নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অল্প অল্প করে জমানোর অনেকটা ব্যয় করে জিনিসটা কিনলাম । এগারো হাজার বাড়তি খরচ করব কিনা দ্বিধায় ছিলাম । শেষে মন মানল না । ব্যয় করেই ফেললাম বাড়তি এগারো হাজার ।
শার্পের এক টন সাধারণ মডেলের দাম ছিল আটান্ন হাজার টাকা । কিন্তু ব্যাক্টেরিয়া, ফাঙ্গাস বিদ্বেষী প্লাজমাক্লাস্টার আয়ন ফ্যাসিলিটি যুক্ত, সেলফ ক্লিন অপশন আর লো ওয়াটে (৮০০ এবং ৬০০) ব্যবহারের সুবিধাযুক্ত শার্প ইনভার্টার এক টন এসির দাম ৬৯ হাজার টাকা । এর আরো সুবিধা হচ্ছে বাচ্চা বা বুড়োদের জন্য প্যাসিভ এয়ার ফ্লো । বাতাস সরাসরি গায়ে না লেগে উপরের আর সামনের দেয়ালে প্রতিফলিত হয়ে ঘর ঠান্ডা করবে ।
উল্লেখ্য রুম সাইজ ১২ ফুট বাই ১০ ফুট । ছয়তলা বিল্ডিং এর তিন তলা । নিজেদের নিকট আত্মীয়ের মধ্যে ভাড়া নেওয়া বলে বাড়ি সহজে বদলাতে হবার আশঙ্কা কম ।
কতদিন প্রচন্ড গরমে পিঠ ঘামে একাকার হয়ে মাঝরাতে ঘুম ভেংগে গিয়েছে । আবার ঘুম আসতেও বেশ কিছু সময়ও লেগেছে । বিদ্যুৎ বিলের কথা ভেবে সেভাবে আর এসি কিনার কথা মাথায় আসেনি । কিন্তু এইবার বিদ্যুৎ বিলের চোখ রাঙ্গানি উপেক্ষা করে এসি কিনার সিদ্ধান্ত নিয়েই ফেললাম । প্রথমে চিন্তা ছিল কত কম দামে কিনা যায় ।
কিন্তু বাজারে গিয়ে দেখলাম যে এসিগুলোর দাম কম সেগুলো আবার অনেক ওয়াট খায় । একটাতে তো Rated input 2300 watt ও দেখলাম । শুনেছিলাম ওয়ালটন এসি দাম কম আর কম বিদ্যুৎ খায় । কিন্তু সামুতে একজনের বাজে অভিজ্ঞতা পড়ে সেমুখো হলাম না । এবার ইন্টারনেটে বিভিন্ন এসির ফিচার দেখা শুরু করলাম ।
এটা দেখে তো চক্ষু চড়কগাছ ঃ
শার্প ইনভার্টার এসি নাকি ৫০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে ?
Savings in Energy Cost in
Inverter ACs against Equivalent
Cooling Capacity in Normal Split
Normal Estimated Equivalent Estimated Yearly
AC Expense/ Inverter Expense/ Savings
Capacity Month Capacity Month in
(Rs.) (Rs.) Electricity
Bill (Rs.)
1.0 Ton 1254 0.8 Ton 514 4626
1.5 Ton 2571 1.1 Ton 696 6264
2.0 Ton 3960 1.5 Ton 1042 9378
তাদের এইসব হিসাবে প্রভাবিত হয়ে ৬৯ হাজারে কিনে ফেল্লাম শার্প ইনভার্টার AH-XP13NRV মডেল ।
তবে আমাদের এখানে বিলে স্ল্যাব সিস্টেম থাকার কারণে কতটুকু জুইত করা যায় কে জানে ?
## সামান্য মন খারাপ যে কারণে –
একটা জিনিস অজ্ঞতার কারণে চোখ এড়িয়ে গেল এসি কিনার আগে । সেটা হল অপারেটিং টেম্প্রেচার । আমার মডেলের ম্যানুয়েলে লেখা আছে বাইরের টেম্প্রেচার ৪৩ ডিগ্রি সেঃ এর উপরে হলে এসিটা নিজে থেকে সেফটি কনসার্নের জন্য বন্ধ হয়ে যেতে পারে । জেনারেলের এক মডেলে যেখানে অপারেটিং টেম্প্রেচার ৫০ ডিগ্রি সেঃ ।
তবে একজন আশ্বস্ত করছেন বা আমিও আবহাওয়ার হিস্ট্রিতে দেখলাম তাপমাত্রা অতটা উঠবে না মনে হয় ।
২| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮
প্রত্যাবর্তন@ বলেছেন: ৫০ জন পড়ল । কারো মতামত বা টিপস পাইলে ভাল হত
৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০
বাবা রান্জোরদাস বলেছেন: আমিও Sharp AC কিনেছি তবে ইনভারটার ছারা। ভালোই চলতেছে।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮
প্রত্যাবর্তন@ বলেছেন: যাক অবশেষে একজনের মতামত পাওয়া গেল । বস আপ্নের পোস্টে একটা প্রশ্ন রাখছিলাম। উত্তরের আশায় রইলাম ।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১
বাবা রান্জোরদাস বলেছেন: উত্তর দিলাম।আশা করি সব জানাতে পেরেছি। ধন্যবাদ।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২
প্রত্যাবর্তন@ বলেছেন: আপ্নাকেও অনেক ধন্যবাদ ।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯
পথেরহাট. বলেছেন: পোষ্টা নজরে রাখলাম। আপডেট দিয়েন। আমিও একটা কিনার কথা বিবেচনায় আছি। সমস্যা ঐ একটাই বিদ্যুৎ বিল!
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪
প্রত্যাবর্তন@ বলেছেন: ## এর ফিচারগুলো বেশ ভাল । কিন্তু ওই যে অপারেটিং তাপমাত্রা নিয়া ভাবিত আছি । গরম শেষে ওভারঅল একটা আপডেট মন্তব্যের ঘরে দেব । এর মাঝে অন্য কেউ কমেন্ট করলে সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেস্টা করব
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭
প্রত্যাবর্তন@ বলেছেন: গতকাল এসি চালানোর কোন প্রয়োজন ছিল না, আবহাওয়া ঠান্ডা ছিল । তবুও প্রথম দিন হিসাবে সখে চালিয়েছি । ৬০০ ওয়াটে ১৬ ডিগ্রিতে । দেড় ঘন্টা পর প্রচন্ড শীতে রাতে ঘুম ভেঙ্গে যায় । তার পর অফ করে ফ্যান চালিয়েছি ।
৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯
অদৃশ্য বলেছেন:
জনাব
এই গরমে বেশি বেশি এসির ঠান্ডা বাতাস খান... আর এদিকে আমরা লোডশেডিং আরো বেশি বেশি পড়ি....
এমনি বললাম... মজা করলাম... আমি বুঝতে পারছি যে এসি লাগানোর পরের সময়টা আপনি উপভোগ করছেন...
শুভকামনা...
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ ।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০
সুখী মানুষ বলেছেন: বাংলাদেশে ৪৩ ডিগ্রি তাপমাত্রা মনে হয় না হবে।
ভাই এসি'র কথা বউ মাঝে মাঝে মিনমিন করে বলে। আবর নিজেই বলে, নাহ থাক হাতে কয়টা থাকা ভালো।
হাতের জমানো টাকা খরচ করে এসি কিনতে ভয় হয়। এর পরের ধাপ হচ্ছে ইলেক্ট্রিক বিল।
কনগ্রাচুলেশন।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫
প্রত্যাবর্তন@ বলেছেন: দোয়া রাইখেন ভাই । যাতে বাইরে ৪৩ ডিগ্রির উপরে যাতে না উঠে ।
ভাবীর সম্মতি একদিন মিলবে আশা করি । কারণ গরম দিন দিন বাড়ছে ।
ইলেক্ট্রিক বিলের ব্যাপারে আমি ভোরবেলার দিকে একটু কিপটামি করব । ভোররাতে উঠলে তখন ফ্যান ছেড়ে দেখব চালিয়ে নেয়া যায় কিনা
৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০
সায়মন এ শুভ বলেছেন: টেম্পারেচার ২৬ এ রাখুন সবসময়। এর নিচে যাবার দরকার নেই। ইনভার্টার টেকনলজি খুবই আধুনিক। ভাল জিনিস কিনছেন।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০১
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার মূল্যবান পরামর্শ মনে থাকবে । ধন্যবাদ আপনাকে
৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫
বিদেশী গুপ্তচর বলেছেন: ইনভার্টার টেকনলজির কাজ কি??
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৮
প্রত্যাবর্তন@ বলেছেন:
While inverter air conditioners have a full-output operation mode, they drastically reduce energy consumption when used in energy-saving operation mode. This is thanks to inverter circuitry, which modifies and maintains room temperature by switching the compressor between high and low operation modes, instead of switching it on and off completely as non-inverter models do. The inverter model keeps the compressor running and simply reduces output when the room reaches the target temperature, enabling comfortable, even temperature control.
Saving Energy
Inverter air conditioners go into energy-saving operation mode immediately once the set temperature is achieved.Sharp,s inverter air conditioners reduce energy consumptionand increase performance efciency using highpower DCmotors for the compressor and outdoor fan, and a pulse linear expansion valve.
১০| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০
সায়মন এ শুভ বলেছেন: সাধারন কমপ্রেসর যতবার স্টারট হয় ততবার তার রেটেড কারেন্ট এর চেয়ে ৩ গুন বেশী কারেন্ট টানে। যতবার এই স্টারট স্টপ হতে থাকবে ততই আপনার বিল লাফিয়ে লাফিয়ে বাড়বে। আর ইনভার্টার টেকনলজির কাজ হল অনেকটা রেগুলেটরের মত। এটা কমপ্রেসরকে কখনই থামিয়ে দেবে না শুধু প্রয়োজন মত স্পীড কমাবে/বাড়াবে।
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
১১| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬
সব যদি আজ বদলে যেত বলেছেন: ভাই এক মাসে বিল কত আসছে?
১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:১৯
প্রত্যাবর্তন@ বলেছেন: ভাই জুন মাস শেষ হইলে জানাবনে । জুন মাসে প্রতিদিন ব্যবহার করতেছি তো । এই মাসেরটা বললে আপনার সুবিধা হবে ।
১২| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৩২
সব যদি আজ বদলে যেত বলেছেন: ভাই আগের মাসেরটাই বলেন। আমি এই মাসেই কিনতে চাচ্ছি।
১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৭
প্রত্যাবর্তন@ বলেছেন: আগের মাসে আমি যে যে দিন গুলিতে ব্যবহার করেছি তা মূলত রাতে - ১১.৩০ থেকে ভোর ৫.০০ (টাইমার দিয়ে রাখি অফ হয়ে যায়, এরপর ঘন্টাখানেক ঘুমাতে অসুবিধা হয় না)। ছুটির দিনে তার পরও ঘুমালে ৬.৩০/৭ টার পর ফ্যান ছেড়ে ঘুমাতাম । আমার বাসা ছয়তলার মধ্যে তিন তলায় হওয়াতে ছাদের গরম পাই না । দিনের বেলায় চেস্টা করি এসি না চালাতে, তার পরও দু তিনদিন চালিয়েছি । রাতে বিশ দিন ধরে যদি হিসাব করি তাহলে দাঁড়ায় = ৬০০ ওয়াট * ৫.৫ ঘন্টা * ২০ দিন = রাফলি ৬৬ ইউনিট প্লাস টুকটাক দুই তিনদিন দিনের বেলা। আমি দেখলাম যে আগের মাসে তার পূর্ববর্তি মাসের তুলনায় ৭৪ ইউনিট বেশি আসছে । এটা অন্য কিছু বেশি ব্যবহারের কারণেও হতে পারে।
# জুন মাসে মনে হয় এখন পর্যন্ত সম্ভবত প্রতি রাতেই ব্যবহার করেছি । এখন গরম বেশি বিধায় আমি যে টেকনিকটা অবলম্বন করি প্রথমে ফুল পাওয়ারে (১২০০ ওয়াট) ষোল ডিগ্রিতে আধা ঘন্টা চালাই । তারপর ওয়াট কমায় দেই । গরম বেশি বিধায় লো ওয়াট নির্বাচনের ক্ষেত্রে জুন মাসে ৬০০ এর পরিবর্তে ৮০০ ওয়াট দেই = ৮০০ ওয়াট * ৫.৫ ঘন্টা * ৩০ দিন = রাফলি ১৩২ ইউনিট । সাথে দিনের বেলা কিছু খরচ যোগ হবে ।
# গভীর রাতে মাঝে মধ্যে কারেন্ট গেলেও মনে হয় তিরিশ/চল্লিশ মিনিটের মধ্যে এসে পড়ে। তখন ফ্যান চালানোর দরকার পড়ে না । ইন্টারনেটে পেয়েছি যে এসির সাথে ফ্যান চালালে লো ওয়াটে চালিয়ে এসির বিদ্যুৎ সাশ্রয় করা যায় কারণ ফ্যান ঠান্ডা বাতাসটা আরো বেশি সার্কুলেট করে । তবে আমি ট্রাই করিনি কারণ আমি সিউর না ফ্যান চালালে এসির ক্ষতি হবে কিনা ।
# আপনি যে এসিই নেন না কেন কারেন্ট যেহেতু বেশি আসা যাওয়া করে, তাই অটো রিস্টার্ট সুবিধা আছে কিনা দেখে কিনবেন ।
১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩০
প্রত্যাবর্তন@ বলেছেন: উল্লেখ্য যে, কোন কোন দিন ফ্যানে কাজ চল্লেও ইচ্ছা করেই এসি চালায়ে ঘুমায়েছি । প্রথম প্রথম তো, একটু বদঅভ্যাস তো থাকতেই পারে কী বলেন !!
১৩| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৮
সব যদি আজ বদলে যেত বলেছেন: ধন্যবাদ ভাই।
১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৮
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনাকেও স্বাগতম ।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩
প্রত্যাবর্তন@ বলেছেন: শার্প ইনভার্টার AH-XP13NRV এর Rated input ১১৫০ ওয়াট