নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
বাসা থেকে বের হয়ে হাটাহাটি করতে করতে বেশ খানিকটা দূরে চলে এলাম। এখন ফিরে যাবার পালা। মানে হাটাহাটি অর্ধেক হয়েছে, আরো অর্ধেকটা বাকি আছে। বের হয়েছিলাম ক্যামেরা হাতে নিয়েই। উদ্দেশ্য ছিলো ভিডিও করার কিন্তু বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই আকাশ কিছুটা অন্ধকার হয়ে গেল। মেজাজ কিছুটা বিগড়ে গেল বৈ কি! এখন কি তাহলে ভিডিও না করেই বাসায় ফিরতে হবে?!
রাব্বুল আলামিন আমার মনের কষ্টটা হয়তো কিছুটা বুঝতে পেরেছিলেন। তিনি হয়তো আকাশকে ক্ষণিকের জন্য পরিষ্কার হয়ে সূর্যকে দেখা দিতে বলেছিলেন। আদতে তা ঘটেছিলো কিনা তা জানার সৌভাগ্য হয় নি, তবে ভাগ্য বলুন আর সৃষ্টিকর্তার ইচ্ছেই বলুন আকাশ থেকে মেঘ সরে গিয়েছিলো। সেই সুযোগে আমিও বাড়ি ফেরার পথ ধরলাম আর ক্যামেরা অন করে হাটা শুরু করলাম। দেখুনতো সূর্য কিছুটা দেখা যায় কিনা?!
১৪ ই জুন, ২০২১ সকাল ১০:৫৭
ইফতেখার ভূইয়া বলেছেন: ইতোমধ্যে সেটা জনপ্রিয় হয়ে গেছে। তবে সব দেশে হয়তো সমানভাবে জনপ্রিয়তা নাও পেতে পারে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: ভিডিওর সাথে কিছু বর্ননামূলক অডিও যুক্ত করে দিলে মনে হয় আরো ভালো হতো।
১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:৩৮
ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, কিন্তু আসলে বলার মতো কিছুই ছিলো না। আশে পাশে সব প্রাইভেট বাসা বাড়ি। আগামীতে চেষ্টা করবো। আসলে এখনো নতুন তো, এখনো শিখছি। হা হা হা হা । মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ১৪ ই জুন, ২০২১ রাত ১০:০৬
জটিল ভাই বলেছেন:
ভিডিও ভালো লাগলো
১৫ ই জুন, ২০২১ রাত ২:৩০
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ সময় করে ভিডিও দেখার আর মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০২১ সকাল ১০:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধীরে ধীরে ভিডিও ব্লগিং জনপ্রিয় হবে।