নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

একজন খালিদ ও আমার ছোটবেলার স্মৃতি

১৮ ই মার্চ, ২০২৪ রাত ১১:২৫


চাইম ব্যান্ডের খালিদ নামটি আমার কাছে বেশ পরিচিত। আমার মতো যারা আশির দশকে জন্মেছেন তাদের অনেকেই হয়তো "খালিদ" ভাইকে চিনে থাকবেন। ব্যান্ড জগতেও তিনি বেশ পরিচিত নাম। সেই খালিদ ভাই আজ চলে গেলেন পরপারে, না ফেরার দেশে।

নব্বইয়ের দশকের প্রথম দিকে আমি তখন ক্লাস টু, থ্রিতে পড়ছি। বিভিন্ন কারনে ছোটবেলায় মা'র সাথে নানা বাড়ি যাওয়া হলে, ছোট মামার ঘরে "ন্যাশনাল" ব্রান্ডের একটি ক্যাসেট প্লেয়ারে গান শোনা হতো। ছোট মামা তখন চাইম কিংবা অবসকিওর ব্যান্ডের ক্যাসেট কিনে রাখতেন। আমি অবাক হয়ে ক্যাসেটে গান শুনতাম। কখনো কখনো একই ক্যাসেট বহুবার শোনা হতো। ঠিক সে সময় থেকেই "খালিদ" ভাইয়ের আর "চাইম" ব্যান্ডের নামটি জানা হয়।

আরো বড় হয়ে বিভিন্ন মিক্সড ব্যান্ড এ্যালবামে তার অনেক গান শুনেছি। ছোট বেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে তার বেশ কিছু গানের সাথে। "আবার দেখা হবে", "হয়নি যাবার বেলা", "যতটা মেঘ", "কোন কারনেই", "সরলতার প্রতিমা" -র মতো অসংখ্য গান গেয়েছেন খালিদ ভাই। নিউ ইয়র্কে হঠাৎ একদিন জ্যাকসন হাইটসে তাকে দেখেও চিনতে এক বিন্দুও সময় লাগেনি আমার। "মেরিট কাবাব" দোকানে তাকে চা খেতে দেখেছি অসংখ্যবার। তাকে যতবারই নিউ ইয়র্কে দেখেছি ততবারই আমি বিভিন্ন কারনে ব্যস্ত ছিলাম। প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও একদিন বসে কথা বলে হয়ে ওঠে নি খালিদ ভাইয়ের সাথে। নিতান্তই সাধারন মানুষ হিসেবেই তাকে এখানে ওখানে দেখেছি বহুবার।

তিনি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এসেছিলেন সেটাও জানতে পারলাম তার হঠাৎ চলে যাওয়ার খবর পেয়েই। এভাবে অনেক চেনা মানুষগুলোও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। দুঃখবোধ তো থেকেই যাচ্ছে। শুধু বলবো, যেখানেই থাকুন না কেন, খালিদ ভাই ভালো থাকুন এটাই প্রত্যাশা থাকবে।

ছবি কপিরাইট: সাউন্ড ক্লাউড।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২৪ রাত ১১:৩৫

সোনাগাজী বলেছেন:



বয়স কেমন হয়েছিলো? কুইন্সে বাস করতেন?

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১২:২৭

ইফতেখার ভূইয়া বলেছেন: ৫৮ বছর। খুব সম্ভবত কুইন্সেই বসবাস করতেন কারন উনাকে প্রায়ই জ্যাকসন হাইটসে দেখা যেত। ধন্যবাদ।

২| ১৮ ই মার্চ, ২০২৪ রাত ১১:৪৩

আরইউ বলেছেন:



ইফতেখার,
খালিদের কিছু গান একসময় তরুণ-তরুণীদের মুখে মুখে ছিল। ভয়াবহ রকমের আন্ডাররেটেড একজন শিল্পী ছিলেন তিনি।
যেখানেই থাকুন ওনার জন্য শুভকামনা!

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১২:২৯

ইফতেখার ভূইয়া বলেছেন: হুম ভুল বলেন নি। অনেক আগে চাইমের ক'টা এ্যালবামের কথা শুনেছিলাম। এরপর বেশ কিছু মিক্সড এ্যালবামে সলো ট্র্যাক গেয়েই বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। খানিকটা আন্ডাররেটেডতো বটেই। ধন্যবাদ।

৩| ১৮ ই মার্চ, ২০২৪ রাত ১১:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



হঠাৎ করে সবাই চলে যায়।

রবীন্দ্র সংগীত শিল্পী কাদেরী কিবরিয়া ওতো মনে হয় নিউইয়র্কেই থাকেন।
আপনার সাথে কখনো দেখা হয়?

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩২

ইফতেখার ভূইয়া বলেছেন: উনি অনেক আগের শিল্পী। কখনো দেখেছি বলে মনে পড়ে না। দেখলেও হয়তো চিনতে পারবো বলে মনে হয় না। ধন্যবাদ।

৪| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: আজকেই তুমি আকাশের বুকে বিশালতার উপমা গানটা শুনছিলাম সন্ধ্যায়।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩৪

ইফতেখার ভূইয়া বলেছেন: হুম :(

৫| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১:৩৭

ফ্রেটবোর্ড বলেছেন: আমার পছন্দের একজন শিল্পী।
হুট করে এভাবে চলে যাওয়া সত্যিই কষ্টদায়ক।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ৯:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: সত্যিই তাই। ধন্যবাদ।

৬| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১:৫১

ডার্ক ম্যান বলেছেন: তিনি মনে হয় কোনো অভিমান নিয়ে দেশ ছেড়েছিলেন।
অনেক ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ ছিলেন।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ৯:২৭

ইফতেখার ভূইয়া বলেছেন: না জেনে সঠিক বলতে পারছি না। ধন্যবাদ।

৭| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ২:০৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: একটা সময় কী পরিমাণ যে সরলতার প্রতিমা গানটা গাইতাম, শুনতাম, বলার বাইরে। একজন গুণী শিল্পী বেশ কম বয়সে চলে গেলেন পৃথিবী ছেড়ে।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ৯:২৯

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেকেরই হয়তো প্রিয় গান ওটাই কিন্তু ঐ গানটা আমার কখনোই খুব একটা ভালো লাগেনি। তার আরো বেশ কিছু ভালো গান রয়েছে। ধন্যবাদ।

৮| ১৯ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৫৬

আরিফ রুবেল বলেছেন: আমাদের সময়ের লিজেন্ডরা একে একে হারিয়ে যাচ্ছে। একটা বিষাদময় সন্ধ্যা গেল গতকাল।
ওনার আত্মার মাগফেরাত কামনা করছি।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ৯:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: সত্যিই তাই। ধন্যবাদ।

৯| ১৯ শে মার্চ, ২০২৪ সকাল ১০:০৬

শেরজা তপন বলেছেন: খুব প্রিয় একজন শিল্পী ছিলেন। আমি ঢাকা কলেজে পড়ার সময়ে তিনি এসেছিলেন চাইম ব্যান্ড নিয়ে।
তাঁর 'নাতি খাতি বেলা গেল' 'কেত্তনখোলা নদী আমার' 'পড়ালেখা শেষ করে বেকারত্বে ধুকে মরা' এই গান গুলো ছিল আমাদের সবার মুখে মুখে। কতশতবার আড্ডায় মজমায় চিৎকার চেঁচামেচি করে গেয়েছি।
আমাদের কৌশরকাল আর প্রথম যৌবনে এই শিল্পী ছিল গানের ভুবনে একেবারে আস্টেপৃস্টে জড়িয়ে।
আহা তাঁর সাথে সাথে কত স্মৃতি হারিয়ে গেল চিরতরে।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ৯:৩২

ইফতেখার ভূইয়া বলেছেন: ভালো বলেছেন, তো তপন দা আপনার জন্ম কোন দশকে? বোঝার চেষ্টা করছি আপনি কি আমার সমসাময়িক না আগে পরে, এই যা। B-)

১০| ১৯ শে মার্চ, ২০২৪ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: আর্থিক সমস্যার কারনে উনি কি আমেরিকাতে উবার চালাতেন?

১৯ শে মার্চ, ২০২৪ রাত ৯:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: মনে হয় আপনি প্রমিথিউস ব্যান্ডের "বিপ্লব" এর কথা বলছেন। বিপ্লবদা কে আমি ২০০৬ সালেও ইউ.এস. এ্যাম্বেসিতে দেখেছি। সম্ভবত উনি ইউ.এস. এ আসার জন্য অনেক কাঠখড় পুড়িয়েছিলেন। উনিই এখন নিউ ইয়র্কে ট্যাক্সি চালাচ্ছেন। খালিদ ভাইয়ের সন্তান ও স্ত্রী সম্ভবত নিউ ইয়র্ক থাকেন আর সে জন্যেই হয়তো বহুবার নিউ ইয়র্ক গিয়েছিলেন। ধন্যবাদ।

১১| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ৮:২৮

মিরোরডডল বলেছেন:




আজ ভোরে ঘুম ভাঙতেই এমন একটা শকিং নিউজ!! মনটা ভারাক্রান্ত হয়েছে।
প্রেম ও বিরহ নিয়ে খালিদের অসংখ্য সুন্দর গান আছে।
সারাদিন তার সব পুরনো গানের মাঝেই ডুবে ছিলাম।

প্রিয় শিল্পী ওপারে ভালো থাকুক।





১৯ শে মার্চ, ২০২৪ রাত ৯:৩৮

ইফতেখার ভূইয়া বলেছেন: আমিও খানিকটা শকড্, তাকে মাস তিন চারেক আগেও আমি নিউ ইয়র্কে দেখেছি। ভাবতেই পারিনি তিনি এর মাঝেই দেশে চলেও এসেছেন। নিয়তিই হয়তো তাকে নিয়ে এসেছে। খুবই দুঃখজনক।

১২| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ৮:৫৬

ঢাবিয়ান বলেছেন: দারুন সব গান উপহার দিয়েছিলেন তিনি। আমাদের অনেক শিল্পীই দেখছি যে পরবর্তীতে বিদেশে পারি জমিয়েছেন। লাইম লাইট থেকে ছিটকে গিয়ে সেখানে তারা ভাল ছিলেন কি ?

১৯ শে মার্চ, ২০২৪ রাত ৯:৪৫

ইফতেখার ভূইয়া বলেছেন: স্বাভাবিক ধারনা থেকে বলতে পারি প্রবাসে গিয়ে সাধারণত তারা খুব বেশী ভালো থাকতে পারেন না যদি না তাদের পরিবার আরো আগে থেকেই প্রবাসে সেটেলড হয়ে থাকে। বাংলাদেশে গান গেয়ে প্রবাসে স্টেজ শো ছাড়া তেমন কিছু করার আছে বলে আমার জানা নেই। ধন্যবাদ।

১৩| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ৯:১৭

মিরোরডডল বলেছেন:




লাইম লাইট থেকে ছিটকে গিয়ে সেখানে তারা ভাল ছিলেন কি ?

আবার উল্টোটাও হতে পারে।
প্রথম অবস্থার সেই জনপ্রিয়তা হারিয়ে, লাইম লাইট থেকে সরে যাওয়ার অভিমানেই হয়তো দেশ ছেড়েছিলো, কে জানে!!!

অথবা জীবনের প্রয়োজনে।

অন্য সব শিল্পীদের মতো খালিদেরও একটা সময়ের পর আগের মতো ভালো গান ছিলো না।
সরলতার প্রতিমা এ্যালবামের অলমোস্ট সব গান ভালো ছিলো। চাইমের প্রথম এ্যালবামেও অনেক ভালো গান ছিলো।
কিন্তু পরবর্তীতে মিক্সড এ্যালবামে মাঝে মাঝে কিছু গান ভালো লাগতো।

খুব তাড়াতাড়ি চলে গেলো।
৫৮ এটা কোন বয়স!!!


১৪| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ৯:২৯

ঢাবিয়ান বলেছেন: @মিরোরডডল , ঠিক বলেছেন । চাইমের প্রথম এলবামই ছিল বেস্ট। পরবর্তীতে আর ততটা সারা জাগাতে সক্ষম হননি। ফাহমিদা নবী ও খালিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ব্যাচে দর্শনে পড়তেন। দুইজন একত্রে ডুয়েটও গেয়েছেন । ফাহমিদার একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছে। জীবন নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন খালিদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.