![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈশাখেতে রৌদ্র নিয়ে
নতুন বছর এলো,
বসন্তের সমারোহ
পিছন ফিরে গেল।
তাই বলে কি দুঃখ করি?
তাই বলে কি কাদি?
নতুন দিনে নতুন ভাবে
হয়ে উঠি জেদী।
"নতুন বছর, নতুন জীবন
নতুন সংগ্রাম,
নতুন যুদ্ধ নতুন যোদ্ধা
নতুন ক্ষুদিরাম"
এই শ্লোগানে বুকটা মোদের
থাকে সারাক্ষণ ভরা,
মুছবেনা তো কোনদিনও
হোকনা বন্যা খরা।
©somewhere in net ltd.