নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

হ-য-ব-র-ল - পর্ব ১

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭

টাইটেল দেখে আশা করছি বুঝতে পারছেন যে, এই লিখার কোন বিষয়বস্তু নেই। কি দিয়ে কি লিখব তারও ঠিক নেই। সুতরাং লিখা আপনার মনঃপুত না হওয়ার সম্ভাবনাই বেশী।



অনেক ঝক্কি-ঝামেলার পর আরো একটা সেমিস্টার শেষ হলো। কোন ক্লাস নেই, কেমন যেন বেকার বেকার টাইপ মনে হচ্ছে। না, অফিসে যাচ্ছি ঠিক মতই, তবে আজ রবিবার হওয়াতে অফিস বন্ধ।



গত সেমিস্টারের একটা ক্লাসের প্রজেক্টের অংশ হিসেবে অতি সম্প্রতি আমি একটা ডোমেইন কিনেছি। এই ডোমেইনটাই আমার ব্যবসার কেন্দ্রবিন্দু হবে। কিন্তু ব্যবসা শুরু করার আগে, কোম্পানী রেজিষ্ট্রেশন করা প্রয়োজন।সেটা নিয়েই কিছু ঘাঁটাঘাঁটি করছি। সেমিস্টার ফাইনালের আগে রয়ালটন হোটেলে প্রফেসরের সাথে বসে প্রায় ঘন্টাখানেক কথা হলো। আমার প্রজেক্ট প্রোপোসাল, সম্ভাব্য আর্থিক আয়-ব্যয় সম্পর্কিত একটা হিসাবপত্রও দেখালাম। মনে হলে তিনি ততটা ইমপ্রেসড নন। অবশ্য না হওয়ারই কথা, কারন তিনিতো আর আইটি ইন্ডাস্ট্রির লোক নন। শেষ মেষ প্রফেসর আমাকে ক্লাসে ফাইনাল গ্রেড বি+ দিলেও আমি এখনো গো ধরেই বসে আছি। আমি এই প্রজেক্টটা বাস্তবায়ন করে, প্রমাণ করতে চাই যে, আমার আইডিয়াটা অমূলক ছিলো না।



গত ৭/৮ বছর ধরে নিউ ইয়র্কের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে আমি কাজ করেছি। কিছু অভিজ্ঞতাও হয়েছে। জানলে অবাকও হতে পারেন, শুধু নিউ ইয়র্ক স্টেটেই ২ মিলিয়নের উপর ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, আবার তাদের মধ্যে শুধু সিটিতেই আছেন প্রায় ৪৫%।



এদের ফোকাস করেই মূলত আমার ব্যবসায়িক আইডিয়াটা ছিলো। আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি, আমেরিকাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে প্রডাক্ট বিক্রির চেয়ে সার্ভিস সেল করে আরো অনেক বেশী আয় করা সম্ভব। খুব স্বাভাবিক ভাবেই ক্ষু্দ্র ব্যবসায়ে আইটি ইন্ডাস্ট্রির সাথে সর্ম্পকিত জনবল বড় করপোরেশনের চেয়ে অনেক কম। আবার আর্থিক কারনেও এরা দীর্ঘ মেয়াদী আইটি প্ল্যান বা জনবল ফোকাসড হন না। আর আমি এই সুযোগটা নিতে চাচ্ছি। এই আউডিয়াটাকে আমি বলছি "সার্ভিস এস ইউ নিড"।



যাইহোক, বাসায় বসে বসে ওটার উপরই টুকটাক কাজ করছি। তবে সত্যি কথা বলতে কি, একটা ব্যবসায় দাঁড় করানোর জন্য জনবল প্রয়োজন। একার পক্ষে সবকিছু করা সত্যিই কঠিন। আমার কোরিয়ান এক বন্ধুর ছাড়াও আারো অনেকের সাথে আমার এই আইডিয়াটা নিয়ে কথা হয়েছিলো, দিন শেষে মোটামুটিভাবে বেশীরভাগ লোকই আমার আইডিয়াকে সাপোর্ট করেছে।কিন্তু সমস্যা হলো, ব্যবসায় করার জন্য প্রয়োজন জনবল। আর আমার আইডিয়ার জন্য বিশেষ করে আইটি ফোকাসড জনবল বিশেষভাবে দরকার। দেখাযাক কতদূর এগুতে পারি।



গত বেশ কয়েকদিন ধরেই নিউ ইয়র্কে হাঁড় কাপানো ঠান্ডা পড়েছে। বাসার মধ্যে বসে বসে বোর হচ্ছি। খুব বেশী কিছু অবশ্য করার নেই। আজও বেলা করে ঘুম থেকে উঠেছি, বেলা ২টা বাজতে চলছে, এখনো নাস্তাই করা হলো না। ওদিকে পেটের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল বাজছে... যাই আগে পেট পুঁজোটা করে আসি। সে পর্যন্ত আপনারও ভালো থাকুন। আর হ্যাঁ, খেয়ে নিন সবার আগে =p~ =p~

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি মাত্র ব্রেকফাস্ট করছি =p~

আপনি কি এখন গ্র্যাড স্কুলে? কোথায়?

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৩

ইফতেখার ভূইয়া বলেছেন: হাহাহাহা আমিও যাচ্ছি। না, তবে এ বছরই আন্ডার গ্র্যাড শেষ হচ্ছে। বারুকেই আছি। আপনার কি অবস্থা? অনেকদিন পর দেখলাম।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: আমার এখন রাতে ঘুমোনোর সময় পার হয়ে যাচ্ছে ।আপনার ক্ষুধার কথা শুনে ক্ষুধা লাগছে ।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: হাহাহাহাহ আনোয়ার ভাই সাহেব, খেয়ে আসুন। সবার আগে ক্ষুধা সত্য, তাহার উপরে নাই। আমি অবশ্য ক্ষুধা পেলে চোখে অন্ধকার দেখি, ঘুম তো দূরের কথা।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ও, আমি তো ভেবেছি আপনার শেষ। তাহলে আরো এক সেমেস্টার আছে।

আমার প্রথম সেমেস্টার শেষ হল। কত ছুটি =p~

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১০

ইফতেখার ভূইয়া বলেছেন: হমমম । সেমিস্টার কেমন কাটলো? কোন স্কুলে যাচ্ছেন?
ছুটি? ... ছুটি বের হবেনে এই মাসের শেষ থেকে। আমারতো গত দু'বছরে কোন ছুটি মেলেনাই :(

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১১

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: হুম বুঝলাম তবে এখন সমস্যা হলো আপনার খাওয়া নিয়ে এক কাজ করেন ম্যানহাটেনে চলে আসেন ব্রডওয়ের ৪২ স্ট্রিটে একজন বাঙালী যায়রো বিক্রি করছে হালকা ব্রিষ্টির আমেজে গরম গরম খেতে খারাপ লাগবেনা আশা করি খেতে খেতে নাহয় ব্যবসার কথা আলাপ করা যাবে কি বলেন?

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৬

ইফতেখার ভূইয়া বলেছেন: এইটা কি বললেন? যায়রো খেতে খেতে ব্যবসার আইডিয়া?! হবেনা।
এ্যাড করেন।
https://www.facebook.com/prokashoni

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল কাটল। পড়ালেখা আর পড়ালেখা। ঈদের মধ্যে মিডটার্ম। ঈদের দিন রাতভর লাইব্রেরিতে পড়ালেখা :(

আমি তো নেক্সট সেমেস্টারের বই কিনে পড়া শুরু করেছি :(

আপনি তো জব করেন, তাই ছুটি নাই। আমি দুইটা ইন্টার্নশীপে অ্যাপ্লাই করেছিলাম, সব এলিজিবিলিটি থাকার পরেও, ইন্টার্ভিউ ও হল। কিন্তু রিজেক্ট করেছে ফ্রেশম্যান দেখে। তাই ডিসিশান নিয়েছি, কোনো পেইড কিছুতে এপ্লাই করব না :( শুধু ভলান্টিয়ারিং ওয়ার্ক করব :(

স্কুল তো বলা যাবে না ;) কিউনি না।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৯

ইফতেখার ভূইয়া বলেছেন: নেক্সট সেমিস্টারের বই....! বাপরে!

ফ্রেশম্যানেই ইর্ন্টানশীপ?! এই বুদ্ধিটা কে দিলো?

স্কুল বলা যাবে না কেন? এটা কেমন কথা হলো?! কিউনি না? তো সুনি?

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৪

সায়েদা সোহেলী বলেছেন: আপনার হ য ব র ল পড়লাম ব্যবসার ব্যাপার টা পুরোপুরি বুঝে উঠতে পারলাম না ঠিক কি করতে চাইছেন , নিজেরসিমাবদ্ধতার কারনে । আপডেট জানাইয়েন নজরে রইলেন , বেস কিছুদিন যাবত ধরেই কিছু একটা করার চেস্টা তে আছি ।

@ ডাইরেক্ট -- এই অয়েদার এ জাইরোর দোকানে দাড়িয়ে ব্যবসায়ী আলাপ হয় নাকি! ! পাশেই অলিভ গার্ডেন অখানে বসার অফার পেলে ফ্রীতে বিজনেস আইডিয়া শেয়ার করতে পারি , ভালো ব্যবসায়ী নই তবে আইডিয়া খারাপ ক্যারি না ।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: আসলে পুরোটা খুলে বলিনি, তাই বুঝতেও পারেন নি। ব্যাপার হলো, পেশায় অমি ওয়েব ডিজাইনার/ডেভেলপার। গত ৬/৭ বছর ধরে আমি বেশ কিছু বিজনেস এর ওয়েব সাইট ডিজাইনও করেছি। কাজটা খুবই সহজ আর পেমেন্টও ভালো।ঐ সম্পর্কিত কিছু কাজ করতে চাচ্ছি। পাবলিকলি পুরো ইস্যুটা ইচ্ছে করেই ব্যাখ্যা করে বলিনি। ইমেইল করলে হয়তো ব্যাখ্যা করে বলা যেত।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার মাথায় অনেক বুদ্ধি ;) ;) ;)

একজন প্রফেসরের রিসার্চে ভলান্টিয়ারিং করার কথা এই স্প্রিং থেকে। কিন্তু এখনও মেজর ডিসাইড করতে পারছি না। তাই হয়ত করব না।


:#> :#> :#>

ভাল থাকুন।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আমি যতদূর জানি, ফ্রেশম্যানেতো মেজর ডিসাইড করার কিছু নাই। কেমতে কি! আপনওি ভালো থাকুন :)

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১২

অপ্রচলিত বলেছেন: আপনার ব্যবসায়িক আইডিয়াটা ঠিক বুঝলাম না। আরেকটু বিস্তারিত বললে হয়তো কোনোভাবে সাহায্য করতে পারতাম।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৪

ইফতেখার ভূইয়া বলেছেন: অপ্রচলিত ভাই সাহেব, আমাকে ফেইসবুকে নক করুন। সব খুলে বলছি। লিঙ্ক ওপরে দিয়েছি। ধন্যবাদ।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৭

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: সবাই আমারে ভুল বুঝলো দেখি

আরে মিয়া ভাই গরীবের একখান বসার জায়গা আছে পাশে সেখানে বইসা খাবো ভাবছি

তয় সোহেলী ম্যাডামের আইডিয়া খসরাপনা আরো ভালো হয় ম্যাডাম যদি সাথে করে কিছু নিয়ে আসেন রাননা করে

ফেইসবুক ওকে

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৭

ইফতেখার ভূইয়া বলেছেন: হে হে হে..... একমত। ফেইসবুকে গুতো দিয়েন কথা হবে।ভালো থাকুন।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৯

সায়েদা সোহেলী বলেছেন: হুম এবার কিছুটা বুঝলাম , উইশ ইউ গুড লাক ব্রো



আরে আপ্নি দেখি ঝানু ব্যবসায়ী :| ! ! আমি বলি অলিভ গার্ডেনের পাস্তার কথা আর আপনি বলেন আমাকে খাবার সাথে করে নিয়ে আসতে! ! রেস্টুরেন্ট এর হোস্ট ত আমাকে ইন্ডিয়ান কারির গন্ধে ভেতরেই ঢুকতে দেবে না আমার রান্না খাবার নিয়ে গেলে! ! @ ডাইরেক্ট

যান আপনার সাথে কোন আলাপ নাই :|

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১২

ইফতেখার ভূইয়া বলেছেন: হমমম ধন্যবাদ। শুভ কামনা রইল আপনার জন্যেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.