নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানছি

বক

শুরুতে বাংলা টাইপ না জানা থাকাতে উল্টাপাল্টা দুটি কি চেপে আজ আমার নিক বক। :)

বক › বিস্তারিত পোস্টঃ

এমন একটা আপেল বানাতে চাই যা একেবারে নতুন ( আপেল নিয়ে ভাবলে যদি বিজ্ঞানী হওয়া যায় )

২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৯

আমি জানি কম। আমার একটা সমস্যা সবার সাথে শেয়ার করছি।
আমি এমন একটা বস্তু বা বিষয় নিয়ে ভাবতে চেস্টা করছি যা সর্ম্পূন নতুন। সেটা কি হতে পারে?
আমি এমন একটা আপেল ভাবার চেস্টা করছি যেটা দেখতে সম্পূর্ন নতুন ধরনের হবে যার সম্পকে মানুষের কোন ধারনাই নাই।

কেমন হতে পারে?

আপেল তো ডিম্বাকার বা গোলাকার হয়। তাহলে আমার কল্পনার আপেল লম্বাটে হোক ?
লম্বা? সেটা তো আমি আগে থেকেই চিনি। সেটা তো একটা লাঠির মত হয়ে যাবে। লাঠির মত তো নতুন কিছুই হলো না। দূর এটা বাদ।

তাহলে একটু বাকিয়ে দিবো? একটু আকাবাকা? তাহলে কেমন হবে? সাপের মত? মহা সমস্য ! সাপের মত- সেটাও তো নতুন কিছু না।আমি বা অন্য কেউ সেটা চিনে। তাহলে তো সেটা নতুন হচ্ছে না।

আপেলের আকার ঠিক করতেই আমার হিমসিম অবস্থা। অন্যান্য জিনিস ( স্বাদ, শক্ত কি নরম, রসালো কি অাঠালো ওসব তো এখনো ভাই শুরু করতে পারছি না )

আপনারা কি আমাকে হেল্প করতে পারবেন? এমন একটা আপেলের আকার বের করে দিয়ে যেটা একেবারেই নতুন। শুধু আমি না পৃথিবীর কেউ সে আকার আগে কখনো দেখেনি বা চেনেনি?









যদি আমি বা আপনি বা কেউ আমাদের জানার ( মস্তিস্কের কল্পনা আমাদের চারপাশের জিনিসের ) বাইরে নতুন কিছু কল্পনাই না করতে পারি তাহলে কি নিয়ে আমি বড়াই করি? আমার সবতো দয়া করা দেয়া। সেই মহান সত্তা আল্লাহ পাক দয়া করে যে টুকু ইমেজিং আমার মস্তিস্কে করে দিয়েছেন বা আমার চারপাশে দিয়েছেন তার বাইরে না ভাবতে পারলে আমি কি আবিস্কার করি? বা কোন বিজ্ঞানী করে?


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩

নজসু বলেছেন: অবাক।
:O :O :O

২| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৬

সাইন বোর্ড বলেছেন: এখন নতুন নতুন কত অাপেল বানানো হচ্ছে । চ্যাপটা, পিছলা, ধারালো, কাঁটা কাঁটা...

২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫২

বক বলেছেন: চ্যাপটা, পিছলা, ধারালো- এটা তো আমি চিনি - নতুন কিছু না।
কাঁটা কাঁটা ? এটাও তো আপনি চিনেন।

নতুন কিছু কি পাবো না?

৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: বাসায় জানে?

২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৩

বক বলেছেন: জি ভাই, জানে।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: বাসায় জানে?

৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৭

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ বক - জনাব,আবিষ্কার-টাবিস্কার করা, বিজ্ঞানী হওয়া মুমিন মুসলিম দের পক্ষে সম্ভব নয় । ইহুদি-নাসারা বিজ্ঞানীদের উপর ঐসব ছেড়ে দিন । আপনি বরং আপেল-টাপেলের চিন্তা বাদ দিয়ে গিয়াস উদ্দিন তাহেরীর মতো জিকির শুরু করেন "বসেন, বসেন, বইসা যান। "

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫২

বক বলেছেন: বলেন না ভাই। খুব সহজ একটা ব্যাপার। এমন একটা নতুন জিনিস আপনি কল্পনা করুন যা আপনি জানেন না। আপনার জ্ঞানের রেন্জের মধ্যেই করেন।

এটা সম্ভব না। আপনার জ্ঞানের রেন্জের মধ্যেই সম্ভন না, আর আপনার ঐ ইহুদি-নাসারারাদের জ্ঞানের রেন্জের মধ্যেও সম্ভব না। আইনস্টাইনের পক্ষে সম্ভব না।

তাহলে তারা কিছু সূত্র আবিস্কার করলো কেমনে?

এখানেই তো হেদায়াত। মনে নিক্ষেপ না করলে মস্তিস্কের মত লাওহে মাহফুজে প্রতিফলিত হয়না। নিক্ষেপ কেউ করতে পারে না- আল্লাহ ছাড়া

(তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। -- আয়াতুল কূরসির একটা লাইন)

এখন আপনার মত অতি জ্ঞানী ও দুনিয়াদার লোকেরা খুশিতে বাকবাগুম দুনিয়ায় তাদের এই সাফল্য দেখে। আমরা না।
আমাদের নবীজি ( সা: ) আমাদেরকে জানিয়েছেন - আল্লাহপাকের কাছে যদি এই দুনিয়ার মূল্য একটা মাছির ডানার সমপরিমানও হত আল্লাহপাক কোনো কাফেরকে এক গ্লাস পানি পর্যন্ত পান করতে দিতেন না।

আপনি যদি বিশ্বাসী না হন এ কথা শুনে হয়তো আপনি হাসবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুন

তাই শয়তানের ফাদে পড়া সেসব ইহুদির বর্তমান সাফল্য দ্বারা আপনি তাদেরকে সত্যায়িত করবেন কিনা এটা আপনার ব্যপার। মুসলমানরা করে না।

"আমার বান্দাদের একদলে বলতঃ হে আমাদের পালনকর্তা! আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব তুমি আমাদেরকে ক্ষমা কর ও আমাদের প্রতি রহম কর। তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। (109)

অতঃপর তোমরা তাদেরকে ঠাট্টার পাত্ররূপে গ্রহণ করতে। এমনকি, তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল এবং তোমরা তাদেরকে দেখে পরিহাস করতে। (110) আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে এমন প্রতিদান দিয়েছি যে, তারাই সফলকাম। (111)" - সূরা মূমিনূন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.