|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ইফতেখার ভূইয়া
ইফতেখার ভূইয়া
	গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
গতকাল পূর্ব ঘোষিত "শাহবাগ ব্লকেড" পালন করা হয়েছে বেশ উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সমর্থকগণ তাদের নিজ নিজ দলীয় ব্যানারে শাহবাগ এসে জড়ো হয়েছেন। তাদের চাওয়া-পাওয়ার আর ক্ষোভের প্রতিফলন ঘটেছে নানা রকম শ্লোগাণের মধ্য দিয়ে। এর ফলস্বরূপ গতকাল উপদেষ্টামন্ডলী থেকে একটা ঘোষণাও এসেছে যা নিয়ে বেশ আলাপ-আলোচনা হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে। আমি সন্ধ্যের পর পর্যন্ত অপেক্ষা করিনি বরং সন্ধ্যার দিকেই বাসায় চলে এসেছিলাম।
মোটামুটি যতক্ষণ ছিলাম চেষ্টা করেছি সবকিছু ক্যামেরায় ধারন করার। পুরোটা না হলেও অনেকটাই ধারন করতে পেরেছি। ভিডিওটা কিছুটা সম্পাদন করে, এই মুহূর্তে ইউটিউবে আপলোড করছি তবে দেখে মনে হচ্ছে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। ৪কে হাই রেজুলেশনে রেকর্ড করায় প্রায় ৩৫ মিনিট ভিডিও এর ফাইল সাইজ দাঁড়িয়েছে ১৫/১৬ গি.বা.। রেকর্ডিং করেছিলাম বেশ উচ্চ বিট রেট দিয়ে। চেষ্টা করেছি, এডিটিং করার পরে যেন খুব বেশী কোয়ালিটি খারাপ না হয়। ইউটিউব-এ আপলোড হওয়ার পর ওরা নিজেরাই সবচেয়ে ভালো উপায়ে এনকোড করে নেবে, আমি শুধু চেষ্টা করেছি মান যতটা সম্ভব ধরে রাখার। বিপত্তিটাও এখানেই, ফাইল বড় হওয়াতে ভিডিও আপলোডেই কয়েক ঘন্টা চলে যায়। নিচে ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখছি, আপলোড শেষে হলেই ভিডিওটি দেখতে পাবেন।
ভিডিওটি করার সময় মনের অজান্তেই বেশ ক'বার সারজিস আলমের পাশ দিয়ে হেঁটে গেলেও আমি তাকে ঠিক লক্ষ্য করিনি, পরে ফুটেজ দেখে কিছুটা বিস্মিত হয়েছি। হাসনাত আবদুল্লাহ-কেও ফ্রেমে নিতে পেরেছি গতকাল। পরিতাপের বিষয় হলো আমি আমার মূল মিররলেস ক্যামেরা নিয়ে যাই নি। নতুন কেনা ডি.জে.আই. এর এ্যাকশান ক্যামেরা নিয়েই বেরিয়ে পড়েছিলাম। পরে কিছুটা আফসোস করেছি বৈ কি!
বিগত সেপ্টেম্বর ৫, ২০২৪ সালে ৫ই আগস্টের পর এক মাস পূর্তিতে "শহীদী মার্চ" -এ গিয়ে ফটোজার্নালিস্ট জীবন আহমেদ ভাইয়ের সাথে দেখা হয়েছিলো অবশ্য তেমন কথা বলার সুযোগ হয় নি। গতকালও জীবন ভাইয়ের সাথে আবারও দেখা হয়ে গেল। উনি আমাকে চিনতে পারেন নি, কেমন আছেন জিজ্ঞেস করতেই বেশ হাসি দিয়ে বললেন "ভালো আছি"। বিগত সেপ্টেম্বরে আল-জাজিরা থেকে প্রকাশিত ডকুমেন্টারিতে জীবন ভাইকে ফোকাস করা হয়েছিলো। ভিডিওটির ১ মিনিট ৪৯ সেকেন্ডের স্থির চিত্রে জীবন ভাইকে শাহবাগ চত্তরের একটি ওভার ব্রিজে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওখানটাতেই তার সাথে গতকাল আমার দেখা হয়েছে।
মজার বিষয় হলো, গতকাল করা আমার ভিডিটির ২৬ মিনিট ৪৪ সেকেন্ডও তাকে আমার ফ্রেমে দেখা গেছে লেবু বিক্রেতার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। চকলেট রংএর গেঞ্জি পরিহিত আর কাঁধে তার ক্যামেরার ব্যাগ। আমি অবশ্য তাকে তখন খেয়াল করিনি। আগামীতে দেখা হলো ভাই সাহেবের ফোন নাম্বার চাইবো। একদিন সময় করে তার সাথে বসে কিছু শেখার চেষ্টা করা আর কি! আন্দোলনের সময় তাদের ক্যামেরার মধ্যে দিয়েই পৃথিবী বাংলাদেশকে দেখেছে। কিছুটা সম্মানতো তিনি পেতেই পারেন। ধন্যবাদ।
 ৯ টি
    	৯ টি    	 +৩/-০
    	+৩/-০২|  ১১ ই মে, ২০২৫  রাত ৯:২৫
১১ ই মে, ২০২৫  রাত ৯:২৫
মেঠোপথ২৩ বলেছেন: ঐতিহাসিক এই সময়কে ধরে রাখার দারুন প্রয়াস। ভিডিওগুলো সুন্দরভাবে ধারন করেছেন।
  ১১ ই মে, ২০২৫  রাত ১০:২১
১১ ই মে, ২০২৫  রাত ১০:২১
ইফতেখার ভূইয়া বলেছেন: চেষ্টা করেছি যথাসাধ্য। অনেক ধন্যবাদ।
৩|  ১২ ই মে, ২০২৫  ভোর ৫:৪৮
১২ ই মে, ২০২৫  ভোর ৫:৪৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আপনার ক্যামেরার চোখ দিয়ে শাহবাগ দেখা হয়ে গেলো। দারুণ!!!
  ১২ ই মে, ২০২৫  রাত ১১:৪৪
১২ ই মে, ২০২৫  রাত ১১:৪৪
ইফতেখার ভূইয়া বলেছেন: সময় নিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ।
৪|  ১২ ই মে, ২০২৫  দুপুর ১:৫৭
১২ ই মে, ২০২৫  দুপুর ১:৫৭
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য , নিজেকে খুজছিলাম
  ১২ ই মে, ২০২৫  রাত ১১:৪৪
১২ ই মে, ২০২৫  রাত ১১:৪৪
ইফতেখার ভূইয়া বলেছেন: পেলেন?
৫|  ১৪ ই মে, ২০২৫  দুপুর ২:৫১
১৪ ই মে, ২০২৫  দুপুর ২:৫১
রাজীব নুর বলেছেন: ভালো কাজ করেছেন।
  ১৭ ই মে, ২০২৫  রাত ৮:১৩
১৭ ই মে, ২০২৫  রাত ৮:১৩
ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০২৫  সন্ধ্যা  ৬:৫০
১১ ই মে, ২০২৫  সন্ধ্যা  ৬:৫০
রাসেল বলেছেন: দলের কার্যক্রম নিষিদ্ধ করে চিহ্নিত অপরাধীদের নিরাপদে দেশ ত্যাগের ব্যবস্থা করার ফায়দা কি?