নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..।

প্রত্যাবর্তন@

০০০০

প্রত্যাবর্তন@ › বিস্তারিত পোস্টঃ

মডেল ফড়িং, ধলেশ্বরী রিসোর্ট, নদী ভাংগন, পদ্মা রিসোর্ট ঃএকটি ছবি ব্লগ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৬



দুই ফুটের মতন দূর থেকে ছবি তুলা হচ্ছে । ফড়িংটার নড়নচড়ন নেই । যেন মডেলিং করছে সে ।





ঢাকার কেরানীগঞ্জের ১ নং ধলেশ্বরী সেতুতে উঠবার মুখে বামের রাস্তায় গাড়ি দিয়ে সাত/আট মিনিট গেলে ধলেশ্বরী রিসোর্ট । ফ্যামিলি পিকনিক স্পট হিসেবে মন্দ নয় । ছোট ছোট কটেজ আছে। খুচরো ভাবে গেলে জন প্রতি বিশ টাকা আর প্রাইভেট কার পার্কিং এর জন্য পঞ্চাশ টাকা ।




ফুল বাগান এর সৌন্দর্য বাড়িয়ে তুলেছে ।














মাওয়া ঘাট থেকে নয়/দশ কিলোমিটার দূরে মুন্সীগঞ্জের লৌহজং থানায় পদ্মা রিসোর্ট । সামান্য নদী পার হতে হয় । রিসোর্টের নৌকায় নদী পারাপার ও রিসোর্টের ভিতরে ঘুরাঘুরি বাবদ চারজনের জন্য নিল দুশো টাকা । কটেজে রাত্রি যাপনের জন্য আগে থেকে বুকিং করে নিতে হয় ।
















নদী ভাংগনের ফলে মাওয়ার একটি ঘাট বন্ধ হয়ে গেছে । নদী ভাংগনের স্বাক্ষরঃ



মন্তব্য ৭২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

১১স্টার বলেছেন: চমৎকার

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

প্রত্যাবর্তন@ বলেছেন: ধন্যবাদ ও স্বাগতম ।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

শায়মা বলেছেন: মডেলটাই সবচাইতে বেশি সুন্দর!:)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

প্রত্যাবর্তন@ বলেছেন: হুম । আমারও স্পেশাল পছন্দ ওটা ।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩

সায়েদা সোহেলী বলেছেন: শায়মা বলেছেন : মডেল টাই সবচাইতে বেশি সুন্দর !! ।সত্যিই তাই :)

ছবিগুলো দেখে মন ভালো হয়ে গেল . , একলা পাখি টাও ভালো লেগেছে +

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩

প্রত্যাবর্তন@ বলেছেন: :D :D

ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল ।

হুম আমাদের নিজস্ব একান্ত একাকীত্বের কথা মনে করিয়ে দ্যায় ।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
বিউটিফুল !

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

প্রত্যাবর্তন@ বলেছেন: ব্যাপক ধইন্যা ।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩

মামুন রশিদ বলেছেন: ঘাস ফড়িংয়ের ছবিটা অনবদ্য ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১

প্রত্যাবর্তন@ বলেছেন: অনেক ধন্যবাদ ।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

বশর সিদ্দিকী বলেছেন: ভাল ছবি তুলেছেন। কিচু স্ইভ করে রাখলাম ওয়ালপেপারের জন্য।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০

প্রত্যাবর্তন@ বলেছেন: সম্মানিত বোধ করছি ।

সামুর ছবি আপলোডের সিস্টেমে একটি ছবি ৫০০ কেবির বেশি হলে আপলোড করা যায় না । আমার ছবিগুলো দুইবার কম্প্রেস/রিসাইজ করতে হয়েছে । সেক্ষেত্রে ছবিগুলোর ভাল রেজুলেশন আপনি পাবেন কীনা আমি সন্দিহান ।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: ফুল, পাখি , কটেজ, নদী সবই ভালো লাগলো ! তবে নদী ভাঙনের ফলে যে দুর্দশা মানুষগুলোর হয়, তার জন্য পুনর্বাসন জরুরী একটা ব্যাপার ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৪

প্রত্যাবর্তন@ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

আপনি জরুরী একটা কথা বলেছেন । কিন্তু সেখানকার দোকানদার, মানুষ, ঘাটের লোকদের চোখে যে শূন্যতা দেখলাম তাতে সরকারী উদ্যোগহীনতার অসহায়ত্বই দেখলাম যেন ।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আমারো মডেল বেশি ভাললাগছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

প্রত্যাবর্তন@ বলেছেন: আমারও স্পেশাল পছন্দ ওটা ।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৫

এহসান সাবির বলেছেন: চমৎকার সব ছবি। শুভেচ্ছা।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

প্রত্যাবর্তন@ বলেছেন: আনন্দিত হলাম । শুভকামনা ।

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! খুব চমৎকার তো! কিভাবে যাওয়া যায়!!! রাতে থাকার ব্যবস্থা আছে কি? কোন যোগাযোগ নাম্বার!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

প্রত্যাবর্তন@ বলেছেন: ঢাকা থেকে ধোলাইরপার বা জুরাইন দিয়ে আসলে পোস্তগোলা ব্রীজ দিয়ে মাওয়ার দিকে যে সড়ক পথ গিয়েছে তার দিকে প্রথম ধলেশ্বরী সেতুতে উঠবার মুখে বামের রাস্তায় খানিক গেলে ধলেশ্বরী রিসোর্ট ।

পদ্মা রিসোর্ট ঃ

আমি এখন ফোনে একজনের সাথে কথা বলে জেনেছি, পদ্মা রিসোর্টে যদি বৃহস্পতি বার বিকালে ইন করে শনিবার বিকালে আউট হোন , তাহলে প্রতি কটেজ সাত হাজার টাকা। অর্থাৎ দিন প্রতি সাড়ে তিন পড়ছে । অন্যান্য দিন কেমন রেট জানা নেই। উনাকে আমি কন্টাট নম্বর এসএমএস করতে বলেছিলাম, এখনো পাইনি । যাইহোক, নেটে এই কন্টাক্ট ইনফো পেলাম

Please Call For Any Information from 10:00am to 6:00pm Except Holiday

Contact Person:
S.M. Nazrul Islam
General Manager
Mobile : 01712-170330, 01752-987688
Telephone : 8752617
Dhaka Office : Road#19/B, House#289 (Ground Floor),
New DOHS, Mohakhali, Dhaka-1206,Bangladesh.
Email: [email protected], [email protected]

http://www.padmaresort.net


উল্লেখ্য যে খাবার খরচ হল নিম্নরূপ (জন প্রতি)

সকালের নাস্তা ১০০/-
দুপুর ৪০০/-
রাত ৪০০/-

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

প্রত্যাবর্তন@ বলেছেন: আর পদ্মা রিসোর্টে যাবার আইডিয়া তো বোধহয় পেয়েছেন । ঢাকা থেকে মাওয়া গোল চক্কর পৌঁছে তারপর নয়/দশ কিলোমিটার যেতে হবে মুন্সীগঞ্জের লৌহজং থানার উদ্যেশ্যে । তারপর সামান্য নদী পার ।

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

এম মশিউর বলেছেন: ফড়িং টাই বেশি সুন্দর হয়েছে।। B-)

ভালো লাগলো।।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

প্রত্যাবর্তন@ বলেছেন: ধন্যবাদ জানুন অজস্র ।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার ছবি ব্লগ+++++++ রইল। অনেক সুন্দর ছবিগুলো।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

প্রত্যাবর্তন@ বলেছেন: বেশ আনন্দিত হলাম । ধন্যবাদ অজস্র ।

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
দুর্দান্ত ছবি ব্লগ।

ভাল লাগা রেখে গেলাম।
+++

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

প্রত্যাবর্তন@ বলেছেন: বেশ উৎফুল্ল হলাম । যদিও জানিনা আপনাদের এই অকৃপণ প্রশংসার আমি যোগ্য কি না ।

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫১

আমিনুর রহমান বলেছেন:




অসাধারন ও অনন্য +++

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

প্রত্যাবর্তন@ বলেছেন: :!>

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৪

খাটাস বলেছেন: ভাল লাগছে। শেষের দশ টা বেশি সুন্দর.।.।।
প্লাস।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

প্রত্যাবর্তন@ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন যত সব ছবি
সুন্দর প্লাস
প্রকৃতির করুন দশা
ভাঙনের সর্বনাশ ।।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

প্রত্যাবর্তন@ বলেছেন: মন্তব্যটি বেশ লাগল ।

১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
ব্লগের আপলোডার দিয়ে ছবি দেয়াতে কিছু সমস্যা/লিমিটেশানস আসে।ইমগুর ইউজ করেন ||

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

প্রত্যাবর্তন@ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । নেক্সট টাইম ইমগুর দিয়ে দেখবোনে ।

১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

মাহমুদ০০৭ বলেছেন: দারুণ ত ভাই ! ফরিং এর পিক সবচেয়ে ভাল লাগছে বেশি ।
ভাল থাকুন ভাই , শুভকামনা রইল নিরন্তর ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

প্রত্যাবর্তন@ বলেছেন: ভাল লেগেছে জেনে আমিও খুশি হলাম ।

আপ্নিও ভাল থাকবেন । সুস্থ থাকবেন - এই কামনায় ।

১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

সায়েম মুন বলেছেন: নাইস। খুব ভাল লাগলো।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

প্রত্যাবর্তন@ বলেছেন: স্বাগতম । একরাশ ধন্যবাদ ।

২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৯

প্রত্যাবর্তন@ বলেছেন: আপ্নাকেও অনেক ধন্যবাদ ।

অবশেষে সেই এসএমএসটি আসিয়াছে ।

জনাব সাবুন , উনি রিসোর্টে টুরিস্টদের দেখভাল করার দ্বায়িত্বে আছেন ঃ ০১৭২১১২৭৮০৬

২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। কখনও হয়তো যাবো।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২২

প্রত্যাবর্তন@ বলেছেন: ভাল লেগেছে জেনে আমারও ভাল্লাগ্লো ।

২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৬

অদৃশ্য বলেছেন:





ছবিগুলো চমৎকার হয়েছে... ফড়িং কটেজ ঘাস ফুল বাগান কাশফুল নদী ... আহ্‌ মনোরম... অত্যন্ত সুন্দর দৃশ্য... মনে প্রশান্তি আনে

কটেজের বাইরের বারান্দা থেকে বাইরের দৃশ্যটা সম্ভবত অনেক অনেক সুন্দর... সকাল বা পড়ন্ত বিকেল বা জোনাকের সাঁঝ বা ভরা নক্ষত্রের রাত... অনন্য সাধারণ...

আচ্ছা পদ্মা রিসোর্ট কি ঢাকা থেকে নবাবগঞ্জ যাবার পথেই কোথাও পড়ে নাকি ? সম্ভবত এই জায়গাটা আমি দেখেছি( বাইরে থেকে, বাসে যেতে ) নবাবগঞ্জ জাবার পথে... আমার ভুল ও হতে পারে...


প্রিয় প্রত্যাবর্তনের জন্য
শুভকামনা...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

প্রত্যাবর্তন@ বলেছেন: আমাদের একদিনের এই ভ্রমণ আসলেই প্রশান্তিদায়ক ছিল ।

হুম, কটেজে থাকতে পারলে জ্যোৎস্নারাত, কিংবা ভোর কিংবা সাঁঝবেলা দেখবার অনুভুতি আসলেই চমৎকার হত ।

ভাল থাকবেন ।

২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

অদৃশ্য বলেছেন:





তার মানে আমার ভুল হয়েছে... নবাবগঞ্জে যাবার সময়ে রাস্তার পাশে ওমন ফাঁকা জায়গা চোখে পড়তো... একটি নদীও পার হতে হয়... কি নদী যে?

আমি সম্ভবত গুলিয়ে ফেলেছি...

৩৫০০ টাকার কটেজ... অনেকটা বেশি... আরও অনেকটা কম হওয়া দরকার ছিলো...

শুভকামনা...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

প্রত্যাবর্তন@ বলেছেন: কি জানি গুলিয়েছেন কীনা ?

বুড়িগঙ্গা ২ সেতু দিয়ে নবাবগঞ্জ যেতে হয় । আর আমরা গিয়েছি বুড়িগঙ্গা ১ সেতু পোস্তগোলা সেতু দিয়ে মাওয়া গোল চক্কর হয়ে মুন্সীগঞ্জের লৌহজং ।

কটেজ ভাড়া বেশি হবার একটি কারণ হতে পারে সেখানে পুরো বিদ্যুৎ ব্যবস্থা জেনারেটর ভিত্তিক । আবার বড় ডিসের রিসিভারও দেখলাম, হয়ত টিভি টুভি দেখার ব্যবস্থা আছে ।

দুপুর ও রাতের খাবারের দাম বেশি মনে হল আমার কাছে - জন প্রতি ৪০০ টাকা ,দুই বেলায় জন প্রতি আটশ বেরিয়ে যায় । শুনেছি বুফে ধাঁচের , কিন্তু আমার মতে বেশি খাবার অপশন না রাখলেই তো খাবারের দাম কমে আসত ।

২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

জুন বলেছেন: এই ফড়িংগুলো আর দেখিনা এখন ঢাকা শহরে :( অসম্ভব ভালোলাগলো আপনার ছবি ব্লগ কারণ এ আমার দেশ।
+

@ অদৃশ্য যে ব্রীজটা পার হয়েছেন বাসে করে তার একটার নাম ইছাখালী ব্রিজ। আর নবাবগঞ্জের পাশ দিয়ে যে নদী সেটা আমার ধারনা ইছামতী নদী।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

প্রত্যাবর্তন@ বলেছেন: একগুচ্ছ ধন্যবাদ আপনার জন্য ।

আসলেই ! শহুরে যান্ত্রিক ব্যস্ততায় ফড়িং গুলো হারিয়ে গেছে যে আজ কোথায় !

ইছামতি নদী দেখতে মন চায় ।

২৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

অদৃশ্য বলেছেন:





@ জুনাপু

নবাবগঞ্জ যেতে একটি নদী পার হতে হয়, আমি যখন গেছি সেই নদীটি পার হবার জন্য ফেরি ব্যাবহার করেছি... বেশ ক'বছর আগের ঘটনা, তখন অবশ্য সেই নদীর উপর ব্রীজের কাজ শুরু হতে দেখেছিলাম...

আবার নবাবগঞ্জ বাজারের পেছনেই একটি নদী আছে... সম্ভবত সেই নদীটাই এঁকে বেঁকে চলে গ্যাছে... আমি শিওর না যে আপনি কি সেই নদীটির কথাই বলছেন... নাকি অন্য কোন ( এই নদীর আগে আর বুড়িগঙ্গার পর আর কোন নদী পার হতে হয় কিনা ঠিক মনে পড়ছে না... স্মৃতি ক্ষয় হয়ে গ্যাছে...


প্রিয় প্রত্যাবর্তন... বিরক্ত হচ্ছেননাতো...

শুভকামনা...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

প্রত্যাবর্তন@ বলেছেন: বিরক্ত !?!

প্রশ্নই ওঠে না ।

বরং কস্ট করে এই যে আপনি বারবার আমার নগন্য ব্লগে উপস্থিত হচ্ছেন, এতে করে আপনি বারংবার আমাকে আনন্দের উপলক্ষ্য তৈরি করে দিচ্ছেন ।

২৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

দুঃখী__ বন্ধু বলেছেন: খুব সুন্দর । ফিংগের ছবিটা সবচেয়ে সুন্দর ।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৮

প্রত্যাবর্তন@ বলেছেন: অনুপ্রাণিত হলাম অনেক । কৃতজ্ঞতা জানুন ।

২৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৭

আরজু পনি বলেছেন:

দৃশ্যগুলো সুন্দর...আপনার ছবিতোলার হাত্ও অনেক ভালো ।
পদ্মার ভাঙনটা যেই পাশে আমরা মিস করেছি সেটা...গিয়েছিলাম দেড় মাস আগে...

কি ক্যামেরা দিয়ে তুলেছেন, জানতে ইচ্ছে করছে ...

শুভকামনা রইল প্রত্যাবর্তন@

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৯

প্রত্যাবর্তন@ বলেছেন: ধন্যবাদ । অনেক ধন্যবাদ ।

প্যানাসনিক লুমিক্স ডিজিটাল ক্যামেরা।

ভাল থাকবেন ।

২৮| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১

অদৃশ্য বলেছেন:





খুব ব্যাস্ততা যাচ্ছে নাকি? সময় পেলে নতুন লিখ দিন... একটু খোঁজ খবর নিই...


শুভকামনা...

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৬

প্রত্যাবর্তন@ বলেছেন: bangla asche na keno jeno. ei khoj khobor neya priyo onuvutir anondo dey . achi ek rokom ;

valo thakben

২৯| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৬

কস্কি বলেছেন: মাওয়ার পুরাতন ফেরীঘাটতো আগেই বিলীন হয়েছে!!!

কয়েকদিন আগেই শুনলাম, বর্তমানে আগের ঘাটের যেইটুকু আছে সেইটুকুরও নাকি ভয়াবহ অবস্থা!! :( (যদিও আজকেই মাওয়া যাওয়ার কথা ছিলো!!, আলসেমির কারনে আর যাওয়া হলো না :!> )


আর পদ্মা রিসোর্টেও কখনো যাওয়া হয় নাই :(,

আপ্নার কল্যাণে ছবি দেখা হলো, তাতেই সই!!! B-)

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮

প্রত্যাবর্তন@ বলেছেন: হুম । আপনি ঠিকই শুনেছেন ।

আলসেমি না করে ঘুরে আসুন । ভাল্লাগবে । আর ইলিশ ভাজা খাবার কথা না বল্লেই নয় ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩০| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৯

অদৃশ্য বলেছেন:





বুঝতে পারছি নতুন লিখা ইচ্ছে করেই দিচ্ছেন না... কেন ?


শুভকামনা...

৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২০

প্রত্যাবর্তন@ বলেছেন: ** না লিখার আলসেমিরও এক অন্যরকম সুখ আছে -এটা একটা কারণ

** আরও কিছুটা কার্যকারণ জীবনানন্দ ভাল বলে গিয়েছেন

আলো — অন্ধকারে যাই — মাথার ভিতরে
স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে!
স্বপ্ন নয় — শান্তি নয় — ভালোবাসা নয়,
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়!
আমি তারে পারি না এড়াতে
সে আমার হাত রাখে হাতে;
সব কাছ তুচ্ছ হয়, পন্ড মনে হয়,
সব চিন্তা — প্রার্থনার সকল সময়
শূন্য মনে হয়,
শূন্য মনে হয়!
~~~~~~~~~~~~~~

৩১| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৩

অদৃশ্য বলেছেন:





প্রিয় প্রত্যাবর্তন

জীবন বাবুরা বলে যান... আমরা ক্রমে ক্রমে তা বুকের গভীর থেকে অনুভব করি... তারপর চড়িয়ে দিই...


শুভকামনা...

৩২| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৪

অদৃশ্য বলেছেন:






_____ ছড়িয়ে দিই _____

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫০

প্রত্যাবর্তন@ বলেছেন: ধন্যবাদ, আবারো কস্ট করে এলেন । আমি ওটা বুঝে নিয়েছিলাম।

৩৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

আরজু পনি বলেছেন:
নতুন লেখা পড়তে এসেছিলাম, না পেয়ে মন্তব্য না করেই ফিরে যাচ্ছি /:)

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০১

প্রত্যাবর্তন@ বলেছেন: কিচ্ছু ভাল্লাগে না ।

৩৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

অদৃশ্য বলেছেন:





না ভালোলাগাটা একটা দুর্দান্ত অনুভুতি... এই না ভালোলাগাটার একটি সঠিক ব্যবহার কিভাবে করা যায় সেটা নিয়ে ভাবেন আর প্রয়োগ করেন... দেখবেন না ভালোলাগার মুহূর্তগুলো বদলাচ্ছে...

প্রিয় প্রতাবর্তন
আপনার অনিয়মিত হওয়াটা ভালো চোখে দেখছিনা... আপনার নতুন কোন লিখাতে নিজের ভাব প্রকাশ করতে পারছিনা বলে আফসোস হচ্ছে...

শুভকামনা...

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৩

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনি ইমো পছন্দ করেন না জেনেও আমি ইমোর পিছনে লুকাতে চাইছি

:| :|

৩৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

স্বপনচারিণী বলেছেন: আমি স্পষ্টভাষী না। সাহসও কম। তবে ব্লগার 'নাতিশীতোষ্ণ'র ব্লগে আপনি যা যা মন্তব্য করেছেন আমি সমর্থন করি। আপনার সাহস দেখে শ্রদ্ধা চলে এলো। উনার উচিৎ উনার পছন্দ নিজের ভিতরে লালন করে প্রকৃতির সৌন্দর্যে মনোনিবেশ করা। কারন এসবই আল্লহর পবিত্র সৃষ্টি .........প্রতিটি ছবিই অপূর্ব।

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

প্রত্যাবর্তন@ বলেছেন: নিজের বোকামি বুঝতে পারছি । কথায় আছে না মূর্খের সাথে তর্ক করতে যেও না । উনি উনার সেই লেখায় লিখেছেন

"বর্তমানের ছেলেমেয়েদের ফ্রেন্ড কালচারটা এমন, একটা ছেলে একটা মেয়ের সাথে হাত ধরাধরি করে হাটছে, একজনের অপরজনের কান মলে দিচ্ছে কিংবা মাথায় চিমটি কাটছে। কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের মাঝে কি চলছে? সাথে সাথে অকপট জবাব, আমরা জাস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে ওসব নোংরা কোন ফিলিংস কাজ করে না। আচ্ছা ভাই, তাহলে তুমি কি নপুংসক? ফিলিংস কাজ করে না, মানে কি? ইসলাম ধর্ম বা মনোবিজ্ঞান, যেভাবেই যুক্তিতে যাও, প্রমাণিত হবে, তুমি একজন ডাহা মিথ্যাবাদী নাহয় একজন খাঁটি নপুংসক ।"

তো উনি আবার বলছেন উনি উনার ছেলে মেয়েকে কো এডুকেশনে পাঠাবেন হিজাব সমেত । তো এমন কোন হিজাব সিস্টেম আছে নাকি যা কাউকে নপুংশক করে দেবে, ফিলিংস অফ করে দেবে । আর কেউ এসে নিযে নিজে দাবি করলেই তো হবে না সে খাটি ধার্মিক ব্যক্তি ।কো এডুকেশনে পাঠালেই তো উনার কথামত ফিলিন্স কাজ করার কথা । সেইক্ষেত্রে উনি খাঁটি ঈমানদার হলে সামান্যতম অসুবিধা হতে পারে এমন বিষয় উনার পুরোপুরি পরিহার করাই উত্তম ছিল ।

৩৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

প্রত্যাবর্তন@ বলেছেন:

৩৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩২

প্রত্যাবর্তন@ বলেছেন: আমার ব্যান তুলে নেয়া হয়েছে । মডুকে শুকনো ধনে পাতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.