নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

হুমায়ুন আজাদের চোখে বাঙালী এবং বাংলাদেশ

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:০৬


হুমায়ুন আজাদের চোখে বাঙালী এবং বাংলাদেশ সম্পর্কে তার কিছু প্রবচন তুলে দেয়া হলো। আরো কিছু আগামীতে প্রকাশ করার ইচ্ছে থাকলো।

১। "মিনিষ্টার" শব্দের মূল অর্থ ভৃত্য। বাংলাদেশের মন্ত্রীদের দেখে শব্দটির মূল অর্থই মনে পড়ে।
২। আগে কাকনবালার আসতো পতিতালয় থেকে, এখন আসে বিশ্ববিদ্যালয় থেকে।
৩। আমাদের অঞ্চলে সৌন্দর্য অশ্লীল, অসৌন্দর্য শ্লীল। রুপসীর একটু নগ্নবাহু দেখে ওরা হৈ চৈ করে, কিন্তু পথে পথে ভিখারীনির উলঙ্গ দেহ দেখে ওরা একটু বিচলিত হয় না।
৪। বাংলার প্রধান ও গৌণ লেখদের মধ্যে পার্থক্য হচ্ছে প্রধানেরা পশ্চিম থেকে প্রচুর ধার করেন, আর গৌণরা আবর্তিত হন নিজের মৌলিক মূর্খতার মধ্যে।
৫। বাঙালী যখন সত্য কথা বলে তখন বুঝতে হবে পেছনে কোন অসৎ উদ্দেশ্য আছে।
৬। প্রাক্তন বিদ্রোহীদের কবরে যখন স্মৃতিসৌধ মাথা তোলে, তখন নতুন বিদ্রোহীরা কারাগারে বা ফাসিকাষ্ঠে ঝোলে।
৭। বেতন বাংলাদেশে এক রাষ্ট্রীয় প্রতারণা। এক মাস খাটিয়ে এখানে পাঁচ দিনের পারিশ্রমিক দেয়া হয়।
৮। পুরস্কার অনেকটা প্রেমেরে মতো, দু'একবার পাওয়া খুবই দরকার, এর বেশী পাওয়া লাম্পট্য।
৯। কবিরা বাংলায় বস্তিতে থাকে, সিনেমার সুদর্শন গর্দভেরা থাকে শীতাতপনিয়ন্ত্রিত প্রাসাদে।
১০। বুদ্ধিজীবিরা এখন বিভক্ত তিন গোত্রে। ভন্ড, ভন্ডতর, ভন্ডতম।
১১। যে বুদ্ধিজীবি নিজের সময় ও সামজ নিয়ে সন্তুষ্ট, সে গৃহপালিত পশু।
১২। আর পঞ্চাশ বছর পর আমাকেও ওরা দেবতা বানাবে; আর আমার বিরুদ্ধে কোন নতুন প্রতিভা কথা বললে ওরা তাকে ফাঁসিতে ঝোলাবে।
১৩। পা বাংলদেশে মাথার থেকে অনেক বেশী গুরুত্বপূর্ণ। পদোন্নতির জন্য এখানে সবাই ব্যগ্র, কিন্তু মাথার যে অবনতি ঘটছে, তাতে কারো কোন উদ্বেগ নেই।
১৪। এখানকার একাডেমিগুলো সব ক্লান্ত গর্দভ; মুলো খাওয়া ছাড়া ওগুলোর পক্ষে আর কিছু সম্ভব নয়।
১৫। বাংলাদেশে কয়েকটি নতুন সাস্ত্রের উদ্ভব ঘটেছে, এগুলো হচ্ছে স্তুতিবিজ্ঞান, স্তবসাহিত্য, সুবিধাদর্শন ও নমস্কারতত্ব।
১৬। এখানে অসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত।
১৭। বাংলাদেশের প্রধান মুর্খদের চেনার সহজ উপায় টেলিভিশনে কোন আলোচনা অনুষ্ঠান দেখা। ঐ মুর্খমন্ডলিতে উপস্থাপকটি হচ্ছে মুর্খশিরোমনি।
১৮। এরশাদের প্রধান অপরাধ পরিবেশদূষণঃ অন্যান্য সরকারগুলো পুরুষদের দূষিত করেছে, এরশাদ দূষিত করেছে নারীদেরও।
১৯। বাঙালী একশো ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায়। পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালীকে পুরষ্কার দেয়া উচিত।
২০। একজন চাষী বা নদীর মাঝি সাংস্কৃতিকভাবে যতোটা মূল্যবান, সারা সচিবালয় ও মন্ত্রীপরিষদও ততটা মূল্যবান নয়।
২১। বাঙালী আন্দোলন করে, সাধারণত ব্যর্থ হয়, কখনো কখনো সফল হয়; এবং সফল হওয়ার পর মনে থাকে না কেনো তারা আন্দোলন করেছিলো।
২২। তৃতীয় বিশ্বে নেতা হওয়ার জন্য দুটি জিনিষ দরকারঃ বন্দুক ও কবর।
২৩। এ দেশে সবাই শিক্ষানুরাগী ও সমাজসেবকঃ দারোগার শোকসংবাদেও লেখা হয় তিনি শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন।
২৪। ধনীরা যে মানুষ হয় না, তার কারণ ওরা কখনো নিজের অন্তরে যায় না। দুঃখ পেলে ওরা ব্যাংকক যায়, আনন্দে ওরা আমেরিকা যায়। কখনো ওরা নিজের অন্তরে যেতে পারে না, কারণ অন্তরে কোন বিমান যায় না।
২৫। রাজনীতি ও সংস্কৃতি সম্পূর্ণ বিপরীত বস্তুঃ একটা ব্যাধি অপরটি সাস্থ্য।

মন্তব্য ৩১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


কিছু কিছু বাক্য উনার অভিজ্ঞতা ও অনুধাবন থেকে এসেছে। উনি আমার শিক্ষক ছিলেন, বেশ ইমোশানেল ছিলেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: ইমোশনাল বলতে পারছি না, তার কথায় সততা খুঁজে পেয়েছি বিভিন্ন সময়।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: হুমায়ুন আজাদ একজন গাআনী মানুষ। তার চিন্তা ভাবনাকে বাঙ্গালী বুকে ধারন করলে বাঙ্গালীর উন্নতি হবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: সহমত।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৪

মৌন পাঠক বলেছেন: একমাত্র আজাদ স্যারই বাংগালীর প্রকৃত চরিত্র অংকন করেছেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: কথা সত্য।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৬

মৌন পাঠক বলেছেন: ঈমান হারানোর ভয়ে বাংগালী আজাদের বই পড়ে না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৭

ইফতেখার ভূইয়া বলেছেন: খারাপ বলেন নি। অসুন্দর হলে আয়নায় বার বার নিজের চেহারা দেখাটা ততটা সুখদায়ক হয় না।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: এই সমস্থ কথা যখন লেখকের নাম গোপন করে ফেসবুকে পোস্ট করবেন, তখন "সহমত ভাই" কমেন্টের জ্যাম লাইগে যাবে। এবার যখনই বলবেন এগুলো হুমায়ূন আজাদ স্যারের বাণী তখনি রিপ্লে আসবে "নাউজুবিল্লাহ্!

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: সেটাই প্রমাণ করে তার কথাগুলো সত্য।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৯

টারজান০০০০৭ বলেছেন: তিক্তবচন হইলেও অনেকখানিই সত্যতা আছে ! কিন্তু তিনি ইতিবাচক কিছুই কি পান নাই ? জাতি হিসেবে আমরা বুঝি নেতিই !!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৪

ইফতেখার ভূইয়া বলেছেন: তিনি যে নিজে বিষয়গুলো অনুধাবন করে আমাদেরকে আয়নায় নিজের মুখ দেখিয়ে আমাদের ভন্ডামিটা ধরিয়ে দিলেন সেটাকেইতো ইতি বাচক বলা যায়, কারণ তিনি নিজেওতো বাঙালী ছিলেন। আত্নসমালোচনা করে সৎ এবং বুদ্ধিমান মানুষ আর আত্মঅহংকার করে অসৎ এবং গর্দভ টাইপের মানুষ যারা নিজেও জানেনা যে তারা গত বড় গর্দভ।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সত্য বলেছেন তিনি।
শ্রদ্ধা তাঁকে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩

খাঁজা বাবা বলেছেন: ৩ নম্বরের সাথে দ্বিমত।
ভিখারী হয়ত নিরুপায় হয়ে নগ্ন বাহু প্রদর্শন করে।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শিক্ষনীয় লেখা । পড়ে ভালো লাগল ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪২

আহমেদ জী এস বলেছেন: ইফতেখার ভূইয়া,




সত্যদ্রষ্টা এক বুলন্দ নাবিকের মতোই সত্যকে নিয়ে গেছেন ঘাটে ঘাটে!


২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: চোখ থাকার পরেও যারা অন্ধের অভিনয় করে, তারা কোনদিনও কিছু দেখাতে পাবে না। ধন্যবাদ।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন: বেশ জটিল বাণী মনে হল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৪

ইফতেখার ভূইয়া বলেছেন: পৃথিবীটাইতো জটিল।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: বাঙালি তো বটেই তবে শুধু মাত্র নির্দিষ্ট একটি দেশের গন্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। আমার যুক্তিতে গোটা উপমহাদেশের ক্ষেত্রে অম্লমধুর কথাগুলি সর্বৈব সত্য। অত্যন্ত তীক্ষ্ণ অবজারভেশন এ বিষয়ে কোন দ্বিমত থাকতে পারে না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৪

ইফতেখার ভূইয়া বলেছেন: সহমত।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

গরল বলেছেন: বাণী চিরন্তন, কষ্ট করে সব একযায়গায় প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: আগামীতে আরো কিছু প্রবচন আসবে। আপনাকেও অনেক ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: উনার কথাগুলো তিক্ত সত্য।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী। ধন্যবাদ।

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ২:১৫

বিভ্রান্ত পাঠক বলেছেন: সত্য

১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৬

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৮

দিমিত্রি বলেছেন: এসব কথা সহজে হজম হয় না। এজন্যই কথায় বলে "গরম ভাতে বিলাই বেজার"

১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৭

ইফতেখার ভূইয়া বলেছেন: হজম না হলেও আত্মোপোলব্ধি জরুরী, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.