার করেছি, কিন্তু কখনো গভীর করে ভেবে দেখা হয়নি, শব্দদুটোর মধ্যে আসলে পার্থক্য কোথায়?



শব্দদুটো ভীষণ কাছাকাছি, কিন্তু তবুও একটা পার্থক্যতো আছেই। আমার ব্যক্তিগত ভাষ্য হলো, ভালোবাসাটা মানুষের আবেগ অনুভূতির একটা স্বাভাবিক রূপ। মানুষের প্রতি মানুষের ভালোলাগা, শ্রদ্ধাবোধ থেকেই মূলত ভালোবাসার উৎপত্তি। অবশ্য ভালোবাসার সংজ্ঞাটা আরো ব্যাপক, এটা যে কোন ঘটনা, ব্যক্তি, প্রাণী, স্মৃতি, বিষয় ইত্যাদির ব্যাপারেও হতে পারে। বিশেষ কোন "সাবজেক্ট"-এর ব্যাপারে মানুষের বিশেষ অনুভূতির নামই ভালোবাসা। সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হলো, ভালোবাসা সাধারণত এক-তরফা হয়, তবে দু'তরফাও হতে পারে। যেমন ধরুন আপনি আকাশ ভালোবাসেন, কিন্তু আকাশতো আপনাকে ভালোবাসতে পারেনা, পারলেও শুধু আপনাকে নির্দেশ করে সে(আকাশ) তার অনুভূতিকে প্রকাশ করতে পারছেনা বা পারেনা।



প্রেমটা অবশ্যই দু'পক্ষের হতে হবে। শুধু এক পক্ষ থেকে প্রেম হয়না। আমার দৃষ্টিতে প্রেমের গভীরতা / আবেদন ভালোবাসা থেকেও অনেক বেশী। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন মানুষের প্রতি আপনার ভালোবাসা থাকতে পারে, তবে সেটাকে প্রেম বলা যাবে না। প্রেমটা তখনই হবে যখন বিষয়টা দু'দিক থেকেই হবে। তবে অবশ্যই সেটা ভালোবাসা থেকেও অনেক গভীর হতে হবে।



মোটামুটিভাবে, এই হলো আমার ধারনা। আমার ধারনা বা বোঝার ভুলও হতে পারে, তাই আপনাদের সুচিন্তিত মন্তব্য আশা করছি। :D

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১৭

সনেট০৬ বলেছেন: কঠিন ব্যপার ভাই........................

৩০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার সাথে একমত। কিন্তু ঠান্ডা মাথয়া ভেবে দেখুন আসলে ঘটনাটা কি?!

২| ৩০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৫২

আহমেদ জী এস বলেছেন: আপনি ঠিকই বলেছেন অনেকটা ।

আমি সংক্ষেপেই বলি -“ভালোবাসা” শব্দটির অর্থ গভীর এবং বিশাল । সবাই ভালোবাসতে জানেনা । ভালোবাসি, এমোনটা মনে হয় । সেটাকে ভালোবাসা বলেনা । এটা “মোহ” ।
মোহ ক্ষনিকের, ভালোবাসা শাশ্বত, চিরস্থায়ী । ভালোবাসায় কোনও দেনা পাওনা থাকতে নেই । কোনও সংস্কার থাকতে নেই । যে জিনিষটিকে ভালোবাসেন তা যদি আপনার কাছ থেকে দুরে সরেও যায়, সত্যিকার ভালোবাসা কিন্তু তাকে ছেড়ে যায়না । তার মঙ্গলাকাঙ্খা দুর থেকেও আগলে রাখে তাকে । এই যেমন আপনি আকাশের কথা বললেন । রাতের আকাশ তো ঢেকে থাকে অন্ধকারে, দেখা যায়না ; তাই বলে কি আকাশকে ভালোবাসায় আপনার কোনও ঘাটতি পড়ে যায় ? যায়না । আমার তো মনে হয় অধরা, অদেখা রাতের আকাশকে আপনি ভালোবাসেন আরো গভীর করে । বোঝাতে পেরেছি ?

আর প্রেম ? এও এক ধরনের ভালাবাসা । আমরা প্রচলিত অর্থে এর মাঝে একটা নৈকট্য বুঝি যার অধিকাংশটাই জুড়ে থাকে “কাম” । এখানে “ভালোবাসা” ততোটা বা মোটেও নেই যতোটা আছে “আকর্ষন”। আমরা তাকে ভালোবাসা বলে ভুল করে ফেলি ।

প্রেমও একতরফা হতে পারে । আবার সত্যিকার ভালোবাসা দু’দিক থেকেও হতে পারে । দু’টোকেই ঠিক ঠিক বুঝতে হলে চাই ধীমানতা, নিজেকে জানা আর নির্মল একখানা হৃদয় …….

৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: ভালোবাসার ব্যপারে যেটা বললেন সেখানে আমার দ্বিমত নেই। প্রেমের ব্যাপারে একমত হতে পারছিনা। প্রেমে কামুকতা থাকে বা থাকতেই হবে সেটাকে আমি পুরোপুরি ভুল মনে করি। ভালোবাসা ছাড়াও প্রেম হয় বলে আমি মনে করিনা। ভালোবাসাটা হলো প্রাথমিক অনুভূতি যেখানে চাওয়া-পাওয়া বলে কিছু থাকেনা। প্রেমটা আমার কাছে বেশী গভীর মনে হয়েছে, যেখানে চাওয়া-পাওয়ার ব্যাপার থাকে। প্রেম কি করে এক তরফা হয় জানা নেই। কোন উদাহরণ দিতে পারলে ভালো হতো। মন্তবব্যের জন্য ধন্যবাদ।

৩| ৩০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৪

ইনকগনিটো বলেছেন: ভালো বিশ্লেষণ । উদারতার দিক থেকে ভালবাসা বড় । প্রেম নয় ।

৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: পুরোপুরি একমত।

৪| ৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:২১

নিয়নের আলো বলেছেন: আলোচনা ভাল আগাচ্ছে বিশ্লেষণ ও ভাল হচ্ছে।দেখা যাক কি হয়।
লেখকের সাথে প্রায় একমত কিন্তু ইনকগনিটো ভাইয়ের কথাটাও আমি মানি যে উদারতার দিক থেকে ভালবাসা বড় । প্রেম নয় ।
কারন আপনি চাইলেই আকাশ ,বাতাস ,চাঁদ ,কবিতা ,প্রেমিকা ,দেশ সবকিছুর সাথেই ভালবাসাবাসি করতে পারেন কিন্তু সব কিছুর সাথে প্রেম বোধহয় হবেনা।
প্রেম যে খালি প্রেমিকার ই তরে ।
হতে পারে ব্যাপারটা এইরকম যে সব প্রেম ই ভালবাসা কিন্তু সব ভালবাসা প্রেম নয়।
ভাল থাকবেন।

৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার সাথেও একমত।

৫| ৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:২৯

sumon3d বলেছেন: মনে হয় সবই এক।আমাদের বোঝার ভূল।

৬| ৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৩৯

আহমেদ জী এস বলেছেন: বলেছেন -“প্রেমে কামুকতা থাকে বা থাকতেই হবে সেটাকে আমি পুরোপুরি ভুল মনে করি”।
এটা হয়তো পুরোপুরি ঠিক নয় । একটা কিছু থাকতেই হবে । ভেবে দেখুন, কোন এক বা একাধিক জিনিষ দেখে বা ভালো লেগে গেছে বলেই তো আপনি কারো (মানুষ বা বস্তু) প্রেমে পড়েছেন (প্রেমে পড়া বলতে আমরা বাস্তবে যা মনে করি) । দেখা গেছে এর পেছনে ইচ্ছায় বা অনিচ্ছায়, জানতে বা অজান্তে, গোচরে বা অগোচরে “কাম” রয়েছেই । তা অল্পই হোক আর তীব্রই হোক । হয়তো এটা আপনি অনুভব করেন না । কিন্তু আছে – কাছে কিম্বা দুরে । ঐ যে “চাওয়া-পাওয়ার ব্যাপার থাকে” বললেন এটাই তাই ।
“কাম” বললেই কেবল মাত্র শারীরিক কোনও ব্যাপার স্যাপার ধরে নিলে ভুল করবেন । এর ও অনেক রকম ফের আছে ।
ভালোলাগা থেকে প্রেম হয়, ভালোবাসা থেকে নয় । যে প্রেমের কথা আমরা সচারচর বুঝে থাকি তা এই শ্রেনীর ।
“প্লেটোনিক লভ” এর কথা হয়তো শুনে থাকবেন । ব্যাপারটি কঠিন বটে ( প্লেটো এবং ফ্রয়েড দেখতে হবে)কিন্তু একবারেই অসম্ভব নয়।
আপনি হয়তো এর মাঝামাঝি একটা কিছু বোঝাতে চাচ্ছেন বা প্রেম সম্পর্কে আপনি এরকমই ধারনা করে আছেন ।যদি তাই ই হয়, তবে বলবো – আপনি ব্যতিক্রম ।
হ্যাঁ, একতরফা প্রেম হয় । যেমন অনেকে আমরা বলে থাকি, ছেলে বা মেয়ে বেলায় আমি প্রেমে পড়েছিলুম একতরফা ভাবে । আপনার নিজের জীবনেও হয়তো এমনটা ঘটেছে । সেটি “মোহ”, আমরা প্রেম বলে ভুল করি ।
তাই “ভালোবাসা” আর “প্রেম” এর সুক্ষ দুরত্বটুকু বুঝলে আপনার অনেক জিজ্ঞাসার জবাব পেয়ে যাবেন ।

[ উপরের প্রত্যেক মন্তব্যকারীই এক এক রকমের সঠিক ]

৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হয়তোবা একই।

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৭

ইফতেখার ভূইয়া বলেছেন: আমার কাছে তেমনটা মনে হয়নি :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.