নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা করো মা\'মনি

১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২৩

এখন অনেক রাত। বিছানায় শুয়ে শুয়ে আইপ্যাডে নিউজ পড়ছিলাম আর সেহরির অপেক্ষা করছি। মাগুরার ছোট্ট শিশুটির হাসপাতালে জীবন-মরন যুদ্ধের খবর বিভিন্ন পত্রিকায় দেখছিলাম। মন থেকে চাইছিলাম মেয়েটি সুস্থ হয়ে যাক।

আমার সে আশা পূরণ হয়নি, ছোট্ট শরীরে ঘৃণ্য পশুর থাবার আঘাত নিয়ে বারবার কার্ডিয়্যাক এ্যারেস্ট করতে করতে মেয়েটি শেষ পর্যন্ত চলেই গেল চির নবান্নের দেশে। যাক, অন্তত ওখানে আর কেউ ওকে খাবলে খেতে আসবে না। এক দিকে ভালোই হয়েছে, এই নষ্ট দেশ, সমাজ আর অসভ্যতার মাঝে বেঁচে না থেকে ও বিদায় নিয়েছে। যাবার আগে ওর ছোট্ট বুকে যে ধিক্কার ও অভিমান নিয়ে গেল তা অভিশাপ হয়ে আসবে বার বার আমাদের জীবনে। এটাই আমাদের পাওনা ছিলো। আসুক, অভিশাপে বিলীন হয়ে যাক সবকিছু। প্রচণ্ড বানের তোড়ে ভেসে যাক এই দেশ, ঘূর্ণিঝড়ের প্রলয়ে চুরমার হোক সবার ঘর-বাড়ি, অন্তত নষ্ট মানুষগুলো কু-কীর্তি করার চিন্তা বাদ দিয়ে নিজের প্রাণ নিয়ে দৌড়ের উপর থাকুক। এটাই আমাদের প্রাপ্য।

যেখানেই থাকিস না কেন, মা'মনি পারলে আমাদের ক্ষমা করে দিস। ক্ষমার যোগ্য আমরা নই, তবুও নতজানু হয়ে বার বার ক্ষমা চাইতেই থাকি তোর কাছে। ওপারে অনেক ভালো থাকিস মা'মনি।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খবরটা শুনে চোখ দিয়ে পানি এসে গেছে :( ধর্ষকের বিচার হবে কী না কে জানে

১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৩৯

ইফতেখার ভূইয়া বলেছেন: জানোয়ারটার ফাঁসি না হলে রাস্তায় আবার নামবো। X((

২| ১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: নামা উচিত। প্রতিবাদ করা উচিত আমাদের

১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:২৯

ইফতেখার ভূইয়া বলেছেন: নিঃসন্দেহে। এভাবে এই সমাজল চলতে পারে না। বার বার এই জাতীয় অপরাধ করে পার পাওয়ার ইতিহাস ঘৃণ্য, এটা বন্ধ করতেই আমাদের এক হতে হবে। চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

৩| ১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:২৬

শাহ আজিজ বলেছেন: আমি টি ভি শুনছি আর লিখছি , হটাত আমার হাত থেমে গেলো , টি ভিতে শিশুটির মৃত্যু খবর প্রচার হচ্ছে । আছিয়া খুব নাড়া দিয়ে আমাদের কাদিয়ে চলে গেলে । এতক্ষন শুয়ে ছিলাম , ভাল নেই আমি ।

১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: আমিও ভালো নেই, মেয়েটা কত কষ্ট পেয়েই না চলে গেল! অসহ্য।

৪| ১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:২৭

আহলান বলেছেন: নিরাপদ থাকুক সকল মানুষ , এটাই ছিলো প্রত্যাশা ... কিন্তু সে প্রত্যাশা পুরণ হয় না ... শিক্ষা ব্যবস্থার রাজনীতিকরণে প্রকৃত শিক্ষার অভাবে সমাজে যে ক্ষত সৃষ্টি হয়েছে, তারই মাশুল দিলো ছোট্ট শিশুটি।

১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৩

ইফতেখার ভূইয়া বলেছেন: সত্যি কথা বলতে কি! আমার ভেতরে এখন আর কোন যুক্তিই কাজ করছে না। ঐ জানোয়ারকে এই দুনিয়া ছাড়তে হবে, বাংলার মাটিতেই ওর বিচার হতেই হবে। এর আগে আর কোন কিছু আমি ভাবতে নারাজ। মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।

৫| ১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৩১

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে মানুষের জীবন খুব সস্তা। প্রতিদিন অন্তত বিভিন্ন ভাবে ১০-২০ জন লোক সারাদেশে মারা যায়। তন্মধ্যে যেগুলো বিভৎস ঘটনা সেগুলো আমাদের মনে দাগ কাটে। কিন্তু আগামীকাল এর চেয়ে ভয়াবহ কিছু ঘটলে আমরা আজকের ঘটনা ভুলে যাবো।

১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৭

ইফতেখার ভূইয়া বলেছেন: ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু যেটা স্বাভাবিক নয় সেটা হলো এই রকম নরপশুর কারনে একটা ছোট্ট বাচ্চার এভাবে চলে যাওয়া। জীবন সস্তা, সন্দেহ নেই তবে কিছু কিছু ঘটনাকে স্বাভাবিকভাবে দেখার অবকাশ নেই। ধন্যবাদ।

৬| ১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হলে কি মানবাধিকার লঙ্ঘন হবে ?

১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৭

ইফতেখার ভূইয়া বলেছেন: না, বাংলাদেশের মাটিতে প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ রচনা হবে। ধন্যবাদ।

৭| ১৩ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:২২

নতুন বলেছেন: আমাদের ডানার বয়স ৯ বছর। খবরটা শুনে চোখে পানি চলে এলো।

মানুষ কিভাবে একটা শিশুকে ধর্ষন এবং হত্যা করতে পারে সেটা মাথায় ধরেনা।

আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের এটা যে বড় একটা অন্যায় সেই বোধটুকু নেই। তারা নিরিবিলিতে কোন নারীকে পেয়েছে সে দূবল তাকে জোর করলে পরে সমস্যা হবেনা তাই তার উপরে হামলে পড়ে। :|

কিভাবে এই পশুত্ব দুর করা যাবে সেটা মাথায় আসেনা। সমাজের বিরাট একটা অংশই নারীদের দূবলতার সুযোগ নেয়।

সম্ভবত ৫% ধর্ষনের খবর মানুষ জানতে পারে। সুধুই যারা আহত হয় বা মানুষ জেনে ফেলে।

বাকিরা সমাজে বদনামের ভয়ে চেপে যায়। এমন কি পরিবারের মাঝে হলে অনেক সময় পরিবার থেকেই চেপে যেতে বলে। :|

১৪ ই মার্চ, ২০২৫ রাত ২:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার কথাগুলো সত্য তবে এগুলোর একটা বিহিত হওয়া প্রয়োজন। ঘটনাগুলো বার বার ঘটছে। এ ধরনের ঘটনায় একটা শিশুর মৃত্যুও কাম্য নয়।

৮| ১৩ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:০৬

রাসেল বলেছেন: সাধারণ মানুষরা এই অপরাধে নিজেকে অপরাধী ভাবতেছি। কিন্তু অপরাধীরা নিজেদের নিষ্পাপ ভাবতেছে। এই দুষ্টচক্রকে জানোয়ার বললে, জানোয়ারদের অপমান করা হয়। জানি এদের কোনো বিচার হবে না, আইনজীবীরা দলে দলে যোগ দিবে বিচারালয়ে দুষ্টচক্রের পক্ষে লড়াই করার জন্য, সমাজের কিছু লোক এদের ফুলের মালা দিয়ে বরণ করবে। যেখানে মাথা পঁচে গেছে, সেখানে দেহ পঁচাটা স্বাভাবিক, অপেক্ষা শুধু ধ্বংসের জন্য।

ক্ষমা করো মা'মনি।

১৪ ই মার্চ, ২০২৫ রাত ২:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: ঘটনাটা নিয়ে ভীষণ রকম মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি।

৯| ১৩ ই মার্চ, ২০২৫ রাত ৮:৩১

কথামৃত বলেছেন: আদালতে সাধারণত তাকে ব্যাভিচারিনী হিসেবে দেখানো হয়! তখন মা-বাবা বলেন ''চুপ করে থাক। দু'দিন গেলে সবাই সবকিছু ভুলে যাবে । '' এই তো আমাদের সমাজ

১৪ ই মার্চ, ২০২৫ রাত ২:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: ন্যাক্কারজনক বৈ কি! অবিচার হতে হতে মানুষ সাধারণ মানবিকতার প্রতিও আস্থা হারিয়ে ফেলেছে।

১০| ১৪ ই মার্চ, ২০২৫ রাত ১২:১৩

রানার ব্লগ বলেছেন: কেন ক্ষমা চাচ্ছেন ? নিজেকে ক্ষমার পাত্র মনে হচ্ছে ?

১৪ ই মার্চ, ২০২৫ রাত ২:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: এই নষ্ট সমাজের জন্য দোষী আমরা সবাই।

১১| ১৪ ই মার্চ, ২০২৫ রাত ১:০১

ভুয়া মফিজ বলেছেন: এক দিকে ভালোই হয়েছে, এই নষ্ট দেশ, সমাজ আর অসভ্যতার মাঝে বেঁচে না থেকে ও বিদায় নিয়েছে। শিশুটা আসলে মরে গিয়ে বেচে গিয়েছে। ওর মস্তিষ্কে দীর্ঘসময় অক্সিজেন না যাওয়ার কারনে মস্তিষ্কের যেই পরিমান স্থায়ী ক্ষতি হয়েছিল, তাতে বেচে থাকলেও হয়তো বা তাকে পঙ্গুত্ব বরণ করতে হতো। আর তা যদি নাও হতো, তাহলে তাকে সারাজীবন একটা ট্রমার মধ্যে বাস করতে হতো। পশ্চিমের একটা মেয়েও এই ধরনের ঘটনা মেনে নিতে না পেরে কিভাবে সামাজিকভাবে পঙ্গু হয়ে যায় সেটা নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম বেশ আগে একজন ''বিলাতি সারাহ''র গল্প!!!, আর সেখানে বাংলাদেশের সমাজে এমন একজন মেয়ের বেচে থাকা আরো কষ্টকর!!!

এই ঘটনা থেকে একটা নতুন সচেতনতা তৈরী হোক, এটাই কাম্য। এইধরনের ঘটনা যারা ঘটায়, তাদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক; তাহলে আমাদের কষ্ট খানিকটা হলেও কমবে। ভবিষ্যৎ বাংলাদেশে আমাদের নারী ও শিশুরা নিরাপদে থাকুক; থাকুক মানুষের মর্যাদা নিয়ে।

১৪ ই মার্চ, ২০২৫ রাত ২:৫২

ইফতেখার ভূইয়া বলেছেন: অমানবিক ঘটনা ঘটছে পৃথিবীজুড়েই। তবুও আমাদের ঘুণে ধরা সমাজে অমানবিক ঘটনা খুব বেশী ঘটছে বলে মনে হয়। মানুষ তার স্বাভাবিক মানসিক আচরণ করতেও ভুলে গেছে।

জানোয়ারটাকে দেখতে মন চায়, আমি চাই ও আমার চোখে দিকে তাকাক, ওর মৃত্যুদণ্ড বাস্তবায়নের দায়িত্ব আমাকে দিক। একটা বিভৎস পূণ্যকাজ করে যেতে চাই।

১২| ১৪ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: কি নোংরা একটা দেশে বাস করি।
মানুষ এতটা নীচে নামে কি করে!!!!
এই মানূষই কি সৃষ্টির সেরা জীব??

১৪ ই মার্চ, ২০২৫ দুপুর ১:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: দেশটা নোংরা নয় তবে দেশের কিছু মানুষ এতটাই নোংরা যে বাকি ভালো মানুষগুলোর কাজও তাদের ছায়ায় ঢেকে যাচ্ছে। মানুষ সৃষ্টির সেরা জীব কি না তা আমাদের সৃষ্টিকর্তাই আমাদের জানিয়েছেন, এটা নিয়ে আলোচনার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না। এই মানব জাতির মাঝে যেমন ঐ নরপশুর মতো মানুষ আছে তেমনি আমার প্রিয় নবী-র মতো মানুষও আছেন। একজনের জন্য পুরো প্রজাতিকে দোষী ভাবাটা সঠিক বলে মনে করি না। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.