নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানছি

বক

শুরুতে বাংলা টাইপ না জানা থাকাতে উল্টাপাল্টা দুটি কি চেপে আজ আমার নিক বক। :)

বক › বিস্তারিত পোস্টঃ

জ্ঞান নিয়ে কিছু কথা - আমার নয়

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৮

হযরত আলী (রা) কোমায়লকে বললেন "হে কোমায়ল ! জ্ঞান ধন সম্পদ অপেক্ষা উত্তম। জ্ঞান তোমার হেফাযত করে, আর তুমি ধন সম্পদ হেফাজত কর। ধন ব্যয় করলে হ্রাস পায় আর জ্ঞান ব্যয় করলে বেড়ে যায়।

ফাতাহ মুসেলী বলেন: রোগীকে রোজ রোজ খাদ্য,পানীয় ও ঔষধপত্র কিছু না দিলে সে কি মরে যাবে না? লোকেরা বলল নিসন্দেহে মরে যাবে। তিনি বললেন আত্মার অবস্থায় তদ্রুপ। আত্মাকে তিনদিন এলেম ও জ্ঞান থেকে উপোস রাখলে সে মরে যায়।

তাঁর এ উক্তি যর্থাথ। কেননা জ্ঞান ও প্রজ্ঞা হচ্ছে আত্মার খোরাক; এগুলোর মাধ্যমেই তার জীবন; যেমন দেহের খোরাক খাদ্য। যার জ্ঞান নাই তার অন্তর রুগ্ন। মৃত্যু তার জন্য অবশাম্ভাবী। কিন্তু সংশ্লিস্ট ব্যক্তি তার আত্মার রোগ ও মৃত্যুর খবর রাখেনা। দুনিয়ার মহব্বত ও কাজ কারবারে লেগে থাকার কারনে তার চেতনা লোপ পায়। যেমন ভয় ও নেশার আতিশায্যে জখমের ব্যাথা অনুভুত হয়না; যদিও বাস্তবে ব্যাথা থাকে।

কিন্তু মৃত্যু যখন দুনিয়ার বোঝা ও সম্পর্ক ছিন্ন করে দেয়, তখন সে আত্মার মৃত্যুর কথা জানতে পারে এবং পরিতাপ করে। অবশ্য তখন পরিতাপে কোন উপকার হয়না। ভীত ব্যক্তির ভয় অথবা মাতালের নেশা দুর হয়ে গেলে, ভয় ও নেশার অবস্থায় তার যেসব জখম লাগে, সেগুলো সে হাড়ে হাড়ে টের পেতে থাকে। সত্য উদ্ঘাটিত হওয়ার সেই দিনের ভয়াবহতা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রথর্না করি।

কেননা মানুষ এখন ঘুমিয়ে আছে। মৃত্যু হলে জাগ্রত হবে।

সালেম ইবনে আবি জাদ বলেন: আমি ক্রীতদাস ছিলাম। প্রভু আমাকে তিনশ দিরহামের বিনিময়ে মুক্ত করে দিলে আমি কি কাজ শিখে জীবিকা নির্বাহ করবে সে সর্ম্পকে ভাবতে লাগলাম। অবশেষে জ্ঞানকে পেশা করে নিলাম। এরপর এক বছর অতীত না হতেই শহরের শাসক আমার সাথে সাক্ষাত করতে এলেন, আমি তাকে ফিরিয়ে দিলাম; কাছে আসতে দিলাম না।


- এহইয়াউ উলুমিদ্দীন থেকে


মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



"কেননা মানুষ এখন ঘুমিয়ে আছে। মৃত্যু হলে জাগ্রত হবে। "

-এটা টপ বলেছেন! আপনি নিশ্চয় ঘুমন্ত অবস্হায় সামুতে পোস্ট দিচ্ছেন, এর থেকে বড় ঘটনা বিশ্বে কি হতে পারে!

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১০

বক বলেছেন: নিজেকে জানুন

২| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " নিজেকে জানুন "

-এ ধরনের উপদেশকে বলে, ব্লা ব্লা ব্লা

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৩

নূর-ই-হাফসা বলেছেন: পুরাতন ব্লগার আপনি । পুরাতন ব্লগার দেখলেই ভালো লাগে । নতুন পোষ্ট দিন ।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনি নাকি পুরাতন ব্লগার? আপনার ভাবনা ভালোই পুরাতন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.