নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিঠা পানি

পুকুরপাড়

সহজ কথা

পুকুরপাড় › বিস্তারিত পোস্টঃ

যে মাওলানা নামধারী আহাম্মক শফীর মুখে চরম অশ্লীল কথা বের হয় সে কি ইসলাম নিয়ে কথা বলার যোগ্যতা রাখে ???

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:০১



"মেয়ে মানুষ হচ্ছে তেঁতুলের মত। ছোট্ট একটা ছেলে তেতুল খাইতেসে,তা দেখলে আপনার মুখ দিয়া লালা ঝরবে। তেতুল গাছের নিচ দিয়া আপনি হাইটা যান তাইলেও আপনার লালা ঝরবে। দোকানে তেঁতুল বিক্রি হইতে দেখলেও আপনার লালা ঝরবে। ঠিক তেমনি মহিলাদের দেখলে দিলের মাঝে লালা ঝরে।" (নাউযুবিল্লাহ)

"যতই বুজুর্গ হন আপনার মনের মাঝে কু খেয়াল আইসা যাবে। এইটা মনের জেনা, দিলের জেনা। এইটা একসময় আসল জেনায় পরিণত হবে। কেউ যদি বলে মেয়ে মানুষ দেখলে আমার দিলের মাঝে লালা ঝরে না, তাহলে বলব তোমার ধ্বজভঙ্গ রোগ আছে।তোমার পুরুষত্ব নস্ট হয়া গেসে। তাই মহিলাদের দেখলে তোমার কু-ভাব আসে না। " (নাউযুবিল্লাহ)

একজন মুসলমান যে নিজেকে আলেম বলে দাবী করে সে কি করে এমন অশ্লীল ভাষা বলতে পারে ? অথচ ইসলাম এ অশ্লীল কথা বলা নিষেধ । মানুষকে ইসলাম এর কথা বলতে হবে ইসলাম এর মতে । ইসলাম এ কখনো আজেবাঝে কথাকে প্প্রশ্রয় দেওয়া হয় নাই । আল্লাহ পাক বলেন "আপন পালনকর্তার পথের প্রতি আহবান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে "সুরা নহল-১২৫ ।

সাধারন ভাবে একজন মুসলমান অশ্লীল কথা বলিলে সে ফাসিক হয়ে যায় । ইবাদত কবুল হয়না । তাহলে এই আহাম্মক শফীর কোন আমল -ই কবুলকৃত নয় ।





এরা বাহ্যিকভাবে নামাজ পড়লেও এদের অন্তর যেহেতু শয়তানীতে ভরপুর তাই এদের মুখে এসব কথা মানায় । আই আহাম্মক শফীর যিন্দেগীর কোন নামাজ- যে কবুল হয় নাই তা তার অশ্লীল কথার মাধ্যমে বুঝা গেছে । কারন আল্লাহ পাক বলেন "আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামায কায়েম করুন। নিশ্চয় নামায অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা কর। (Al-Ankaboot: 45



এরা ইসলাম হিফাযতকারী নয় , ইসলাম ধ্বংসকারী । এদের কোন কথাই শুনা যাবেনা, মানা যাবেনা ।



এই গোমরাহ, পথভ্রষ্ট, বাতিল , ধর্মব্যবসায়ী আহাম্মক শফিকে যারাই মানবে তারাও এর মতই অশ্লীল ।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:০২

গারো হিল বলেছেন: দুই-চারটা হাদিস কন শুনি :>

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৪

পুকুরপাড় বলেছেন: কোন বিষয়ে ?

২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:১১

লিঙ্কনহুসাইন বলেছেন: সফি হজুরে ওয়াজ অনেকটা তুলে ধরা হলো :প
১- আপনি স্বামীর ঘরে থেকে আসবাবপত্র হেফাজত করবেন। বাইরে কেন যাবেন?

২- আপনার কাজ ঘরে থাকিয়া ছেলেসন্তানের দেখাশোনা করা।

৩- মার্কেটিং করতে যাবেন না। স্বামী আর ছেলেকে মার্কেটিং করতে পাঠান।

৪- আপনার মেয়েকে কেন দেন, গার্মেন্টসে চাকরি করতে?

৫- আপনার বিবি ইস্কুলে চাকুরি করে, ডাক্তারি শিকছে, গার্মেন্টসে চাকুরি করে। আগের দিনে পুরুষ চাকুরি করত, শরাফতের সাথে পরিবার পরিজন নিয়ে খাইত। আজকে সবাই মিলে রোজগার করে। বরকত নাই, বরকত নাই, বরকত নাই। বরকত কি করিয়া হবে? ফজরে সাতটা-আটটা বাজে গার্মেন্টসে যায় আপনার মেয়ে, রাতের আটটা দশটা বারোটায়ও ফিরে না। কোন পুরুষের লগে ঘুরাফিরা করতেসে তুমি ত জান না। কতো জনের মধ্যে মুত্তালা হচ্ছে আপনার মেয়ে, আপনি ত জানেন না। জেনা কইরা কইরা টাকা রোজগার করে, কি বরকত হবে?

৬- আপনার বিবি ইস্কুল কলেজ ভার্সিটি পর্যন্ত লেখাপড়া করছে। আরে, কেলাস ফোর-ফাইভ পর্যন্ত লেখাপড়া করান। বিবাহ দিলে স্বামীর টাকাপয়সার হিসাব নিকাশ কইরতে পারে মত। অতটুকু দরকার।

৭- মহিলা তেতুলের মত তেতুলের মত তেতুলের মত। ছোট্ট একটা ছেলে তেতুল খাইতেসে আপনি দেখতেসেন। আপনার মুখ দিয়া লালা বাইর হবে। সত্য না মিথ্যা বলেন ত? মার্কেটে যেদিকে তেতুউল বিক্রি করে, সেদিকে যদি আপনি যান, আপনার মুখ থেকে লালা বাইর হয়। সত্য না মিথ্যা বলেন ত? সত্য না মিথ্যা? মহিলা তার থিকাও বেশি খারাব। (বিরতি)
মহিলার দিকে দেইখলে, (বিরতি, হাতের মুঠি বুকে ঠুকতে ঠুকতে...) বুকের মধ্যে লালা বাইর হয়।

৮- যতই বুজুর্গ হোক না কেন, এই মহিলাকে দেখলে, মহিলার সাথে হেনশেক করলে, আপনার দিলের মধ্যে, কু-খেয়াল আইসা যাবে, খারাপ খেয়াল।

৯- কেউ যদি বলে, বুড়া মানুষ, হুজুর, মহিলাকে দেখলে আমার বুকের ভিতর খারাব হয় না, কু-খেয়াল আসে না, তাহলে আমি বইলব ভাই, হে বুড়া, তোমার ধ্বজভঙ্গ বিমার আছে, তোমার ফুরুষত্ব নষ্ট হইয়া গেছে।...

১০- ইস্কুলে কলেজত উলঙ্গ উলঙ্গ পড়ি পড়ি, এডল্যা প্রত্যকদিন মাইয়াফুয়া মরদফুয়া আঁরাত্তে আইয়েদ্দে (আমাদের এখানে আসছে), হুজুর ছেলে হয় না একটা তাবিজ দাও... ছেলে কেন হচ্ছে না? ছেলে হবার জিনিস বীর্য, কারণ তোরা মাইয়া-পোলা ইস্কুল কলেজে পড়ার সময় সব বীর্য নষ্ট করেছিস......

আল্লামা শফির একটা ওয়াজ শুনছিলাম। অনেকদূর শুনেছি। আর পারলাম না।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৪

পুকুরপাড় বলেছেন: একজন মুসলমান যে নিজেকে ইসলাম হিফাযতকারী মনে করে তার মুখ দিয়ে এমন কথা বের হওয়া মানেই সে ইসলাম হইতে খারিজ ।

৩| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৮

আদরসারািদন বলেছেন: ভাই পুকুরপাড়, শফি মাোলানা যে কথাগুলো বলছে তার সঠিক ণিংক চাই, আর নিংকন ভাই,,,,,,,,,,,,,,,! আপ্লেরে খুব ভালা পাই। আপ্লে মিয়া লিংকু খান দিলে ভালা হইতো। ;)

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৯

পুকুরপাড় বলেছেন: http://www.youtube.com/watch?v=R-cd6P-u4WY

৪| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৩

জগ বলেছেন: আপনে তো ভাই বিরাট ইসলামি চিন্তাবিদ দেখা যায়, তা দুই চাইটা হাদিস কন, শুইনা কান জুড়াই.............

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৬

পুকুরপাড় বলেছেন: কোন বিষয়ে শুনি ?

৫| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৬

এস বাসার বলেছেন: এসব বলে কি হবে? এখনতো শফিদেরই দিন!

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৮

পুকুরপাড় বলেছেন: হবে ভাই কাজ হবে । আজ হোক কিম্বা কাল হবেই ইনশাল্লাহ

৬| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৯

হমপগ্র বলেছেন: ধন্যবাদ আমাকে লেখার লিংকটি দেওয়ার জন্য। ভালো লিখেছেন। +

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১:১৩

পুকুরপাড় বলেছেন: ধন্যবাদ

৭| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৬

ম.র.নি বলেছেন: অশ্লীল কথা কোনডা দেখলেন আপনে? সবতো ঠিকই কইছে।মা যাইবো মার্কেটে পেট বাইর কইরা, মেয়ে যাইবো উড়না গলায় দিয়া।সত্যিকারের মর্দদের ঠিকই কামনা বাসনা জাগবে।আপনি কি আবার পুরুষ সমকামী নাকি? পোলা দেখলে কুছ কুছ হোতা হ্যায়?

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১:১৫

পুকুরপাড় বলেছেন: ইসলাম এর সরিসরি খিলাপ হইল অশ্লীল অশালীন কথা বলা। এই কথাগুলো আপনার মা-বোনকে বলতে পারবেন ?
ইসলাম এ অশ্লীল কথা বলা হারাম এই কথা যে জানেনা সে গন্ডমুর্খ ।

৮| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৮

ই এইচ মানিক বলেছেন: তুমি একটা পিগু । তোমার মুখেও ওনার সমালোচনা করা মানায়না

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১:১৬

পুকুরপাড় বলেছেন: এমন পশুর সমালোচনা করতেও ঘৃনা লাগে ।

৯| ০৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১১

মশিকুর বলেছেন:

তেতুল কোনোদিনই মেয়ে হতে পারে না। তেতুলের বিচি আছে...তাই তেতুল......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.