নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কামরুজামান অর্থোপেডিক সার্জন

কামরুজ্জামান মানিক

আমি একজন অর্থোপেডিক্সের ডাক্তার।মানুষের সেবা করার চেষ্টা করি।বাকীটা উপরওয়ালার ইচ্ছা।

কামরুজ্জামান মানিক › বিস্তারিত পোস্টঃ

তিল থেকে তাল (মোল, আঁচিল বা তিল)

১২ ই জুন, ২০১৮ রাত ২:১৩

তিল থেকে তাল (মোল, আঁচিল বা তিল) প্রত্যেকেরই শরীরে কম বেশি কিছু তিল/মোল/আঁচিল থাকে। এরা অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতিকর নয় এবং সারা জীবন একই রকম থেকে যায়। সাধারণত ২ থেকে ১০ বছর বয়সের মধ্যে তিলগুলো দেখা দেয় তবে ৪০ বছরের আগে যেকোন সময়ে হতে পারে। বংশগত কারণ ও সূর্যালোক তিলের পরিমাণকে প্রভাবিত করে। কালো ত্বকের মানুষদের তিল হওয়ার প্রবণতা কম। মোল কিঃ এক ধরণের স্কিন গ্রোথ। এটি হলো একগুচ্ছ মেলানিন কোষের সমাহার। মেলানিন কোষ হলো দেহের রঙ উৎপাদনকারী কোষ। বিভিন্ন ধরনের হতে পারে। সমতল বা ত্বক থেকে একটু উঁচু। রঙেও ভিন্নতা থাকে—গোলাপি, লাল, বাদামি, নীলচে বা কালো। নিরীহ এই তিলগুলো আকারে সাধারণত পেন্সিলের ডগার চেয়েও ছোট হয়। ত্বকের যেকোন অংশে একটি অথবা গ্রুপ আকারে হতে পারে। মোল কেন হয়ঃ ত্বকের এক ধরনের কোষের নাম মেলানোসাইট। এই কোষগুলো পিগমেন্ট বা রঞ্জক পদার্থের জন্য দায়ী। এ কারণেই আমাদের একেক জনের ত্বকের রং একেক রকম। বেড়ে উঠার সময় এই কোষগুলো ত্বকের সব জায়গায় সমানভাবেই বৃদ্ধি পায়। কিন্তু যখন সমানভাবে না হয়ে কোন একটি নির্দিষ্ট জায়াগায় গুচ্ছাকারে বৃদ্ধি পায়,তাহলেই মোলের জন্ম হয়। মেলানিন কোষ একটি নির্দিষ্ট সংখ্যায় একত্র হয়ে তিল গঠন করে। কখন ডাক্তারের কাছে যাবেনঃ তিলের আকার-আকৃতি বা রং যেকোনো কিছুর পরিবর্তন লক্ষ রাখা উচিত। আপনার তিলে নিন্মোক্ত পরিবর্তনগুলো দেখলে চর্ম বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত, কেননা, তিলগুলো যখন নিরীহ চরিত্র পাল্টে ক্যানসার তৈরি করতে পারে ।  আকৃতির পরিবর্তন, তিলের আকার ৬ মিলিমিটারের বেশি বড় হয়ে গেলে  সীমারেখা আঁকাবাঁকা ও অস্পষ্ট হলে  তিল অসমতল হলে,ত্বক থেকে উঁচু হয়ে যাওয়া, লোম জন্মানো  রঙের পরিবর্তন,একই তিলে বিভিন্ন রঙের উপস্থিতি  রক্তপাত ও চুলকানি, তিলের মধ্যে ঘা দেওয়া  পুরুত্ব যদি আগের চেয় বেড়ে যায়  ৩০ বছরের পর তিল শরীরে আবির্ভূত হয়েছে ইত্যাদি Remember the ABCDE rule: A-Asymmetry (one half of the mole doesn't match the other), B-Border irregularity, C-Color that is not uniform, D-Diameter greater than 6 mm (about the size of a pencil eraser), and E-Evolving size, shape or color. তিলের সংখ্যা দেহে ১০০-এর বেশি থাকাও ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত সূর্যালোকে বের হওয়া এবং গর্ভধারণের কারণেও তিলের আকৃতি বা রং অনেক সময় পরিবর্তিত হয়। পরামর্শ : কখনো তিল নিজে নিজে কেটে ফেলার চেষ্টা করবেন না, চিকিৎসকের পরামর্শ নিবেন। ডার্মাটোস্কোপির মাধ্যমে নিরাপদ তিল সহজেই চিহ্নিত করা যায়। ডার্মাটোসার্জারির মাধ্যমে ক্যানসার শনাক্ত ও চিকিৎসা সম্ভব। সৌন্দর্যের কারণেও অনেকে তিল সরিয়ে ফেলতে চান, এ ক্ষেত্রে লেজার ও কসমেটিক সার্জারি কার্যকর। তিলটি অপারেশন করে দূর করতে হবে কিনা, তা নিশ্চিত করতে রয়েছে প্লাস্টিক সার্জন বা শল্যচিকিৎসক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.