নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শফিকফারুকী

শফিকফারুকী › বিস্তারিত পোস্টঃ

গল্পের শুরু

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১

শীতের মধ্যরাতে তারা খুঁজে পাওয়া যায়না। মিশকালো অন্ধকারে রাস্তায় হেটে হেটে ভয়ের অনুভুতি গুটিসুটি করে দেয় মনের আনন্দটুকু। শহুরে বাতিগুলো নিভতে চায় না। বহুক্ষণ পরপর এক একটা বাতি নিভে যায়। খেয়াল করলে অন্ধকারের আওয়াজ শোনা যায়। কিছু কুকুর ছোটাছুটি করে, ডাক দেয়। হঠাত ট্রাক পাশ দিয়ে চলে যায়। কিছু ঘুমন্ত মানুষ, ফুটপাতে মশারি টাঙিয়ে ঘুমিয়ে থাকে। যাত্রীহীন দুএকটা রিকশা ভাঙ্গা রাস্তায় টুং টাং শব্দ করে চলে যায়। এই রাতেও রাত জাগা কিছু শ্রমিক হাতুড়ি পিটিয়ে গাড়ি ঠিক করে। রাতটা আসলেই অচেনা। পরিচিত ব্যস্ততা নেই, পান খাওয়া পুলিশ হাসে পথচারী দেখে। মন চাইলে মজা করে, মন না চাইলে পান খায়। মাতাল প্রৌড় জুয়ার সাথীদের সাথে অভিমান করে গালাগাল করে একা একা। চায়ের দোকানি একমনে চেয়ে থাকে খালি বেঞ্চটির দিকে। আমি এসে বসলাম, কোনো ভাবান্তর নেই। খানিকক্ষণ পর

- চা খাবেন

- দেন ১ কাপ

- নাই তো, চুলা নিভাইয়া ফেলছি

আমি চুলার দিকে তাকিয়ে দেখি সত্যি ই নিভানো।

- কি? বাসায় চলে যাবেন?

- না, বাসায় যামুনা।

- চুলাও বন্ধ, বাসায় ও যাবেন না। কি করবেন ?

- খেলা দেখমু। রাইতের খেলা। কয়টা পাগল বাইরাইবো এখন। কি যে করব আপনে না দেখলে বিশ্বাস যাইবেন না। পুলিশের গাড়ি ও থাকব না। ... চলবে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.