নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াতে আমরা যাদেরকে আইকন ভাবি, তারা এসব কি করে?
১। ট্রাম্প:
কি গভীর ধ্যানের সাথে ওয়ের্স্টান ওয়াল (মসজিদুল আকসার এ পাশে দেয়াল - যাতে ইহুদিরা আরাধনা/আহাজারী করে )ধরে প্রার্থনা করছে
২। ওবামা:
ওয়ের্স্টান ওয়ালের ফাটলে নিজের মনের চাহিদা লেখে গুজে দিচ্ছে ওবামা।
৩। ক্লিনটন:
কোন লোক দেখানো বা আনুস্ঠানিকতার প্রার্থনা না। খেয়াল করে দেখুন কি গভীর মনোসংযোগ ক্লিনটনের। সেই ওয়ের্স্টান ওয়ালে।
৪। হিলারি:
মনে হচ্ছে কোনো জীবন্ত কিছুর সাথে ভাব বিনিময় করছে
৫। বুশ:
একি সিরিয়াসনেস।
৬। আমরা:
আমরা কত র্স্মাট, কত আধুনিক, কত প্রগতিশীল। ধর্মটাকে উন্নতির পথে মস্ত বড় বাধা মনে করি। মধ্যযুগের জিনিস মনে করি। মুসলমানেরা ধর্ম পালন করতে চায় বলে আজ কত পিছিয়ে! সব নোবেল ইহুদিরা নিয়ে নিলো।
আরে গাফেলের দল (নিজেকে বলছি) - আজোও তোমাদের চোখ খুলে না? মহাবিশ্বের আসল খেলাটাই এই ধর্ম। তুমি বোঝ বা না বোঝ। তুমি যাদেরকে আদর্শ মানব মনে করে তারা বুঝে।
ইহুদি > খ্রিস্টান>মুসলমান এরা সবাই আহলে কিতাব। মুসলমানরা আল্লাহপাকের সর্বশেষ বিধান মানে বাকিরা null & void বিধান নিয়ে সৃস্টিকর্তার আদেশ অমান্য করে
"তাদের জন্যে এটা কি নিদর্শন নয় যে, বনী-ইসরাঈলের আলেমগণ এটা অবগত আছে?" (26:197)
http://tanzil.net/#trans/bn.bengali/26:197
০৩ রা জুন, ২০১৮ রাত ১২:৩৬
বক বলেছেন: আপনি কোথায় যাচ্ছেন?
২| ০৩ রা জুন, ২০১৮ রাত ১২:৩৮
চাঁদগাজী বলেছেন:
ম্যাঁওপ্যাঁও
০৩ রা জুন, ২০১৮ রাত ১২:৪৫
বক বলেছেন: পোস্ট টা করার সময় যার কথা আমার মাথায় ছিল তিনি হলেন চাদগাজী ভাই। ওনি যুক্তি ভাল বোঝেন। বয়স-ও অনেক হয়েছে। তাছাড়া ওনি থাকেন-ও আদর্শ একটা দেশে । মনে আশা- আমার ছোট্ট একটা প্রচেস্টায় যদি ওনার চোখ খুলে যায়? আজ হোক কাল হোক দুনিয়া আমরা সবাই ছাড়ব।
৩| ০৩ রা জুন, ২০১৮ রাত ১২:৫২
চাঁদগাজী বলেছেন:
ওবামা অনেক চেষ্টা করেছেন, যাতে সব ধর্মের লোকেরা শান্তিতে থাকতে পারেন।
৪| ০৩ রা জুন, ২০১৮ রাত ১:১৫
ইব্রাহীম আই কে বলেছেন: দেখানো ইবাদত করা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
৫| ০৩ রা জুন, ২০১৮ রাত ১:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের নেতা নেত্রীরাও ইবাদত করেন এবং বিশেষ বিশেষ দিনেও তাদের দেখা যায় ইবাদতে। তবে পার্থক্য হল তারা বেশী নিরপেক্ষ সাজতে গিয়ে নিজেরটাকে ছোট করে ফেলে...
৬| ০৩ রা জুন, ২০১৮ রাত ১:৩৮
নতুন বলেছেন: আপনার কি মনে হয় এরা ধামিক?
এরা ভন্ড... এরা পুজিবাদের সাধনা করে। এরা রাজনিতিক.... মিডিয়ার জন্য এরা সবই করতে পারে।
আপনার কি মনে হয় এরা ধামিক?
এরা ভন্ড... এরা পুজিবাদের সাধনা করে। এরা রাজনিতিক.... মিডিয়ার জন্য এরা সবই করতে পারে।
তুরস্কে মসজিদে ওবামা জুতা খুলে... মসজিদের ইমামের সাথে স্রদ্ধাবনত ভাবে কথা বলছে।
০৩ রা জুন, ২০১৮ রাত ৩:৫০
বক বলেছেন: "এরা পুজিবাদের সাধনা করে" - সত্য কথা
কিন্তু পুজিবাদের মালিক যারা তারা কি সাধনা করে? দয়া করে একটু ঘেটে দেখবেন?
ইসরাইল বা ইহুদিরা কি পরিমান মৌলবাদি বা ধর্মের ব্যাপারে সিরিয়াস তা তাদের রাস্ট্র প্রতিস্ঠার কারণ দেখলেই বোঝা যায়।
৭| ০৩ রা জুন, ২০১৮ রাত ১:৪০
নতুন বলেছেন: পাকিস্তান ভ্রমনের সময় হেলারী ইসলাম গ্রহনের কথা ভাবছিলেন।
৮| ০৩ রা জুন, ২০১৮ রাত ২:১৮
চাঁদগাজী বলেছেন:
গতকাল, নিউইয়র্ক শহরে, রাজ্যের স্টেট সিনেটর জেসী হেমিলটন এসেছিলেন ইফতার করতে; পরে জামাতে নামাজও পড়েন; কিন্তু উনি খৃষ্টান।
৯| ০৩ রা জুন, ২০১৮ সকাল ৮:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চিন্তার বিষয় ।
১০| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:০০
ক্স বলেছেন: কি গভীর নিবিষ্ট ধ্যান!!!!
১১| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: কুংস্কার। বিনোদন।
১২| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
নতুন বলেছেন: লেখক বলেছেন: "এরা পুজিবাদের সাধনা করে" - সত্য কথা
কিন্তু পুজিবাদের মালিক যারা তারা কি সাধনা করে? দয়া করে একটু ঘেটে দেখবেন?
ইসরাইল বা ইহুদিরা কি পরিমান মৌলবাদি বা ধর্মের ব্যাপারে সিরিয়াস তা তাদের রাস্ট্র প্রতিস্ঠার কারণ দেখলেই বোঝা যায়।
মুসলমানেরা ধম` নিয়ে যতটা ভাবে অন্য কেউই এতো ভাবেনা।
আমাদের দেশে যেমন হেফাজতে ইসলাম ... লাখো মানুষ নিয়ে ঢাকায় আসে.... এটা যেমন পুরু বাংলাদেশের চিত্র না।
তেমনি এই সব কন্সপ্রেসি থিউরির ইহুদী/খৃস্টিয়ানবাদের কাহিনিও ঠিক না।
খৃস্টান বা ইহুদীরা তাদের ধম` নিয়ে বাড়াবাড়ী করেনা। এটা এখন তাদের পোষাকী ধমে`র মতন।
ব্যক্তি জীবনে প্রায় ৮৫ দেশের মানুষের সাথে কাজের অভিঙ্গতা থেকে বলতে পারি। মুসলিমরাই অন্য ধমা`লম্বিদের থেকে ধম` নিয়ে বেশি ভাবে।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:১০
বক বলেছেন:
ভাই, আমরা বাংগালীরা সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিতে / রাস্ট্রধর্ম ইসলাম বাদ দিতে কত চেস্টাই না করি। তাহলে উপরের ডলারে যে লেখা "IN GOD WE TRUST" এটা বাদ দিতে আমাদের আদর্শ আমারিকান রা রাস্তায় নামে না কেন? ডলারের গায়ে এই লেখা টা - যা আমি আমার নিজের চোখে দেখছি তাও কি কন্সপ্রেসি থিউরি?
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:২৫
বক বলেছেন: "মুসলমানেরা ধম` নিয়ে যতটা ভাবে অন্য কেউই এতো ভাবেনা। " - এটা আমাদের ধারনা। কিন্তু বাস্তবতা মনে হয় উল্টা।
কারণ ইসরাইল রাস্ট্রটাই জন্ম নিচ্ছে পুরোপুরি ধর্মীয় দৃস্টিকোন থেকে (প্রমিজড ল্যান্ড)
"আমাদের দেশে যেমন হেফাজতে ইসলাম ... লাখো মানুষ নিয়ে ঢাকায় আসে"
ঠিক তেমনি ইসরাইল নিয়ে আসে আমেরিকা সহ , ইংল্যান্ড, ফ্রান্স তাদের গোলামি করা সকল দেশ। শ্লোগান টা দুনিয়াবি কিন্তু উদ্দেশ্যটা সেই ধমীয় (প্রমিজড ল্যান্ড)
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:৩৪
বক বলেছেন: "ব্যক্তি জীবনে প্রায় ৮৫ দেশের মানুষের সাথে কাজের অভিঙ্গতা থেকে বলতে পারি" - এটা ঠিক
বেশির ভাগ মানুষ ধর্ম বুজে না। কিন্তু তারা আম।
যারা পৃথিবীতে মোস্ট পাওয়ারফুল তারা মোস্ট spritual । হয় পজিটিভ spritual নয় নেগেটিভ spritual
তারা জানে পাওয়ার কোথা থেকে আসে? তারা আমাদের মত করে জানে না। তাই আমরা আম জন গন (৬০০ কোটি) ছুটছি দুনিয়ার পিছে।
১৩| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:৪৭
কাওসার চৌধুরী বলেছেন: বক ধার্মিক !!
১৪| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৭:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন:
মুসলমানরাই অন্য ধর্মাবলম্বীদের নিয়ে বেশী মাথা ঘামায়, গ্যাঞ্জাম পাকায়।
শুধু তাই না, নিজ ধর্মের ভেতর বিভক্তি করে দাংগাহাংগামা করে।
১৫| ০৮ ই জুন, ২০১৮ ভোর ৪:২১
নতুন বলেছেন: যদি তারা এ্তোই বোঝে তাহলে তারা তো বুঝতে যে ইহুদীবাদ, খৃস্টানবাদ, এ ধম`গুলিকে সেরা মনে করে?
তারা যদি জানেই যে পাওয়ার কোথা থেকে আসে.... তবে তারা কেন বাতিল প্রায় ইহুদী/খৃস্টানধমের থেকে সরে গিয়ে ইসলামের পথে আসেনা?
আর যদি ইহুদীবাদ সত্য হয় তবে ইসলাম কি ভ্রান্ত পথে আছে?
হয় আপনি সত্য পথে আছেন নতুবা তারা সত্য পথে আছেন.... একজন সত্য পথে আছে....
তাহলে আপনি বলুন কে সত্যই স্প্রিচুয়াল ভাবে সত্যি জ্ঞানটা পেয়েছেন? আপনি নাকি ক্ষমতাশালী ইহুদী,ইলুমিনাতিরা?
০৮ ই জুন, ২০১৮ রাত ৮:২৫
বক বলেছেন: আপনি যদি এটাতে একমত হন যে, দুনিয়া আমরা চর্মচোখে যেভাবে দেখি সেভাবে কিছু পরিচালিত হয়না (এটা অদৃশ্য বা spritual দ্বারা হয় )। তাহলে আমরা একটা কমন পয়েন্টে এসে উপস্থিত হলাম।
এখন স্বাভাবিক ভাবেই আপনার উপরে প্রশ্ন আসতে পারে। এখন নেগেটিভ স্প্রিচুয়ালিটি আর পজেটিভ স্প্রিচুয়ালিটি এদুটি বুঝতে হলে তো আপনাকে কষ্ট করে একটু আমাদের ইসলাম ধর্মটা ঘাটতে হবে।
আল্লাহ পাক কিন্তু শয়তান কে মানুষের সুস্পষ্ট শত্রু বলেছেন। আপনি কি কখনো শয়তান দেখেছেন? তাহলে কেনো আল্লাহ পাক শয়তানকে সুস্পষ্ট শত্রু বললেন?
শয়তানের access কাদের উপর জানেন? পাপিদের উপর শয়তানের প্রভাব। নেককার দের উপর নাই। তাই যতবেশী পাপ ততবেশী সুবিধা। নেগেটিভ spritual রা তাই বেছে বেছে পাপ করে। আর শয়তান তাদেরকে দুনিয়ার মত মাকড়সার জালের মত সাফল্যের ধোকা দেয়।
আমাদের নবীজি ( সা: ) আমাদেরকে জানিয়েছেন - আল্লাহপাকের কাছে যদি এই দুনিয়ার মূল্য একটা মাছির ডানার সমপরিমানও হত আল্লাহপাক কোনো কাফেরকে এক গ্লাস পানি পর্যন্ত পান করতে দিতেন না।
আপনি যদি বিশ্বাসী না হন এ কথা শুনে হয়তো আপনি হাসবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুন
তাই শয়তানের ফাদে পড়া সেসব ইহুদির বর্তমান সাফল্য দ্বারা আপনি তাদেরকে সত্যায়িত করবেন কিনা এটা আপনার ব্যপার। মুসলমানরা করে না।
০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৩৬
বক বলেছেন: চুড়ান্তভাবে পজেটিভ স্প্রিচুয়ালিটি ( মুমিন )রা জিতবে । এটা প্রফেসী । আল্লাহপাকেরও ওয়াদা।
আর নেগেটিভ স্প্রিচুয়ালরাও এটা জানে। তাইতো ইহুদিরা বাচার জন্য গারকাদ গাছ লাগিয়ে যাচ্ছে তাদের দেশে।
link
১৬| ০৯ ই জুন, ২০১৮ রাত ১:০৮
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
আমেরিকার প্রতিষ্ঠাতা পুরুষগণ, শাসক শ্রেণী এবং উচ্চ পর্যায়ের শাসকগণ সবাই খুবই ধার্মিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ যেসব পদে শপথের প্রয়োজন হয়, সবাই বাইবেলের উপর হাত রেখে শপথ করেন।
প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর হাঁটু গেড়ে বসে এই বলে প্রার্থনা করতে থাকেন, "ঈশ্বর তুমি যদি সাহায্য না করো, তা হলে এই কঠিন দায়িত্ব পালন করতে পারব না। আমি তোমার সাহায্য চাই।"
জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার তিন দিন আগে যুক্তরাষ্ট্র কংগ্রেস এই মর্মে এক প্রস্তাব পাস করে যে, "শপথ নেয়ার পর, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, সিনেটর, এবং হাউস অফ রিপ্রেসেন্টেটিভসের সদস্যগণকে সাথে নিয়ে সেইন্ট পাউলসের চ্যাপেলে যেয়ে ধর্মীয় আলোচনা শুনবেন।"
এই রেজ্যুলেশন অনুসারে প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন শপথ নেয়ার পর অন্যদেরকে সাথে নিয়ে ১৭৮৯ সালের ৩০ এপ্রিল নিউ ইয়র্কের এপিসকোপাল চার্চে যান (ওই সময়ে যুক্তরাষ্ট্র রাজধানী ছিল নিউ ইয়র্ক)। রাইট রেভারেন সেমিউল প্রভোস্ট ধর্মীয় আলোচনা উপস্থাপন করেন। এখনও এই রীতি পালন করা হয়।
বর্তমানে ১০০ বর্গমাইল আয়তনের ওয়াশিংটন ডিসিতে ৬৫৫টি চার্চ আছে।
০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:০৪
বক বলেছেন: বলেন কি? ঐ দেশে কি প্রগতিশীল শাহরিয়ার, সুলতানা কামাল এরা নাই। কেউ কি ধর্মনিরেপেক্ষ নাই? ওদের জন্য আফসোস। মধ্যযুগে পড়ে আছে এখনো।
১৭| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:১০
দিলের্ আড্ডা বলেছেন: বাপেরও বাপ আছে:
আর সেটাই ধর্ম।
১৮| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:২৯
নতুন বলেছেন: আমার প্রশ্ন হলো.... ইহুদী/খৃস্টানেরা এতো স্মাট`, আধুনিক, এতো জ্ঞানী, এতো ধনী, এতো কিছু করছে ....
তবে তারা এইটা কেন বুঝতে পারছেনা যে অনুসারীত ইসলামই আদি/আসল/সত্য ধম` এবং তারা ভুল পথে আছে?
০৯ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫০
বক বলেছেন: কারণ তারা দুনিয়া চায়। ইসলামে দুনিয়া সেকেন্ডারী
১৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: হ্যা আমাদের দেশে এখনও এমন মানুষও আছেন যারা সব কথায় গুনাহ গুনাহ করে অনেক ভালো কাজ করার সুযোগ নিজেরাই কেড়ে নিচ্ছেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৮ রাত ১২:৩২
রাকু হাসান বলেছেন: একমত আপনার বিষয়বস্তুর সাথে । ধর্মকর্মে পিছিয়ে যাচ্ছি আমরা