![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর হউক এই পৃথিবী এবং পৃথিবীর মানুষ। মানব হউক মানবিক।আমি সাধারণ অর্ধেক শিক্ষিত মানুষ, কিছু নেই আমার পরিচয়। জীবনে চলার পথে শিখি অবস্থা দেখে বুঝি,আমার শখ লেখালেখি করা, তাই করতে চেষ্টা করি।
একটি কল্পনার পদচিহ্ন
এক শীতের সকাল আমি হাটছি একা কারো পদচিহ্ন অনুসরণ করে,
কুয়াশায় ঘাসের শিশির বিন্দু গুলো পায়ের চাপে অনেকটা ছায়া ছায়া অস্পস্ট
তবে বুঝতে কষ্ট হয়নি যে, কোন রমনীর হৃদয়ের লালিত কষ্টের চাপ।
আমিও আস্তে আস্তে হাটছি সম্মুখে,খুজছি তাকে একটু খানি দেখবে বলে,
যতো হাটছি ততোটা বিস্ময়, দেখছি অনেকগুলো পায়ের চিহ্ন ছোট বড়,
কিছু ঘাসের করুন কষ্ট দেখে মনে হল, পথিক মাড়িয়েছে এই পথ তার লম্বা আঁচলের চাপে,
তার আঁচলের আঁকা অনেকগুলো অলস চিহ্ন শিশিরে ভিজা ঘাসে,
যা সেই অনেক কষ্টে বহেছে, এই কনকনে শীতে।
তার ধীর গতিতে চলা আত্নঘাতি পায়ে পিষ্ট এই করুন চাপ,যা সেই কষ্টে করেছে বরণ।
কি হয়েছে এই সকালে?
খুব জানতে ইচ্ছে করছে তাকে, যে হেঁটেছে এই পথে, এতো কষ্ট করে!
কিবা ছিল তার মনের ব্যথা,কোন অজানায় তাকে চিবিয়ে খেয়েছে
কি যন্ত্রনায় বহে চলছে এই অজানা পথে!
আমিও হাঁটছি আর হাঁটছি দেখছি পদচিহ্ন, খুজে পাচ্ছিনা তাকে!
তবুও করছি ছায়াকে অনুসরণ, অপেক্ষা করছি তার সাক্ষাতের, কি ছিল তার অসহায়ত্ব,
আমিও তার মতো এক অসহায় বলে ভাবছি
সময়কে করছি পার একটু একটু করে শুধু রক্তিম সূর্যের অপেক্ষায়!
যে সূর্য মুছে দেবে এই চিহ্ন।
কিছু সময় পর সূর্যের প্রখরতায় আস্তে আস্তে বিলীন হচ্ছে সেই পদচিহ্ন,
আমিও হারাচ্ছি পথ, সূর্যের আলোয়।
যে পথ অনুসরণ করেছি সেই কাক ডাকা ভোঁরে,
কে ছিল সেই? কোথায় হারিয়েছে পথ? কোথায় গিয়েছিল? কোথায় সেই হারিয়েছে সম্ভ্রম?
আমিও আর যাইনি ঐ পথে তাকে খুজবো বলে,
কেউ না কেউ হয়তো অনুসরণ করছে আমার মতো আমার পদচিহ্ন, আমাকে আপন ভেবে ভালোবেসে।
আমিও হারিয়েছি অনেক সকাল, হারিয়েছি সকালে শুভ্রতা,কাটিয়েছি একাকি সময়,
সেই সময় তুমিও দেখোনি আমায়, বলোনি আমায় এসো হাতে রাখি হাত
কতো অজানা শঙ্কায় কেটেছে তখন প্রতিটি রজনী, প্রতিটি প্রহর
আজ এই শীতের সকালে সেই পদচিহ্ন বুঝিয়ে দিলো
আমি একা নয়,
সকালের সেই পথিক আরো আছে অনেকেই, তারা কষ্টকে নিয়ে করছে যাপন
না জানি কত দুঃখ নিয়ে হেঁটেছে এই পথ,কাটিয়েছে এই দুঃসময়,
বুঝতে দেয়নি তার জীবনের গুচ্ছিত যতো ব্যথা।
প্রতিটি সকাল আসে যায়, আমিও হই বেখেয়ালি, আনমনা
সেই সকাল আজো কাঁদায় স্মৃতিতে, হয় হৃদয়ে রক্তক্ষরণ।
ছবি নেট থেকে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১
প্রথমকথা বলেছেন:
চাঁদগাজী ভাই, খুব সুন্দর কথা বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল লাগল আপনাকে দেখে।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
তৃতীয় পক্ষ বলেছেন: আমিও আর যাইনি ঐ পথে তাকে খুজবো বলে,
কেউ না কেউ হয়তো অনুসরণ করছে আমার মতো আমার পদ চিহ্ন, আমাকে আপন ভেবে ভালোবেসে।
ভাল লাগল।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
প্রথমকথা বলেছেন:
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। অশেষ ধন্যবাদ কবি।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: প্রতিটি সকাল আসে যায়, আমিও হই বেখেয়ালি, আনমনা
সেই সকাল আজো কাঁদায় স্মৃতিতে, হয় হৃদয়ে রক্তক্ষরণ।
খুব লিখেছেন, ভাললাগা জানবেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
প্রথমকথা বলেছেন:
প্রিয় কবি,শুভেচ্ছাসহ শুভ কামনা। মন্তব্যে প্রীত হলাম।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৩
বিজন রয় বলেছেন: একটি কল্পনার পদ চিহ্ন
পদচিহ্ণ একসাথে হবে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৩
প্রথমকথা বলেছেন: ধন্যবাদ দাদা। খুব উপকৃত হলাম।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৪
বিজন রয় বলেছেন: প্রতিটি সকাল আসে যায়, আমিও হই বেখেয়ালি, আনমনা
সেই সকাল আজো কাঁদায় স্মৃতিতে, হয় হৃদয়ে রক্তক্ষরণ।
মানুষের মনে প্রেম আছে বলেই এসব হয়।
হবেই।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৪
প্রথমকথা বলেছেন:
খুব সুন্দর করে গুছিয়ে মন্তব্য করেছেন, অনুপ্রাণিত হলাম। অশেষ ধন্যবাদ।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১০
মেহেদী রবিন বলেছেন: মানবিক ভালোবাসা ছড়ানো ছিটানো।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৩
প্রথমকথা বলেছেন: খুব সুন্দর বলেছেন, কবিতা পাঠে মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাললাগা জানবেন।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৯
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩
প্রথমকথা বলেছেন: কবিতা পাঠে মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় মনিরা সুলতানা। মন্তব্যে খুব অনুপ্রাণিত হলাম।
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: প্রতিটি সকাল আসে যায়, আমিও হই বেখেয়ালি, আনমনা
সেই সকাল আজো কাঁদায় স্মৃতিতে, হয় হৃদয়ে রক্তক্ষরণ।
দারুন লিখেছেন।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩
প্রথমকথা বলেছেন:
প্রিয় ভাই,
খুব সুন্দর মন্তব্য করেছো। অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা।
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭
প্রামানিক বলেছেন: কল্পনার পদচিহ্ণ খুব ভালো লাগল।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৯
প্রথমকথা বলেছেন:
প্রামানিক ভাই, খুব সুন্দর বলেছেন, অশেষ ধন্যবাদ।
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১০
অরুনি মায়া অনু বলেছেন: কল্পনার পদচিহ্ন বাস্তবে ছাপ রেখে যায়না, তাই অনন্তকাল হেটে গেলেও পথিকের দেখা পাওয়া যাবেনা।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৩
প্রথমকথা বলেছেন:
প্রিয় অরুনি মায়া অনু দিদি,
সত্যি তাই, কল্পনার পদচিহ্ন বাস্তবে দেখা যায় না, অনন্তকাল হেটে গেলেও পথিকের দেখা পাওয়ার সম্ভবনা নেই। কবিতা পাঠে সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন।শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭
চাঁদগাজী বলেছেন:
বালি বা হালকা কাদায় মানুষের পায়ের চিহ্ন মানুষ অনুসরণ করতে পারে; ঘাসের বুকে অনুসরণ করতে পারে নেকড়ে!