নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
আগস্টের ৩ তারিখ আমি বাসা থেকে বের হয়ে প্রগতি স্মরণী গিয়ে আন্দোলনে শরিক হই। সন্ধ্যের নাগাদ পরিবারকে নিয়ে আমার শ্বশুর বাড়ি রেখে এসে পরদিনই দুপুরের মধ্যেই রওনা হয়ে যাই। আগস্টের ৪ তারিখ বিকেলে বাসায় ফিরে এসেই আবার প্রগতি স্মরণীতে ছাত্রদের সাথে গিয়ে দাঁড়াই। তখনো জানতাম না নাফিজের কথা। শহীদ নাফিজের কথা বলছি যার নিথর দেহ নিয়ে রিকশাওয়ালা নুরু ভাইয়ের ছবি দেখেছি আরো পরে।
ছবিটা যতবার দেখেছি ততবারই চোখের কোন জল এসেছে। কোন এক অজানা কারনেই ছেলেটার জন্য আমার ভীষণ খারাপ লাগে। একটা সন্তানকে লালন-পালন করে এতটা বড় করার পর এভাবে অন্যায়ভাবে হারানোর বেদনা কেবল সন্তানের মা-বাবাই ভালো বুঝতে পারবেন। আরো পরে জেনেছি, ছবিটা তুলেছেন মানবজমিনের ফটোসাংবাদিক জীবন আহমেদ।
বিগত সেপ্টেম্বরের ৫ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন "শহীদী মার্চ"-এ যোগ দেই, তখনও জীবন ভাইয়ের সাথে দেখা হয়েছে। মার্চ শুরু হয়ে যাওয়াতে তার সাথে অবশ্য দু'তিন মিনিটের বেশী কথা বলার সুযোগ হয় নি। আরো পরে জেনেছি এই ছবিটিও তারই তোলা। আগে জানলে তাকে একটা ধন্যবাদ অবশ্যই জানাতাম। যদিও তিনি তখন তার দায়িত্ব পালন করছিলেন তদুপরি, তাকে এই ধন্যবাদ জানাতে চাই। জীবন ভাই আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।
ছবি কপিরাইট: মানবজমিন।
০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৫
ইফতেখার ভূইয়া বলেছেন: হুম, উনার কথাই বলছিলাম। ধন্যবাদ।
২| ০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪৮
জুল ভার্ন বলেছেন: কিন্তু বিবেকহীন, বিবেকবুদ্ধি বিকিয়ে দেওয়া সুশীলদের বিবেক কাঁদে না!
০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৭
ইফতেখার ভূইয়া বলেছেন: বিবেকবুদ্ধি বিকিয়ে দিলে আর কি বাকি থাকে? কান্না করার জন্যে বিবেকের প্রয়োজন। ধন্যবাদ।
৩| ০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩২
প্রহররাজা বলেছেন: তো ওদের পুলিশের সাথে মারামারি করতে কে বলেছিলো? হাসিনার পতনে তার পরিবারের কি লাভ হলো? এটাতো ছিলো ইউনুসের চেয়ার দখলের পূর্ব পরিকল্পিত মুভমেন্ট।
০৯ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:১৭
ইফতেখার ভূইয়া বলেছেন: গঠনমূলক মন্তব্য করার ও আমার ব্লগ পাতায় অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।
৪| ০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩২
মিরোরডডল বলেছেন:
উফ! কি মর্মান্তিক!!!
এ দৃশ্যগুলো দেখা যায়না ইফতি।
পরিবারের মানুষেরা কি করে থাকে, পাগল হয়ে যাওয়ার কথা।
যে বা যারা এর জন্য দায়ী, তাদের জনসমক্ষে প্রকাশ্যে বিচার হওয়া উচিত।
০৯ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:১৭
ইফতেখার ভূইয়া বলেছেন: সত্যিই তাই, ভীষণ বেদনাদায়ক। বিচার অবশ্যই হবে।
৫| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: রিকশায় নাফিজকে ধরে রাখার জন্য একজন মানুষ পাওয়া গেল না। নাফিজ কিন্ত হারেনি। সে-ই জিতেছে। আমরা বুঝতে পাড়ছি না।
০৯ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:১৮
ইফতেখার ভূইয়া বলেছেন: তখন গুলি চলছিলো। নাফিজরা হারে না, ওরাই বেঁচে থাকে ইতিহাসের পাতায়।
৬| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:২৪
শায়মা বলেছেন: আহারে জীবন। মরে যাবার পরেও এইভাবে অনাদরে অবহেলায় বাড়ি ফিরতে হলো।
০৯ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:২০
ইফতেখার ভূইয়া বলেছেন: সত্যিই তাই। জানোয়ারগুলো মানুষকে পশু-পাখির মতো করে গুলি করেছে। আগস্টের ৫ তারিখেও পুলিশের গুলিতে বিদ্ধ তরুন আমি দেখেছি, রক্তে ভিজে যাওয়া শার্ট, নিথর দেহ। এত বয়স হওয়ার পরেও এগুলো ভাবলেই আমি আবেগ আপ্লুত হয়ে যাই।
৭| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৯
মেঠোপথ২৩ বলেছেন: লিখি, আবার মুছে সেই। আবার লিখি আবার মুছি। আসলে ভাষায় প্রকাশ করা যায় না এই নির্মমতা , এই নিষ্ঠুরতা , এই আত্মত্যাগ ----
০৯ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:২১
ইফতেখার ভূইয়া বলেছেন: মুছবেন না, লিখুন প্রাণ আর হাত খুলে। ধন্যবাদ।
৮| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৩১
মেহবুবা বলেছেন: আমাদের জীবদ্দশায় ২০২৪ সনের জুলাই আগস্ট সত্যি কি ছিল? এমন এক একটা দুঃসহ স্মৃতি কি সত্যি আমাদের বয়ে বেড়াবার কথা? নাফিস, ইয়ামিন, সাইদ, মুগ্ধ, ফাহাদ এবং আরো অনেকের বেলায় যা ঘটেছে সে সব বিশ্বাস না করবার চেষ্টা করি, মনে মনে ভাবি এও কি সম্ভব! এমন হতেই পারে না। আচ্ছা ঐ মানবিক রিকশাচালক ঘুমুতে পারেন ঠিকমত!! কত কি লিখছি। এসব ভুলে থাকতে চাই, সুস্থ থাকতে চাই মানসিক ভাবে।
আর কোনদিন যেন এমন না ঘটে !
২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৫২
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেকটা হঠাৎ করেই এ বছরের জানুয়ারিতে বাংলাদেশ আসা হয়েছিলো। নির্বাচন দেখলাম, আন্দোলন দেখা হলো, সেই সাথে স্বৈরাচারের পতন। বাবা মুক্তিযুদ্ধ করেছিলেন, কিন্তু খুব বেশী গল্প করতেন না। কথা বলতে গেলে তিনি অনেকটাই আবেগপ্রবণ হয়ে যেতেন। দেশে প্রায় দশ মাস অবস্থান করে এই আন্দোলনের সবকিছু সামনে থেকে দেখলাম। এতটা বিশৃঙ্খল বাংলাদেশ, এত রক্তপাত আমি কখনোই দেখিনি। মনে হলে আমি নিজেও কিছুটা আবেগআপ্লুত হয়ে যাই। যেখানেই থাকি না কেন, বাংলাদেশ ভালো থাকুক শুধু এটুকুই চাই। এমন সময় যেন আর না আসে কখনো। ধন্যবাদ।
৯| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: মেঠোপথ২৩ বলেছেন: লিখি, আবার মুছে সেই। আবার লিখি আবার মুছি। আসলে ভাষায় প্রকাশ করা যায় না এই নির্মমতা , এই নিষ্ঠুরতা , এই আত্মত্যাগ ---
আসলেই - এমনই এ অনুভব!!
সকল শহীদানের আত্মদান যেন সফল হয়। আর যেন কোন স্বৈরাচারের শকুনী প্রেতাত্মা ভর না করে বাংলার আকাশে।
২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৫৫
ইফতেখার ভূইয়া বলেছেন: আমি অনেকদিন লিখতে পারিনি, লিখার ইচ্ছেটায় কিছুটা ভাটা পড়েছে। চারিদিকে এত বিশৃঙ্খলা দেখে মনকে শান্ত করা কঠিন। যারা শহীদ হয়েছেন, তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করি। সুস্থ ও স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ এগিয়ে যাক এটাই চাওয়া থাকবে সব সময়। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:৪১
ঋণাত্মক শূণ্য বলেছেন: ছবিটি জীবনের তোলা আমারও জানা ছিলো না। আপনার লেখা পড়ে একটু সার্চ দিয়ে দেখলাম যে আমাদের বন্ধু মহলের জীবন কি না।
জীবন আমাদের এলাকার ছেলে হলেও ওর সাথে পরিচয় হয় ঢাকাতেই। জীবনের জীবন কাহীনিটাও কিন্তু দুর্দান্ত।
জীবন আহমেদ ফটোগ্রাফী