![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমে চটপট ৩টা ছবি দেইখা নেন। ছবি কথা কয়।
বিডিনিউস খুললেই এই ছবি দেখবেন
এরপর আরেকটা ছবি দেখেন
এই ছবি আরেকটা নিউজ এজেন্সী থেকে নেওয়া।
আরেকটা ছবি দেখেন (এইটা সহব্লগারের কাছ থিকা পাইছি, এখানে সাংবাদিকরা দৌঁড়াইতেছে)
বিডিনিউস স্পষ্টতই দেখাতে চাচ্ছে অনেক "বিশৃংখলাকারীর" বিপরীতে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্য আইন রক্ষা করছে। কিন্তু পরের ছবি থেকে স্পষ্ট হচ্ছে যে আসলে পুলিশ কতটা বেপরোয়া ছিল।
বাংলানিউস জানিয়েছে,
পুলিশের বেপরোয়া হামলা রেহাই পায়নি সমবায় ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা সাংবাদিকরাও।
সাংবাদিকরা জানিয়েছেন, কোনো ধরনের উস্কানি ছাড়াই ঠিক ১২টা ১৫ মিনিটে পুলিশ হঠাৎ সাংবাদিকদের লাঠিপেটা শুরু করে। এতে আমাদের অর্থনীতির মাসুদ, এবিসি রেডিওর সীমা ভৌমিক, শীর্ষ নিউজ’র মর্তুজা, প্রথম আলোর ওয়ারিসসহ সাত-আট জন সাংবাদিক আহত হন।
বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করলেও পুলিশ তাদের লাঠিপেটা করেছে। এতে অন্তত শতাধিক আহত হয়েছেন।
আর বিডিনিউসের সমগ্র নিউসের কোথায় এই খবরটাই খুজে পাবেন না যে পুলিশের কোনও বেপরোয়া আক্রমণ ছিল। তারা সগোত্রীয় সাংবাদিকদের উপ্রে এটাককে কাভার করেছে এভাবে,
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে র্যাব ও পুলিশ বিক্ষোভকারীদেরকে লাঠিপেটা করে রাস্তা থেকে সরিয়ে দেয়। এ সময় চার সাংবাদিকসহ ৯ জন আহত হয়।
সাম্প্রতিক সময়ে সুদখোর ইউনুসের ইজ্জত পাংচার করা সংক্রান্ত "ডীল" এর পর থেকেই বিডিনিউস এইরকম ভাবে বালের দালালী অত্যন্ত ল্যাংটা ভাবে করে আসছে. এই দালালীর ধিক্কার জানাই।
১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৩
প্রলেতারিয়েত বলেছেন: কারণ সরকার জনগণের ব্যাপারে মোটেই পরোয়া করছেনা। শুধু যারা তাদের ক্ষমতায় এনেছে তাদের স্বার্থসিদ্ধি হলেই সরকারের চলছে।
২| ১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২০
এবং আব্দুল্লাহ বলেছেন: এই ঘটনায় যদি আওয়ামীলীগের নূন্যতম লজ্জা থাকত তাহলে মন্ত্রিসভার পদত্যাগ করা উচিত। শুধু অর্থমন্ত্রী বা গভর্নর পদত্যাগ যথেষ্ট না। ইউরোপে বা ইউএসএ তে হলে এমনকি ইন্ডিয়ায় হলেও মন্ত্রীরা পদত্যাগ করত। হরতালে সমর্থন জানাই। মত-পথ ভূলে সকল শোক্তি হরতালে সমর্থন দিক।
১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৪
প্রলেতারিয়েত বলেছেন: অবশ্যই অর্থমন্ত্রী, এবং গভর্নরের পদত্যাগ করা উচিত। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আর ঘটেনাই
৩| ১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৬
পথিক মানিক বলেছেন: সারা জীবন কি আর বিদেশ করমু....কিছু টাকা এক বন্ধুর মাধ্যমে শেয়ার মার্কেটে বিনিয়োগ করছিলাম। এই বয়সে তো আর দেশে গিয়া চাকরি পামু না। ভাবছিলাম কিছু টাকা জমাইতে পারলে দেশে গিয়া পুরা পুরি এইটার উপরে দিয়া বাকী জীবন টা বউ - পোলা মাইয়া নিয়া কোনোমতে যদি দিন কাটান যা্য়...........এই অবস্হায় আমি তো ভাই পথের ফকির হইয়া গেলাম....আর কত বিদেশ করমু..........
১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৯
প্রলেতারিয়েত বলেছেন: ভাই আমার লোম খাড়া হইয়া গেল আপনার কথা শুনে। আপনার দোষ নাই। বাল ক্ষমতায় আসলে এরকম হয়ে থাকে। যার যা খাসলত। ৯৬ এর কথা মনে নাই? রেহানার স্বামী কি কেলেংকারী করছিল?
৪| ১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৭
নষ্টছেলে বলেছেন:
১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩০
প্রলেতারিয়েত বলেছেন: চলেন রাগটা কালকে রাস্তায় ঝারি। অনেক সহ্য করছি। সব কিছুর দাম বাড়ে আর শেয়ারের দাম কমে? মস্করা আরকি।
৫| ১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩১
জাওয়াদ হাসান বলেছেন: সাংবাদিকদের মেরে কি লাভ?? তারা তো আর আন্দোলন করছেন না।
১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৪
প্রলেতারিয়েত বলেছেন: ৭ নাম্বার কমেন্টটা আপনার জন্য
৬| ১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩২
ঢাকাই জোয়ান বলেছেন: বহু আগে থিকাই বিডিনিউস বাল এর দালাল। খালি একটু বাম্পন্থি তকমা লাগায় সুশীল সাজে মাঝে মইধ্যে। এগো মুখে থুহ
১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৫
প্রলেতারিয়েত বলেছেন: হুম। কথা সইত্য। এগো নিউস এখন থিকা দুইবার ভাবমু।
৭| ১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৩
ঢাকাই জোয়ান বলেছেন: জাওয়াদ হাসান বলেছেন: সাংবাদিকদের মেরে কি লাভ?? তারা তো আর আন্দোলন করছেন না।
আন্দোলন করলেই মারতে হবে? এটা কি ভায়া সামরিক শাসন নাকি বাল এদেশের সাধারণ বিনিয়োগ কারীদেরকে ফকিরনীর বাচ্চা মনে করে?
১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৫
প্রলেতারিয়েত বলেছেন: সহমত। বিনিয়োগকারীদের নায্য আন্দোলনে সহমত।
৮| ১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪২
মাসুদ রানা সাব্বির বলেছেন: যাদের কল্যানে এরা ক্ষমতায় এসেছে তাদের খুশী করলেইতো হলো। জনগনের ভোটে ক্ষমতায় এলে এরা ঠিকই জনগনের খবর রাখতো।
১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৬
প্রলেতারিয়েত বলেছেন: এরা খবর রাখতেসে তো। ঘরে ঢুইকা সর্বশান্ত কৈরা যাইতেসে।
৯| ১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৩
মাসুদ রানা সাব্বির বলেছেন: যাদের কল্যানে এরা ক্ষমতায় এসেছে তাদের খুশী করলেইতো হলো। জনগনের ভোটে ক্ষমতায় এলে এরা ঠিকই জনগনের খবর রাখতো।
১০| ১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৫
ক্লান্ত দুচোখ বলেছেন: লেখক বলেছেন: অর্থমন্ত্রী, এবং গভর্নরের পদত্যাগ করা উচিত!
কি যে বলেন! পদত্যাগ কারা করে??? যাদের বিন্দু মাত্র মান সম্মান থাকে! যাদের এতটুকু চিন্তা করার শক্তি আছে যে, "রিজাইন দিয়ে আত্মসম্মান নিয়ে বেচে থাকা এর চেয়ে অনেক ভালো"।
সব কডা চোর চোট্টা, ডাকাইত, বেজম্না, কসাই... কোটি কোটি টাকা খরচ করে সিট পাইছে(মন্ত্রী হইচে)। সেই টাকা পকেটে নেবে, আবার কবে না কবে সিট পায় তার ঠিক আছে?! এই চিন্তা করে, আগামী ১০বছরেরটাও কামাই করে নেবে, তার আগে কিসের পদত্যাগ??? মাথা খারাপ হইচে? এর জন্য ট্যাকা খরচ কইরা কেউ নির্বাচন করে, পদত্যাগ করতে? ফাগল!!!
বাইনচোদ গুলারে আমাগো সেবা করার জন্য নির্বাচিত প্রতিনিধি বানাইছি... আর বেজম্না গুলা... গরিবের রক্ত চুইষ্যা-চুইষ্যা খায়! আর ভাব লয় ঐডা ওগো বাব-দাদার সম্পত্তি!
বেজম্নাগুলারে তিনবেলা সংসদের ভিত্রে নিয়া লাইভ টেলিকাষ্ট কইরা, জুতাপিটা করা দরকার...
১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫১
প্রলেতারিয়েত বলেছেন: রাগে আগুন দিতে মঞ্চায়
১১| ১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২২
হাসান তারেক বলেছেন: জনস্বার্থে দেয়া এই পোষ্টের লেখকের সাথে একাত্বতা ঘোষনা করছি ।
তয় জানতে ইচ্ছা করে পোষ্টে মাইনাস দিলো কে ?????????
১২| ১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২৮
কবিরাজ শরীফুল ইসলাম বলেছেন:
বিডিনিউজ ২৪ কে ধিক্কার জানাই তারা শেখ হসিনার অনেক এজেন্ডা বাস্তবায়ন করতে সহযোগিতা করছে।
ডিজিটাল দালালীর অপর নাম বিডিনিউজ
১৩| ১০ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৩
ও.জামান বলেছেন: সুন্দর লিখেছেন। প্লাস। সম্প্রতি বিএসএফ এর হত্যাকাণ্ড নিয়ে পোস্ট দিয়ে আমি জেনারেল হয়েছি। আমার পোস্ট প্রথম পাতায় আসে না। তাই আপনার এখানে আমার পোস্টের লিংক দিচ্ছি-
শেয়ার বাজারে আবারো লুটপাট: যা ঘটেছে, যা করবেন, আর যা করবেন না।
১৪| ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১১
কাউছার ভূইয়াঁ বলেছেন: শেয়ার বাজারে মার্জিন ঋণের হার বৃদ্ধি করে দরপতন ঠেকানো যাবে না। বিস্তারিত । শেয়ার বাজারের উপড় অরো অনেক লেখা http://kbhuiyan.wordpress.com -এ পড়ুন।
সুন্দর একটা লেখা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৭
পাখা বলেছেন:
সরকারের দমননীতি কি পাবলিকের শত কোটি টাকার লস পোশাই দিতে পারবে..???
গত ডিসেন্বার থেকে মার্কেটের এই অবস্থা সরকার কেন চুপ থাকলো?????