নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

সামুতে ব্লগিং-এর ১৭ বছরপূর্তি

২৯ শে জুন, ২০২৩ সকাল ১১:৪৭


আজ বাংলাদেশ তথা এশিয়ায় পবিত্র ঈদ-আল-আদহা পালিত হচ্ছে তাই প্রথমেই সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। আশা করছি আপনারা সবাই যার যার মতো করে ধর্মীয় গাম্ভীর্যতা বজায় রেখে ঈদ উদযাপন করছেন। সেই সাথে সবাইকে আহবান জানাই নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রেখে গরীব-দুঃখী, অসহায় মানুষগুলোর প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য। প্রতিবারের মতোই এবারও আমি আমার পরিবারের মাধ্যমে যথাসম্ভব এই সহযোগিতার প্রয়াসে শামিল হওয়ার চেষ্টা করছি। মহান রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুণ এটাই চাওয়া থাকছে।

প্রতিদিনের মতোই ঘুমুতে যাওয়ার আগে সামুতে ঢুঁ দিচ্ছিলাম। অনলাইনে তেমন কেউ নেই দেখছি। অবশ্য এটা প্রত্যাশিত ছিলো। সবাই ঈদের কর্মকান্ডে ব্যস্ত থাকবেন সে ভাবনা অবশ্যই ছিলো। হঠাৎই চোখে পড়লো কয়েক ঘন্টা আগেই সামুতে আমার ১৭ বছর পূর্ণ হয়েছে। কিছুক্ষণের জন্য হলেও সেই প্রথম দিকটায় ফিরে গিয়েছিলাম।

কম্পিউটারে আমার বাংলা লিখার অভ্যেস শুরু হয়েছিলো খুব সম্ভবত ১৯৯৯ বা ২০০০ এর দিকে। সে সময় "বিজয়" সফটওয়্যারই ছিলো একমাত্র ভরসা। টাকা দিয়ে কিনে বিজয় ব্যবহার করতে হতো। ভুল না বলে থাকলে সে সময় বিজয় কী-বোর্ড কিনতে পাওয়া যেত আর সেই সাথেই সফটওয়্যারটি পাওয়া যেত লাইসেন্স সহ। তারও অনেক বছর পর সামুর সূচনা হলো আর শুরু হলো অনলাইনে বাংলা ব্লগিং এর নতুন পথচলা। মোটামুটি অনেকদিন থেকেই আছি এই প্ল্যাটফর্মটিতে। অন্যকোন পাবলিক ব্লগিং সাইটে রেজিষ্ট্রেশন করারও প্রয়োজন বোধ করিনি। মাঝে মধ্যে কিছুটা বিরতি দিয়ে টুকটাক ছাইপাস লিখার চেষ্টা করছি। সুর্নিদিষ্ট কোন বিষয়ে নয় মূলত এলোমেলো মনের ভাবনাগুলো তুলে ধরার একটা প্রয়াস। মাঝে অনেকেই এসেছেন, অনেকেই সামুকে বিদায় জানিয়েছেন নানা কারণে। আমার পক্ষে সেটা এখেনো সম্ভব হয়ে ওঠে নি। চেষ্টা বরাবরই ছিলো আর থাকবে যতটাদিন সম্ভব এখানেই টুকটাক করে লিখে যাওয়ার।

সময়টা বেশ দীর্ঘ হলেও আমার পরিসংখ্যান মোটেও উল্লেখ করার মতো নয়। এখানে অনেকেই আছেন যারা খুব অল্প সময়ে অনেক পরিচিতি পেয়েছেন। তাদের লিখা প্রথম পাতায় আসলেই মোটামুটি সবাই ঝাপিয়ে পড়েন মন্তব্য করার জন্য বা পড়ার জন্য। এটাকে আমি পজিটিভলি দেখি তবে এর মাঝেও অনেকেই আছেন যারা মানুষের আবেগকে ব্যবহার করেন, চটকদার শিরোনাম কিংবা ছবি ব্যবহার করেন, মানুষের প্রথাগত স্বভাবকে প্রভাবিত করে লিখায় ভিজিটর বা মন্তব্য পাওয়ার প্রয়াস করেন। এটা এক ধরনের মানসিক দৈন্যতাবোধ থেকে আসে বলে আমার মনে হয়। এটা এক ধরনের মানসিক রোগ বললেও অত্যুক্তি হবে বলে আমার মনে হয় না।

আমি বরাবরই ঐ ভীড় এড়িয়ে চলার চেষ্টা করেছি। স্বভাবগতভাবে নিজের মতো করে ভাবনার ডানা মেলে ধরার চেষ্টা করেছি আর আগামীতেও সেই চেষ্টাই থাকবে। সবার ব্লগিং অভিজ্ঞতা আরো সুখকর হোক, সুন্দর হোক সবার ভাবনার কথামালাগুলো। সবার সম্মিলিত প্রচেষ্টায় সামু একটি সত্যিকারের ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে আরো এগিয়ে যাবে এই কামনাই করছি। ধন্যবাদ।

ছবি কপিরাইটঃ ভেক্টর স্টক।

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২৩ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: ইফতেখার ভূইয়া ভাই আসসালামু আলাইকুম।
ঈদের শুভেচ্ছা জানবেন।

১৭ বছর অনেক লম্বা সময়। আপনাকে অভিনন্দন। আপনি একজন পরিচ্ছন্ন ব্লগার। কোনো কালিমা নেই আপনার। আপনি কখনও কোনো ক্যাচালে জড়ান নি। পরিসংখ্যান কম হলেও আপনি স্বচ্ছ ব্লগার। এজন্য আমার ভালোবাসা গ্রহন করুণ। অনেক শুভ কামনা আপনার জন্য।

২৯ শে জুন, ২০২৩ রাত ৯:০৩

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও।

২| ২৯ শে জুন, ২০২৩ দুপুর ১২:৪৬

মৌরি হক দোলা বলেছেন: ঈদ মোবারক এবং ১৭ বছর পূর্তির শুভেচ্ছা।

২৯ শে জুন, ২০২৩ রাত ৯:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে।

৩| ২৯ শে জুন, ২০২৩ দুপুর ১২:৫৯

নতুন নকিব বলেছেন:



আপনার ব্লগযাত্রা দীর্ঘ হোক। ঈদের শুভেচ্ছা।

২৯ শে জুন, ২০২৩ রাত ৯:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।

৪| ২৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:০৬

নতুন বলেছেন: ১৭ বছর পূর্তির শুভেচ্ছা। ঈদ মোবারক ভাই।

দেখতে দেখতে ১৭ বছর পার হইয়া গেলো? মনে হয় এইতো সেইদিন বিদেশে পাড়ী দিলাম...

২৯ শে জুন, ২০২৩ রাত ৯:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, ঠিক তাই। আপনাকেও ঈদের শুভেচ্ছা।

৫| ২৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:৩৯

বিজন রয় বলেছেন: গুড জব! কিপ ইট রান।

২৯ শে জুন, ২০২৩ রাত ৯:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ বিজন দা।

৬| ২৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫১

হাবিব ইমরান বলেছেন:
শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকুন। ইদ মোবারক।

২৯ শে জুন, ২০২৩ রাত ৯:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।

৭| ২৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫৭

আমি সাজিদ বলেছেন: ঈদের শুভেচ্ছা।

২৯ শে জুন, ২০২৩ রাত ৯:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাই।

৮| ২৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮

সামরিন হক বলেছেন: ঈদ মোবারক।

২৯ শে জুন, ২০২৩ রাত ৯:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: ঈদ মোবারক।

৯| ২৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১১

কামাল১৮ বলেছেন: কোরবানী করা ধর্মীয় গাম্ভীর্যতা,তা হলে নিষ্ঠুরতা কি?

২৯ শে জুন, ২০২৩ রাত ৯:০৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আমার ব্লগে অযাচিত ও উৎসকানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ থাকছে।

১০| ২৯ শে জুন, ২০২৩ রাত ৮:১০

নজসু বলেছেন:


অভিনন্দন
এবং
ঈদ মোবারক।

২৯ শে জুন, ২০২৩ রাত ৯:০৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা।

১১| ২৯ শে জুন, ২০২৩ রাত ১০:৩৭

রানার ব্লগ বলেছেন: শুভেচ্ছা ! !

৩০ শে জুন, ২০২৩ সকাল ১১:৩৪

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

১২| ২৯ শে জুন, ২০২৩ রাত ১১:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:


দীর্ঘপথচলার জন্য শুভকামনা রইলো;থাকুন,লিখুন,পড়ুন।

৩০ শে জুন, ২০২৩ সকাল ১১:৩৫

ইফতেখার ভূইয়া বলেছেন: চেষ্টা করছি। অনেক ধন্যবাদ।

১৩| ৩০ শে জুন, ২০২৩ রাত ১২:০৬

জ্যাক স্মিথ বলেছেন: ১৭ বছর বেশ লম্বা সময়, আমি ভাবতেছি এই ব্লগের আসলে বয়স কত? |-)

যা হোক ১৭ বছর পূর্তিতে শুভেচ্ছা।

৩০ শে জুন, ২০২৩ সকাল ১১:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: খুব সম্ভব ১৮ বছরের মতো হবে, কিছুটা বেশীও হতে পারে নিশ্চিত নই যদিও। অনেক ধন্যবাদ জানবেন।

১৪| ৩০ শে জুন, ২০২৩ সকাল ১০:৩৯

আহমেদ জী এস বলেছেন: ইফতেখার ভূইয়া,




প্রায় দেড় যুগের ব্লগযাত্রা আরো কয়েক যুগ গড়িয়ে যাক।
অভিনন্দনের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা।

৩০ শে জুন, ২০২৩ সকাল ১১:৩৭

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ জানবে জী এস ভাই। আপনার জন্যেও শুভ কামনা আর ঈদের শুভেচ্ছা রইল।

১৫| ৩০ শে জুন, ২০২৩ রাত ৮:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন সাথে ঈদ মোবারক।

০২ রা জুলাই, ২০২৩ সকাল ১১:০৬

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও।

১৬| ০১ লা জুলাই, ২০২৩ দুপুর ১২:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঈদ মুবারাক। সপ্তদশ বর্ষপূর্তিতে আপনাকে অভিনন্দন। দেশের এবং বিদেশের অনেক অভিজ্ঞতা আপনার পোস্টগুলিতে ছিল। সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে ১৭ বছর সাফল্যের সাথে ব্লগিং করেছেন।

০২ রা জুলাই, ২০২৩ সকাল ১১:০৭

ইফতেখার ভূইয়া বলেছেন: ঈদ মোবারাক। অনেক ধন্যবাদ জানবেন।

১৭| ০২ রা জুলাই, ২০২৩ বিকাল ৪:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:



কালের সাক্ষী। ১৭ বছরের শুভেচ্ছা নিবেন। দেশে আম জাম কাঁঠাল এখনও পাওয়া যাচ্ছে। আম আগামী এক দেড় মাস যাবত পাওয়া যাবে, তবে জাম হয়তো বড়জোড় আর সপ্তাহ দশ দিন। লিচু হঠাৎ করেই এসে আবার হারিয়ে গিয়েছে। আনারস আছে। আপনাকে বাংলাদেশের সকল ফলের শুভেচ্ছা।


০২ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

ইফতেখার ভূইয়া বলেছেন: কিছুটা সময়ের সাক্ষী অবশ্যই। দেশের ফল খাওয়ার মতো সৌভাগ্য হয়তো সবার কপালে জোটেনা যেমন আমারও জোটেনি বিগত সতের বছরে। তবুও ফলের শুভেচ্ছা নিয়েই আপাতত খুশি থাকছি। এ বছর দেশে আসার ইচ্ছে আছে, দেখি রাব্বুল আলামিন সেটা কবুল করেন কি না। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৮| ১৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: ১৭ বছর অনেক দীর্ঘ সময়। ব্লগে যোগদানের তারিখ অনুযায়ী আপনি এ ব্লগের একজন অন্যতম জ্যেষ্ঠ ব্লগার। অনেক কিছু দেখেছেন এ ব্লগে গত সতেরটি বছর ধরে। কেউ একজন বলেছেন কালের সাক্ষী। আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

সপ্তদশ বর্ষপূর্তিতে সুন্দর পোস্ট লিখেছেন। আপনি আপনার মত করেই লিখে চলুন। বিবিধ বিষয় নিয়ে আপনার লেখার আগ্রহ দেখে আমি মুগ্ধ হই।

১৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: আসলেই অনেক দীর্ঘ সময়। আপনার মন্তব্য আমাকে বরাবরই উৎসাহিত করে, সে জন্যে আপনাকেও ধন্যবাদ জানাই। সেই সাথে আপনার ব্লগিং ক্যারিয়ারের সাফল্য কামনা করছি। আপনার ভ্রমণ অভিজ্ঞতা পড়তে বেশ ভালো লাগে, বেশ উপভোগ করি। জীবনের অনেক ব্যস্ততায় ঘুরে বেড়ানোর সময় পাইনি, ইচ্ছে আছে বিভিন্ন দেশ ঘুরে দেখার। আমি মূলত সেসব বিষয় নিয়েই লিখার চেষ্টা করি যা আমাকে আনন্দ দেয়। আপনার সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্থতা কামনা করছি। অনেক ভালো থাকবেন স্যার। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.