নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

ডয়েচ ভেলে\'র প্রকাশিত এই প্রামাণ্যচিত্রটি বেশ উদ্বেগজনক

২৫ শে মে, ২০২৪ রাত ১১:২২

বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিভিন্ন বাহিনী থেকে প্রশ্নবিদ্ধ কর্মকান্ডে যুক্ত সৈনিকদের ইউ.এন. এর পিস কিপিং মিশনে পাঠানোর বিষয়ে ইউ.এন. এর কর্মকর্তাগণ বেশ উদ্বিগ্ন। এ বিষয়ে ডয়েচ ভেলে ক'দিন আগেই একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে। এ বিষয়টি আর্ন্তজাতিক অঙ্গনে আমাদের সামরিক বাহিনী-র ব্যাপারে নেতিবাচক ইমেজ তৈরী করতে পারে এবং পিস কিপিং মিশনে আমাদের অংশগ্রহণকে বাধাগ্রস্থ করতে পারে। প্রামান্যচিত্রটি দেখার পর আপনার বক্তব্য শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৪ রাত ১১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১ম থেকে সাড়ে ৬ মিনিট পর্যন্ত দেখেছি। ব্যাপারটা সত্যিই উদ্বেগজনক।

তবে, যারা এসব কিলিঙের সাথে জড়িত হয়ে পড়েছিলেন বলে ডকুমেন্ট্রিতে দেখানো হলো, ওটা তারা কোনো ব্যক্তিগত ক্রিমিনাল অফেন্স হিসাবে করেন নি, ওটা তাদের দায়িত্বের অংশবিশেষ ছিল। আপনিও ঐ পোস্টে দায়িত্বরত থাকলে আপনাকেও ঐ কাজটি করতে হতো। যদি তাই হয়, তবে ব্যক্তি কেন নিষিদ্ধ হবেন? জাতিসংঘের তো উচিত তাদেরকে নিষিদ্ধ করা, যারা এসব কিলিঙের জন্য আদেশ দিয়েছিলেন।

২৬ শে মে, ২০২৪ রাত ১২:২১

ইফতেখার ভূইয়া বলেছেন: দেখুন, এসব বিষয়ে আরো বেশী স্বচ্ছতার প্রয়োজন রয়েছে। পিস কিপিং এ যারা যাচ্ছেন তারা একটি আর্ন্তজাতিক মানদণ্ডে নিজেদের দাঁড় করাচ্ছেন। মনে রাখতে হবে, জাতিসংঘ শুধু বাংলাদেশ থেকে পিস কিপিং-এ সৈন্য পাঠাচ্ছে না। আরোও অনেক সদস্য রাষ্ট্র তাদের সৈন্য পাঠাচ্ছেন। এটা কোন দয়া-দাক্ষিণ্যের বিষয় নয়, বৈদেশিক মুদ্রা অর্জিত হয় বলে এখানে সদস্য রাষ্ট্রগুলোর মাঝে এক ধরনের প্রতিযোগীতা কাজ করে। ভারত, পাকিস্তান ছাড়াও এশিয়া ও আফ্রিকার বেশ কিছু দেশের সৈন্য এসব মিশনে কাজ করলেও তাদের ব্যাপারে এ ধরনের অভিযোগ অনেকটাই কম। কার কত সৈন্য এ ধরনের মিশনে যাবে, এ আলোচনায় সরাসরি বাংলাদেশের কোন এ্যাডভান্টেজ নেই যদিও বাংলাদেশ অন্যতম কন্ট্রিবিউটিং দেশ। মানবাধিকারের বিষয়গুলো আমাদের দেশে ততটা চর্চিত না হলেও উন্নত বিশ্বে এটা গুরুত্বপূর্ণ। মুদ্রা আসছে বিদেশ থেকে, আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

২| ২৬ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

এস.এম.সাগর বলেছেন: অবশ্যই আয়না ঘর আছে, তাদের আন্ডার গ্রাউন্ড টর্সার সেল আছে, অবশ্যই এই অবৈধ সরকারে আদেশেই তারা এগুলি করেছে, আমি একজন ভুক্তভুগি!

২৭ শে মে, ২০২৪ রাত ২:৩১

ইফতেখার ভূইয়া বলেছেন: আশা করছি আপনার অভিযোগ যথাযথ কর্তৃপক্ষ শুনবেন এবং ন্যায় বিচার নিশ্চিত করবেন। জনগণ হিসেবে এটি নাগরিক অধিকার। ধন্যবাদ।

৩| ২৬ শে মে, ২০২৪ রাত ৮:৪৩

ঢাবিয়ান বলেছেন: আয়নাঘর: ডিজিএফআইয়ের গোপন বন্দীশালার খবরতো সেই কবেই বের হয়েছে নেত্র নিউজে । জেনারেল আজিজের ওপড় ভিসা নিশেধাজ্ঞা আল জাজিরার '' অল প্রাইম মিনিস্টারস মেন'' ডকুমেন্টারির কারনেই হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। ডয়েচ ভেল এই ধারাবাহিকতায় এই নতুন ডকুমেন্টারি ছেড়েছে। পিস কিপিং মিশন থেকে বাংলাদেশ অব্যহতি পেলে অবাক হবার কিছু নাই।

২৭ শে মে, ২০২৪ রাত ২:৩২

ইফতেখার ভূইয়া বলেছেন: পুরো বিষয়টিই আসলে বেশ উদ্বেগজনক। ধন্যবাদ।

৪| ৩০ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

এস.এম.সাগর বলেছেন: লেখক বলেছেন: আশা করছি আপনার অভিযোগ যথাযথ কর্তৃপক্ষ শুনবেন এবং ন্যায় বিচার নিশ্চিত করবেন। জনগণ হিসেবে এটি নাগরিক অধিকার। ধন্যবাদ।[/sb

যথাযথ কর্তৃপক্ষ কে ভাই? কার আদেশে এই অন্যায়গুলি হয়েছে? যথাযথ কর্তৃপক্ষের আদেশেই হয়েছে!

৩০ শে মে, ২০২৪ রাত ১১:১০

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.