![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অচেনা শহর মেঘে মেঘে বিজলীর
ঘটা অচেনা মানুষ
ভিড়ে ভিড়ে ঢেউয়ের শাখা।
শহরে শহরে বাধন
হারা মানুষে মানুষে আত্নহারা,
সর্বথেকে সর্বহারা সে হল দেশের
আম্ জনতা।কাজ করে মানুষ
দমহারা চোর হয়ে ওঠে দেশের
সর্বেসর্বা,
কাঙাললোকে দিচ্ছে টাকা দেশের
প্রশাসন চাটছে হেথা। যোগ্যরা হয়
বেকার শালা অযোগ্যরা হয়
মন্ত্রীসেরা।রক্ তক্ষরণে পশু
কারা নীলকন্ঠী এ মানুষেরা।এ দেশের
কোনায় কোনায় আগুন
জ্বলে ধ্রুবতারা যেমনি জ্বলে,
ভোরের
পাখি দিচ্ছে সাড়া আমরা কারা আমরা আমরা কারা ?
বাঙালি বাঙালি !!
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
বাঙালি বাঙালি !!