নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিঠা পানি

পুকুরপাড়

সহজ কথা

পুকুরপাড় › বিস্তারিত পোস্টঃ

মউদুদিবাদী জামাত রমজানে হরতাল দিয়ে আবারো প্রমান করল এরা নিকৃষ্ট ধর্মব্যবসায়ী ।

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

আল্লাহ পাক বলেন,

ولا تفسدوا فى الارض.

“তোমরা জমীনে বিশৃঙ্খলা সৃষ্টি করোনা।”

আল্লাহ পাক আরো বলেন,

الفتنة اشد من القتل.

“ফিৎনা-ফাসাদ কতলের চেয়েও খারাপ।”

হাদীস শরীফে ইরশাদ হয়েছে,

ايذاء المسلم كفر

“কোন মুসলমানকে কষ্ট দেয়া কুফরী।”

হরতাল এক ধরণের জুলুম, যা শুধু ব্যক্তি পর্যায়েই নয় বরং সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়েও হয়।

আল্লাহ পাক বলেন, “আল্লাহ্ পাক জালিমদেরকে পছন্দ করেন না।” (সূরা আল্ ইমরান/৫৭)



এ পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক অন্যত্র বলেন, “তোমরা অত্যাচার করোনা এবং অত্যাচারিত হইওয়া।” (সূরা আল ইমরান্/১৪০)

যে সমস্ত জালিমরা গোমরাহীর মধ্যে দৃঢ়, তাদের প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, “আর আল্লাহ পাক জালিমদেরকে হিদায়াত দেন না।” (সূরা আল ইমরান্/৮৬)

অর্থাৎ যে সমস্ত জালিম সম্প্রদায় তাদের জুলুমের মধ্যে দৃঢ় থাকে, তারা কখনো আল্লাহ পাক-এর হিদায়েত লাভ করতে পারবে না।



এত সুস্পষ্টভাবে বলার পরেও এরা নিছক ব্যক্তি মানুষের জন্য জনগন কে কষ্ট দেয় । রমজান শরীফের মত একটি মাসে কোন মুসলমান কি ইহা জরতে পারে ? পারেনা ।জামাত যে ইসলাম এর নামে ধর্ম ব্যবসা করছে তা এদের বারবার ইসলাম বিরুদ্ধ কর্মকান্ডে প্রকাশ পেয়েছে ।

সর্বক্ষেত্রে এদের বয়কট করতে হইবে।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: সে কারনেই তো ওরা জামাত ! ওরা কি মুসলিম নাকি !

২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:০২

খাটাস বলেছেন: আমাদের ইসলাম, আর জামাতে ইসলাম আলাদা বিষয়- পুনরায় প্রমানিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.