নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিস্মিল্লাহির রহমানির রাহীম।
ধাপ ১:-
সূর্য্য পূর্ব দিকে উঠে — আমি আপনাকে যে কথাটা লেখার মাধ্যমে বুঝাচ্ছি আসলে এটা দ্বারা আপনি যা বুঝেছেন সেটা তো ঠিকি আছে।
আল্লাহপাক কোরআনের আয়াতগুলোতে যা বলেছেন সেটাতো ঠিকি আছে।
চলুন আমরা আর একটু ভাবি।
ধাপ:-২
সূর্য্য পূর্ব দিকে উঠে-এটা লেখতে আমাকে surzo puurbo Dike Uthe কী-বোর্ডের এই কী গুলো চাপতে হয়েছে। তো ১ম ধাপের টা যেমন সত্য তার চেয়ে অধিকতর সত্য ২য় ধাপের এই কী গুলো চাপা (যেমন s,u,r ইত্যাদি)
তো এই সব s,u,r ইত্যাদি যদি আপনার চোখের সামনে আসত তাহলে আপনার বুঝতে একটু সমস্যা হতো। ধরলাম আপনি অনেক চালু। আপনি ২য় ধাপেও সহজে বুঝতে পারেন। আসেন ৩য় ধাপে যাই
ধাপ:-৩
এই ধাপে কিনতু আর s,u,r এসব নাই। এখানে আছে u05a u023 u566 এই জাতীয় কিছু। এগুলো আপনার মনিটরে ভাসলে আপনি ভোঁ দৌড় দিতেন। চলুন আরো ভিতরে যাই
ধাপ:-৪
এখানে CPU এর জন্য কিছু ইনস্ট্রাক্টর সেট তৈরি হয়। উপরের u05a u023 u566 গুলোর জন্য ০১০০১১০১১০১১ এই জাতিয় কিছু তৈরি হয়। লক্ষ্য করুন এখানে শুধু মাত্র ০ আর ১ ছাড়া আর কিছুই নাই। সূর্য্য পূর্ব দিকে উঠে এর পরিবর্তে এগুলোও (০১০০১১০১১০১১ ) যদি আপনার ব্লগে ভেসে উঠে তাহলেও আপনার মাথা খারাপ হয়ে যাবে। মাত্র দুটি জিনিস (০ আর ১) এর কি কারিশমা-তাই না? চলুন আর একটু ভাবি
ধাপ:-৫
আসলে কি দুটি (০ আর ১)? আসলে না। সঠিক কথা হলো একটি। একটি নির্দিষ্ট রেন্জের ভোল্টেজের উপস্থিতি অথবা অনুপস্থিতি।
ফলাফল যা দাড়ালো সেটি এই একটি নির্দিষ্ট রেন্জের ভোল্টেজর কারিশমা
তো ভাই পবিত্র কোরআনে আল্লাহপাক অনেক সহজ সরল কথা বলেছেন, সহজ সরল উদাহরণ দিয়েছেন (যেমন খেজুর গাছ, যয়তুনের কসম ইত্যদি) যা আপনার কাছে অনেক সাধারণ মনে হয়। কিন্তু ভাই আপনি কি এর অন্যান্য ধাপ গুলো জানেন?
আল্লাহ পাক বলেছেন তিনি এই কিতাবে কিছুই লেখতে ছাড়েন নি। আপনি কি ভাবছেন ৩০ পারার এই কোরআনে কিভাবে মহাবিশ্বের সব কিছু লেখা হলো? মনিটরে ত ৬৫০০ এর আশেপাশে আয়াত দেখছি?
আপনার সামনে যে লেখাটা দেখছেন (শুধু লেখা না বিচিত্র এই কম্পিউটারের যা কিছুই দেখেন ) সেটা যেমন একটা জিনিস থেকে এসেছে-তেমনি বিচিত্র এই দুনিয়া ও মহাবিশ্বে যা কিছু দেখেন বা না দেখেন সেগুলোও এক আল্লাহ পাক থেকে এসেছে।
তাই মন থেকে বলুন – লা ইলাহা ইল্লাল্লাহ্ মুহাম্মাদুর রাসুলুল্লাহ্
(আল্লাহ ব্যতীত কোন উপাস্য নাই-হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল)
নাই, নাই, নাই কিছুই নাই, এক আল্লাহ তুমি ছাড়া আর কিছুই নাই।
এই লা ইলাহা ইল্লাল্লাহ্ এক পাল্লায় রাখলে আর দুনিয়া ও মহাবিশ্বের সবকিছু অন্য পাল্লায় রাখলে, লা ইলাহা ইল্লাল্লাহ্ এর পাল্লা ভারি হবে— একথা কেন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন সেটা হয়তো এ লেখা থেকে কিছুটা বুঝা যাবে।
এসবই আমার ক্ষুদ্র মস্তিস্কের ভাবনা। ভুল হতে পারে- সঠিক একমাত্র আল্লাহ পাক জানেন
(বি. দ্র. : এখানে যে ধাপ গুলো উল্লেখ করা হয়েছে তা সহজ করে বুঝানোর জন্য বলা হয়েছে। যেমন s এর ইউনিকোড কত সেটা বের করে এনে উদাহরন দেইনি-ঠিক তেমনি সিপিউ ইন্সট্রাকশন সেটও দেখে আসিনি। আমার উদ্দেশ্য কম্পিউটার সায়েন্স পড়ানো নয়- তাই দয়া করে এই জাতীয় কোন ভুল ধরবেন না)
১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৯
বক বলেছেন: ঠিক বলেছেন।
২| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৪
সাহিদা সুলতানা শাহী বলেছেন: পোষ্ট পড়ে ভাল লেগেছে।
১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৩
বক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
৩| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: লা ইলাহা ইল্লাল্লাহ্ মুহাম্মাদুর রাসুলুল্লাহ্
৪| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৭
চাঁদগাজী বলেছেন:
কম্পুটিং লজিক শুধুমাত্র কম্পুটার গ্রাজুয়েটরা সঠিকভাবে বুঝে; ইলেক্ট্রিক্যাল সিগন্যালকে লজিক্যালী বুঝানোর জন্য কোডিং করা হয়েছে সায়েন্সের লোকদের জন্য; এরা কম্প্যুটিং লজিক বুঝে।
৬১০ সালের মানুষেরা নবী (স: )'এর কথা বুঝতেন; সেই সময়ে মানুষের ভাবনাশক্তির সাথে তাল মিলিয়ে কোরানের বাণী সাজানো হয়েছিল, যাতে মানুষ তা বুঝতে পারে।
৫| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৬
মলাসইলমুইনা বলেছেন: অনেক পুরোনো কথা পুরোই নতুন করে বললেন | ভালো লাগলো |
৬| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫০
খায়রুল আহসান বলেছেন: ভাল বলেছেন, বুঝানোর ভাল চেষ্টা করেছেন।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৮
কাউয়ার জাত বলেছেন: অসাধারণ একটি ভাবনা। পড়ে চমৎকৃত হলাম।
তবে এ বিষয়টি মাথায় রাখা জরুরি যে মুমিনের চূড়ান্ত লক্ষ্য পরকালীন সফলতা। আল্লাহর কুরআন সেই পথ দেখানোর জন্যই অবতীর্ণ।
কুরআন যিনি নাযিল করেছেন তিনি সকল কিছুর মালিক। তারপক্ষে কুরআনে সব কিছুর বর্ণনা দেয়া সম্ভব। তারপরেও একটি বিষয় স্পষ্ট থাকা প্রয়োজন। কেউ যদি কুরআন থেকে এনসাইক্লোপিডিয়ার ফায়দা নিতে চায় সেটা মনে হয় বোঝার ভুল।