নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
সাঁইজীর এই গানটি প্রান ছুঁয়ে যাবে যে কারো। সময় করে গানটি শোনার অনুরোধ থাকলো। একান্তে বসে গানটি উপভোগ করুন।
বাংলা সাহিত্যের এই অমূল্য গানগুলো প্রকাশনীর পাতায় পাতায় ধীরে ধীরে সংরক্ষণ করার যে বিশাল উদ্যোগ হাতে নিয়েছি, তা সঠিকভাবে এবং সুচারুভাবে সম্পন্ন করার সর্বোচ্চ প্রয়াস থাকবে। আর সে জন্য প্রয়োজন আপনাদের সবার সহযোগীতা এবং শুভ কামনা। সাঁইজী এবং তার কাজের প্রতি শ্রদ্ধা জানিয়েই আজ থেকে শুরু হলো লালন গীতি সংরক্ষণের উদ্যোগ। ধন্যবাদ।
সদা মন থাকো বাহুঁশ,
ধর মানুষ রূপ নিহারে।
আয়না-আঁটা রূপের ছটা,
চিলেকোঠায় ঝলক মারে।।
স্বরূপ রূপে রূপ কে জানা,
সেই তো বটে উপাসনা।
গাঁজায় দম চড়িয়ে মনা,
ব্যোমকালী আর বলিস না রে।।
বর্তমানে দেখ ধরি,
নরদেহে অটলবিহারী।
মর কেন হড়িবড়ি,
কাঠের মালা টিপে হা রে।।
দেল ঢুঁড়ে দরবেশ যারা,
রূপ নিহারে সিদ্ধি তারা।
লালন কয় আমার খেলা,
ডাণ্ডাগুলি সার হলো রে।।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২০
ইফতেখার ভূইয়া বলেছেন: কালেকশান মাত্র শুরু হলো। বেশ কিছু গান পাবলিশ করা হয়ে গেছে। আগামী সোমবারের আগে অন্তত শ'খানেকের বেশী পাবলিশ করতে পারবো বলে আশা রাখছি। গানটা আমি শুনেছি, তবে আপনার মতামতের সাথেও একমত। ধন্যবাদ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৩
ইফতেখার ভূইয়া বলেছেন: সাইটে গিয়ে মন্তব্য করে আসার জন্য ধন্যবাদ। সময় করে, আড্ডা (https://prokashoni.net/chat/) সেকশনেও ঢুঁ দিয়ে আসতে পারেন। ওখানে ফ্ল্যাশ বেইজড চ্যাটরুম যোগ করেছি। আমি যখন কাজ করি তখন ওখানে লগড্ ইন থাকি। ধন্যবাদ।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
গান শোনেন? ভালো
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩
ইফতেখার ভূইয়া বলেছেন: হুম।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৯
নেওয়াজ আলি বলেছেন: বেশ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫০
ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪১
রাজীব নুর বলেছেন: গানের কথা গুলো অসাধারন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৩
ইফতেখার ভূইয়া বলেছেন: সাাঁইজী যে আসলে কি ধরনের মানুষ ছিলেন, তা তার গান না পড়লে বা শুনলে বোঝা মুশকিল। শুনলে অবাক হতে পারেন, আমি আমেরিকার বিশ্ববিদ্যালয়ে সাাঁইজী এবং তার জীবনাদর্শের উপর দু'সপ্তাহ ক্লাশ করেছি এবং সেটা আমার গ্র্যাজুয়েশনের জন্য রিকোয়্যার্ড ক্লাস ছিলো। অসাধারণ অভিজ্ঞতা ছিলো সেটা। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
ইফতেখার ভাই, গানের পোষ্টে গানের কথা বলছি। আপনার কালেকশান ভালো। আপনার কালেকশানে ফরিদা পারভীন (দ্যা ওয়ান এন্ড ওনলি লিজেন্ড) - এর সকল গান নেওয়ার জন্য অনুরোধ রইলো।
“ও কারিগর দয়ার সাগর” - এই গানটি নিয়ে আমার আক্ষেপ আছে আজো। আমি, মাহফুজ ভাই ও কুদ্দুস বয়াতী ভাই অসংখ্যবার হুমায়ূন আহমেদ ভাইকে বলেছি গানটি এসআই টুুটুলে যায় না। এটি মফস্বল অঞ্চলের বয়াতি দিয়ে গাওয়াতে হবে - হয়তো এই গান আজ ৮-১০ টি ভাষায় গাওয়া হতো। সমস্যা হচ্ছে তিনি তৈলবাজদের খপ্পরে ছিলেন। তার অসামান্য সৃষ্টি গানকে তিনি শেষ করে দিয়ে গেছেন। হুমায়ূন আহমেদ ভাইকে বিচিত্র কারণে খুব পছন্দ করতাম আজো করি। আগামী হাজার বছরেও হয়তো এমন লেখক বাংলার মাটিতে আর জন্ম নিবেন না।
আপনার পাশে আছি। চলুক পথচলা অবিরাম।।