![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টরেন্ট নিয়ে ব্লগে বেশ কিছু লেখা দেখলাম। কিন্তু কোনটাই সম্পূর্ণ মনে হল না। তাই টরেন্ট নিয়ে যা জানি তার সব কিছু এক জায়গায় লেখার চেষ্টা করলাম।
টরেন্ট কি বা কিভাবে কাজ করে তার আগে জানা দরকার টরেন্ট দিয়ে হয়টা কি। টরেন্ট মূলত ব্যবহার করা হয় ডাউনলোড করার কাজে। গতানুগতিক ডাউনলোড থেকে টরেন্ট একটু অন্যভাবে কাজ করে। ব্যাপারটাকে অনেকটা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে দেয়া কোন ডাউনলোডের সাথে তুলনা করা যায়। তুলনাটা এই অর্থে যে এটি রিজিউম করা যায়। কথা হচ্ছে টরেন্ট দিয়ে কি ডাউনলোড করা যায়। আমি নিজে মনে করি টরেন্ট দিয়ে ডাউনলোড করা যায় না বলতে কিছু নেই। যে কোন মুভি, সফটওয়্যার, বই এর পিডিএফ ভার্সন সবই পাওয়া যায়।
এখন আসা যাক টরেন্ট কি সে কথায়। সোজা কথায় টরেন্ট হচ্ছে ফাইল শেয়ারিং প্রোটোকল। সাধারণত আমরা যে ফাইলগুলো ডাউনলোড দেই সেগুলো কোন সার্ভারে আপলোড করা থাকে এবং সেখান থেকে ডাউনলোড হয়। কিন্তু টরেন্টের বেলায় ফাইলগুলো এক ইউজারের পিসি থেকে অন্য ইউজারের পিসিতে ট্রান্সফার হয়। সোজা কথায় আপনি যখন একটি ফাইল ডাউনলোড দেবেন, তখন তা অন্য কারো পিসি থেকে ডাউনলোড হবে এবং অন্য কেউ যখন সেই ফাইল ডাউনলোড দেবে তখন তা আপনার পিসি থেকে ডাউনলোড হবে। এ ধরনের নেটওয়ার্ককে বলা হয় P2P ফাইলে শেয়ারিং নেটওয়ার্ক। আর এ জন্য টরেন্ট নেটওয়ার্কে শেয়ার করা ফাইলগুলোকে অনেক ছোট ছোট ভাগে ভাগ করে ফেলা হয়। আপনি চাইলে আপনার ডাউনলোড শেষ হওয়ার পরও সেটি শেয়ারে দিয়ে রাখতে পারেন তখন সেটাকে বলা হয় সিড করা। টরেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন এখান থেকে।
এখন দেখা যাক আপনি কিভাবে টরেন্ট দিয়ে কোন ফাইল ডাউনলোড দেবেন। এজন্য প্রথমে আপনার লাগবে একটি টরেন্ট ক্লায়েন্ট। এটি একটি সফটওয়্যার এবং এটি সাধারণত বিনামূল্যে পাওয়া যায়। এজন্য আপনি ব্যবহার করতে পারেন ইউটরেন্ট , বিট টরেন্ট অথবা বিট লর্ড। এছাড়াও আরো অনেক ক্লায়েন্ট সফটওয়্যার আছে। আমি নিজে ইউটরেন্ট ব্যবহার করি। লিনাক্সের টরেন্ট ক্লায়েন্টগুলো সম্পর্কে জানতে পারবেন আমড়া কাঠের ঢেকির এই লেখায়। এখন আপনার প্রয়োজন যে ফাইলটি ডাউনলোড করবেন সে ফাইলের একটি টরেন্ট ফাইল। এ ফাইলগুলোর জন্য আপনি যেতে পারেন পাইরেট বে অথবা মিনিনোভা তে। আপনার প্রয়োজনীয় ফাইলটি পাবেন কিনা সেটা নির্ভর করে সফটওয়্যারটি কেমন জনপ্রিয় তার উপর। যদি এ সাইটগুলোতে না পান তবে টরেন্ট খোজার জন্য কিছু মেটা সার্চ ইঞ্জিন রয়েছে সেগুলোতে খুজে দেখতে পারেন। এরকম সাইটের মাঝে রয়েছে টরেন্ট ফ্লাই, আই এস ও হান্ট, টরেন্ট রিএক্টর অথবা টরেন্টজ এ। এই সাইটগুলো অনেকগুলো টরেন্ট সাইট থেকে আপনার প্রয়োজনীয় টরেন্ট ফাইলটি খুঁজে দেবে যার ফলে আপনার অনেক কষ্ট বেঁচে যাবে। সাধারণত সাইটগুলোতে টরেন্ট ফাইলগুলোতে টরেন্ট ফাইলের নামের সাথে সিড ও লিচের সংখ্যা উল্লেখ থাকে। এমন টরেন্ট ফাইল ডাউনলোড করা ভালো যেটার সিডের সংখ্যা বেশি। তাহলে ডাউনলোড স্পিড বেশি পাওয়া যায়। টরেন্ট ফাইল দিয়ে ইউটরেন্ট ব্যবহার করে ডাউনলোড নিয়ে ভাদাইম্যা পোলার একটি ভালো লেখা আছে এখানে।
টরেন্ট দিয়ে ডাউনলোডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি ডাউনলোড দিয়ে বসে থাকতে হয় না। যখন পিসি নেটের সাথে কানেক্টেড থাকে তখন এটি ফাইল ডাউনলোড করতে থাকে। ডাউনলোডের সময়টা নির্ভর করে আপনার ফাইলের আকার, সিডের পরিমান, নেটের স্পিড ইত্যাদির উপর। সবচেয়ে ভালো হয় ডাউনলোড দিয়ে সে ফাইলের কথা ভুলে গেলে । কেননা একটা মুভি ডাউনলোড হতে সাধারণত দুই থেকে তিনদিন লাগে। আমার মতে সময়টা বড় কথা নয়। কারণ আপনি আপনার দরকারি যে কোন সফটওয়্যার বা মুভি হাতের কাছে কোন বড় ধরনের খাটা খাট্নি ছাড়াই পেয়ে যাচ্ছেন। সবচেয়ে মজার কথা হচ্ছে যে সফটওয়্যার গুলো ক্র্যাক করতে হয়, সে ক্র্যাকগুলোও সাধারণত একই ফাইলে দেয়া থাকে।
সতর্কতাঃ
বলা হয়ে থাকে টরেন্টে পাওয়া কিছু ফাইলে ভাইরাস থাকে। তাই ডাউনলোড করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। পিসিতে ভালো কোনো এন্টিভাইরাস ইন্সটল করা থাকলে আর ভয়ের কিছু নেই।
টরেন্ট নিয়ে ভালো কিছু লেখার লিংক:
১. টরেন্ট কি এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয় - নাজিরুল হক
২. পাইরেট বে থেকে মিনিনোভা : একে একে নিভিছে দেউটি! - ফিউশন ফাইভ
৩. ক্রন্দন....... অবৈধ দস্যুদের জন্য!!!!!!!!!!! - মুভি পাগল
৪. ডাউনলোড খোরদের জন্য৭টি মাল্টি টরেন্ট সাইট- ইয়াসিন আরাফাত (টেকটিউনস)
৫. টরেন্ট – অনলাইন ফাইল শেয়ারিং এ এক অপ্রতিরোধ্য প্রযুক্তি- darklord (টেকটিউনস)
অপটিমাইজেশনঃ
১. ইউটরেন্ট দিয়ে টরেন্ট ডাউনলোড-ভাদাইম্যা পোলা
২. টরেন্ট এর স্পিড বাড়ানোর গ্যারান্টিড টিপস-taufiq ahmed (টেকটিউনস)
সম্পূর্ণ লেখার ইচ্ছে থাকলেও সম্পূর্ণ হল না। টরেন্টের কিছু অপশন অপটিমাইজেশনের মধ্যমে ডাউনলোড স্পিড বাড়ানো যায় কিন্তু সেগুলো আমার জানা নেই। কেউ আমাকে জানিয়ে দিলে আমি সেগুলো যোগ করে দেব। এছাড়াও কারো যে কোন প্রয়োজনীয় তথ্য জানা থাকলে জানানোর অনুরোধ রইল।
০৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
কোর আই সেভেন বলেছেন: ওয়েলখাম ওয়েলখাম...
২| ০৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
ব্লগই শেষ ঠিকানা বলেছেন: কাজের পোষ্ট। প্লাস ও প্রিয়তে।
০৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
কোর আই সেভেন বলেছেন: থেংকু থেংকু...
৩| ০৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
আমড়া কাঠের ঢেকি বলেছেন: ভাই লিনাক্সে ইউজ নিয়ে লিখলেন না যে
Click This Link
০৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
কোর আই সেভেন বলেছেন: ধন্যবাদ। আসলে আমি লিনাক্স ব্যবহার করি না তো, তাই লেখা হয় নি। আপনার লেখার লিংক আমার লেখায় দিয়ে দিলাম।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
সেতূ বলেছেন: প্লাস ও প্রিয়তে।
০৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
কোর আই সেভেন বলেছেন:
৫| ০৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
হারকিউলিস বলেছেন: আমার কবিতা বলেছেন: Thanks
০৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৭
কোর আই সেভেন বলেছেন: লেখক বলেছেন: ওয়েলখাম ওয়েলখাম...
৬| ০৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
সব্যসাচী প্রসূন বলেছেন: ভাল পোষ্ট ... প্রিয়তে
০৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩০
কোর আই সেভেন বলেছেন: থেংকু
৭| ০৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
স্বাধীনতার বার্তা বলেছেন: মিনিনোভা তো শেষ। এইটা দিয়া আর কাজ হবে না।
০৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
কোর আই সেভেন বলেছেন: ডেমোনোআইডি বন্ধ, পাইরেট বে শুনলাম বিক্রি হয়ে গিয়েছে, আপনি বলছেন মিনিনোভা শেষ!!! এ তো দেখি দুর্যোগের ঘনঘটা!!!
৮| ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৮
পুশকিন বলেছেন: টরেন্ট রে ভালা পাই
১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪২
কোর আই সেভেন বলেছেন: আমিও!!!
৯| ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪২
আমড়া কাঠের ঢেকি বলেছেন: মেলা থেংকু!
আপনার লেখাটাও আমার পোস্টে লিংকু হিসেবে দিয়ে দিলাম
১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৪
কোর আই সেভেন বলেছেন: থেংকু থেংকু...
১০| ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২২
হুলো-বেড়াল বলেছেন: সোজা প্রিয়তে..
১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৫
কোর আই সেভেন বলেছেন: থেংকু থেংকু...
১১| ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৬
মাহিন আহমেদ বলেছেন: প্লাসসহ প্রিয়তে। অসম্ভব ভালো পোস্ট। কেমনে লিখেন??? আমার মাথায় তো তাই ঢুকে না।
১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৭
কোর আই সেভেন বলেছেন: থেংকু থেংকু..... কেমনে যে লিখি!!! কিবোর্ডে হাত দিলেই লেখা হয়ে যায়!!!
১২| ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৮
স্বাধীনতার বার্তা বলেছেন: মাত্র শুরু। আইএসওহান্ট এর বিরুদ্ধে মামলা চলছে। এইটাও বন্ধ হয় কিনা কে জানে?
১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫০
কোর আই সেভেন বলেছেন:
১৩| ০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৮
নাজিরুল হক বলেছেন: ভাল লিখেছেন। অনেকের কাজে আসবে।
০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ৯:০৬
কোর আই সেভেন বলেছেন: ধন্যবাদ...
১৪| ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১২:১১
ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ। আপনার লেখাও ভালো হয়েছে।
০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ৯:০৬
কোর আই সেভেন বলেছেন: আপনাকেও ধন্যবাদ...
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৫
অভিজিত রায় অভি বলেছেন:
০৪ ঠা মে, ২০১০ সকাল ৮:৫৫
কোর আই সেভেন বলেছেন: ধন্যবাদ।
১৬| ০৪ ঠা মে, ২০১০ সকাল ৮:২২
কালীদাস বলেছেন: হুমম! মাগার সব দেখি বনধ হয়ে যাইচ্চে.....
০৪ ঠা মে, ২০১০ সকাল ৮:৫৬
কোর আই সেভেন বলেছেন: বন্ধ হইচ্চে সেইটা ঠিক, মাগার সব বন্ধ হইবে বইলে মইনে হয় নে। চোরাই জিনিসের কারবার তো, কেউ না কেউ টিকে থাকপেই।
১৭| ১৬ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:১৩
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: টরেন্ট কি জিনিস অনেকদিন বুঝিনাই...........অনেকরে জিগাইছি, হেরাও কইতে পারে নাই। পরে "যাশ্শালা" কইয়া নিজেই গুতাইয়া বাইর করলাম এইডা কি জিনিস। তয় আপনের লেখার অনেক জিনিসই জানতাম না।
টরেন্টরে আমিও বড় ভালা পাই। এই মুহূর্তে Farcry গেমডা ইউটরেন্ট দিয়া ডাউনলোডাইতাছি, ২.৬৭ গিগা...........
১৮ ই মে, ২০১০ রাত ৮:৪৮
কোর আই সেভেন বলেছেন: আগে ডাউনলোড দেওয়ার হুজোগ ছিল। এখন আর আগের মতো ডাউনলোডাই না।
১৮| ০৪ ঠা জুন, ২০১০ বিকাল ৪:১৭
মুভি পাগল বলেছেন: টরেন্ট ব্যবহার করি প্রায় ৩ বছর। এর প্রেমে পড়ে গেছি। চাইলেও টরেন্ট ব্যবহার না করে থাকতে পারিনা
০৫ ই জুন, ২০১০ সকাল ৮:৫৮
কোর আই সেভেন বলেছেন: আমারও সেম অবস্থা!!!
১৯| ২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:১৫
খাই দাই গান গাই বলেছেন: ভাই, আপনি কোন হলে থাকেন?
২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:২৯
কোর আই সেভেন বলেছেন: জগন্নাথ হলে। কেন ভাই? উপরের ছবিটা সামুর বাগের কারণে দেখা যাইতেসে। কিসুতেই সরে না।
২০| ২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৩
আদনান_ফিরদাউস বলেছেন: আচ্ছা তাই। সামুর বাগ
২৫ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৮
কোর আই সেভেন বলেছেন: আপনার মনের প্রশ্নের উত্তর এই পোস্টে পাবেন।
২১| ২৫ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০২
রোবট ভিশন বলেছেন: আই লাভ টরেন্ট!!! টরেন্ট আমার নিত্যসঙ্গি শয়নে স্বপনে...
২৫ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৯
কোর আই সেভেন বলেছেন: আগে খুব ইউজ করতাম। ইদানীং আর করা হয় না....
২২| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৮:৩৬
খাই দাই গান গাই বলেছেন: দারুণ লিখেছেন। ভাই আপনার এই পোস্টের লিঙ্কটা আমার একটা পোস্টে দিতে হলো। অনুমতি নিতে পারলাম না বলে দুঃখিত।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৮
কোর আই সেভেন বলেছেন: জানিয়েছেন এতেই চলবে।
২৩| ১১ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:২৭
আব্দুল্লাহ (রাইয়ান) বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ২:০৩
মেকানিক্স বলেছেন: ভাল লিখেছেন,ধন্যবাদ ।
২৫| ২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৯
শ্রাবণী লূনা বলেছেন: ভালো লাগলো
২৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৪
রূপম দা বলেছেন: আপনার পোস্ট থেকে অনেক কিছু শিখেছি। জানাতে পারেন টরেন্ট কতটা সীড করা উচিত?
২৭| ০৭ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২২
আগামি বলেছেন: আমিও প্রিয়তে নিলাম।
২৮| ১০ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৪
সাইদুর রহমান সেতু বলেছেন: টরেন্ট জিনিসটা নিয়ে জানার আগ্রহ ছিলো..।ধন্যাবাদ,কামের পোস্ট।সোজা প্রিয়তে..।
২৯| ১১ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩৯
পেটুক বলেছেন: আপনার পোস্ট থেকে অনেক কিছু শিখেছি।প্রিয়তে নিলাম।টরেন্ট আমার নিত্যসঙ্গি শয়নে স্বপনে...
৩০| ১৫ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৫
কাউসার রুশো বলেছেন: গুড পোস্ট
৩১| ৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১২
শত রুপা বলেছেন:
+
৩২| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ১২:২৬
মাটির পিঞ্জিরা বলেছেন: +++++
৩৩| ০৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩০
শুটিং স্টার লষ্ট বলেছেন: ভাল লাগছে...
৩৪| ০১ লা নভেম্বর, ২০১২ বিকাল ৩:০২
মহিসন খান বলেছেন: আমার তো ডাউনলোড হ্য় না !!!!!!! আমার নেট স্পীড ২৫৬কেবি।
ডাউনলোড দিলে ২/৩ মিনিট পর Error:Write To Disk Access is Denied এই মেসেজ দেখায়।
প্লিজ হেল্প।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২১
আমার কবিতা বলেছেন: Thanks