![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে অমুসলিম ঘোষণা করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক।
মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশকিছু ছাত্র-শিক্ষক এ সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে বক্তারা বলেন, শাহ আহমদ শফী নারীদের নিয়ে সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তা নোংরা, কুরুচিপূর্ণ ও জঘন্য। এতে তার বিকৃত মানসিকতার পরিচয় পাওয়া যায়। মাওলানা শফী নারী অগ্রগতির বিরুদ্ধে বাংলাদেশকে তালেবানি রাষ্ট্রে পরিনত করার অপচেষ্টা করছেন। বাংলাদেশ যখন বিশ্বের মধ্যে নারী অগ্রগতিতে মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে; ঠিক তখনই শফীর এ বক্তব্য আমাদের সমগ্র নারী জাতীকে শুধু অপমানই করে নাই বরং নারী অগ্রগতিতে বাধারও সৃষ্টি করে। তিনি এ ধরনের বক্তব্য দিয়ে প্রমান করেছেন, তিনি নারী জাতিকে শুধুই কামের দৃষ্টিতে দেখেন যা ইসলাম বিরুদ্ধ এবং নারীদের সম্পর্কে এ ধরনের কুরআন বিরোধী কথা বলে তিনি প্রমান করেছেন যে তিনি ইসলাম সম্পর্কে যা জানেন তা ভুল ও এর ব্যাখ্যাও তিনি ভুল দেন।
বক্তারা আরো বলেন, আহমেদ শফী একজন রাজাকার বলে আমরা জানতে পেরেছি।
ইসলাম ধর্মের সঙ্গে তার কোনো সম্পর্কই আমরা দেখতে পাচ্ছি না। দেশের ৯৯ শতাংশ মানুষের তার মত রুচি হবে না। তিনি মানবজাতিকে পশুর সঙ্গে তুলনা করেছেন। একারণে আমরা তাকে অমুসলিম হিসেবে ঘোষণা করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি। তাকে গ্রেফতার করে আইনের আওতার আনারও দাবি জানাচ্ছি। একই সাথে তার নামের পূর্বে ‘আল্লামা’ শব্দটি ব্যবহার করার ওপর নিষেধাঙ্গার দাবি জানাচ্ছি। কেননা তার নামের পূর্বে এই শব্দটি থাকলে ‘আল্লাহ’কে অপমান করা হয়।
সমাবেশ থেকে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজের ক্যাসেট বাজারে নিষিদ্ধ ঘোষণা করারও দাবি জানান শিক্ষকেরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক শফিক উজ জামানের সভাপতিত্বে এবং ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানীর সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক এম এম আকাশ, গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক গোলাম রাহমান, গীতিআরা নাসরিন, সহোযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সামজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সুত্র
১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
পুকুরপাড় বলেছেন: এরা খাটি মুসলমান না কিন্তু আহাম্মক শফীর মত ওলামায়ে ছু নয় ।
২| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
জগ বলেছেন: শফি সাহেবের পিছনে লাইগা বাল সরকার যেইসব নাটক আরম্ভ করছে, খালি দেখতাছি..............ইহাকেই বলে আওয়ামী বাকশাল।
১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
পুকুরপাড় বলেছেন: হিফাযতিরা ইসলাম এর শত্রু ।
৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:০২
নষ্ট ছেলে বলেছেন: আওয়ামী লীগের পক্ষে ধার্মিক আলেমদের কে কে আছে?
ফরিদ উদ্দিন মাসউদ কেন শফির বিরুদ্ধে একটা শব্দও উচ্চারন করার সাহস পায় না?
১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৭
পুকুরপাড় বলেছেন: একজন সাধারন মুসলমান একজন হিফাযতি হইতে হাজার গুনে উত্তম ।
৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৮
মোমেরমানুষ৭১ বলেছেন: এই জ্ঞান পাপী কীট গুলো দেশের সর্বোচ্চ শিক্ষা প্র্তিষ্ঠানে বসে একজন ধর্মীয় ব্যক্তিত্বের উপর ব্যক্তি আক্রমন করছে। জ্ঞান পাপী এই কীট গুলোর প্রতি নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই, তবে তারা শিক্ষকতার মত এক মহান পেশাকে মারাত্বক ভাবে কলঙ্কিত করেছে, সম্ভব হলে এই জ্ঞানপাপীগুলোর গালে জুতা মেরে স্বস্তি পেতাম।
পাশাপাশি পোষ্ট দাতা এই পেইড ব্লগারের পোস্টে....
১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৯
পুকুরপাড় বলেছেন: যাদের চরিত্র এমন তাদের এমন মনে হবেই
Click This Link
৫| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:১০
ছািব্বর বলেছেন: এখানে দেখি কিছু হিফাযতি নাদান প্রবেশ করেছে ।
তেতুল শফীর মত এরাও একই প্রজাতির ।
১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৬
পুকুরপাড় বলেছেন: এরা লালা প্রজাতির ।
৬| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৩
রাকি২০১১ বলেছেন: ডাক্তাররা ভুল করলে অন্য ডাক্তাররা প্রতিবাদ করে,
আইনজীবিরা ভুল করলে অন্য আইনজীবিরা প্রতিবাদ করে,
মাস্টাররা ভুল করলে অন্য মাস্টাররা প্রতিবাদ করে,
কিন্তু শফি সাহেব যখন ভুল করলেন, তখন বাকি উলামা সমাজ প্রতিবাদ করে না কেন?
৭| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৭
রাকি২০১১ বলেছেন: কারন তারা জানেন শফি সাহেব ভুল বলেন নি- তবে একটু কঠিনভাবে বলেছেন- আর এন্টিবায়োটিক তিক্তই হয় বেশিরভাগ সময়।
১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪০
পুকুরপাড় বলেছেন: কারন বাকিরা একই প্রজাতির ।
৮| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৪
জগ বলেছেন: শাহবাগী চ্যালাঃ স্যার বড় ধরনের একটা প্রব্লেমে পড়ছি।
শাহবাগী নেতাঃ কেন, কি হইছে? তেতুল লাগবো?
শাহবাগী চ্যালাঃ না বস, তেতুল খাইতে খাইতে জিহব্বা কালা বানাইয়া ফেলছি।
শাহবাগী নেতাঃ কি সমস্যা? বিরিয়ানী লাগবো?
শাহবাগী চ্যালাঃ আরে না ভাই, বিরিয়ানী খাইতে খাইতে স্যালাইনের দোকানে ভীড় করতে হইছে!
শাহবাগী নেতাঃ কি চাস, কইয়া ফেলা। গান্জু লাগবো?
শাহবাগী চ্যালাঃ ইশশ বস, শুনেন… মুজাহিদের রায় শুইনা আপনে যে আমগোরে মিষ্টি দিলেন!
শাহবাগী নেতাঃ আরো মিষ্টি লাগবো? এক্ষুণি মন্ত্রী কাকুরে ফোন দিতাছি।
শাহবাগী চ্যালাঃ আরে, না বস। আগে আমার কথা শুণেণ। বুবুজানে কইছিলো, আমগো দলে সবচেয়ে বেশি ঈমানদার! কিন্তু, আমরা যে রোজা রাখি না, এইডা তো ফাঁস হইয়া গেল! আপনে মিষ্টি দিলেন। আমরাও খাওয়া শুরু করলাম।
শাহবাগী নেতাঃ (কিছুক্ষণ চিন্তিত থেকে) হে হে হে! এইডা কোন সমস্যা হইলো? যা… ময়লানা ফরিদুদ্দিন মাসুদের কাছে থেকে গিয়া ফতোয়া লইয়া আয়, " আজকের দিনে রোজা মাফ!"
৯| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৪
বর্ণান্ধ বলেছেন: ইহারা তেতুল থিওরীর সাথে নিজেদের হুবুহু মিল খুজিয়া পাইয়াছে। ইহাদের জ্ঞান এই পর্যন্তই। শফি যদি ধর্মীয় ব্যক্তিত্ব হয় তাহলে সানি লিওনও সেক্স এডুকেশানের প্রফেসর!!
১০| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৫
জগ বলেছেন: লেখক বলেছেন: হিফাযতিরা ইসলাম এর শত্রু ।
হ, আর আপনে একটা আ-বাল (আ-গুপ্তকেশ)।
১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৫
পুকুরপাড় বলেছেন:
লালা ঝরা তেতুল শফীর চ্যালাদের ভাষা এমন ই !!
১১| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫০
রাকি২০১১ বলেছেন: ভাল বলেছেন তো, ভালো না?!!
উলামাগণ চুপ আছে আর বালছাল যারা কিতাবাদি কিছুই পড়ে নাইক্যা তারা লাফাইতাছে।
১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১০
পুকুরপাড় বলেছেন: কিতাব খালি মাদ্রাসায় গেলে পড়া যায় ?
কিতাব পড়তে হইলে মাদ্রাসায় পড়া লাগেনা ।
আর এমন মাদ্রাসায় পড়ার দরকার নাই যেখানে ছাত্রদের অশ্লীল শব্দ শিখানো হয়, ইসলাম কে বিকৃত করা হয় ।
১২| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৮
হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন: আহম্মক শফি
১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১০
পুকুরপাড় বলেছেন: চরম আহাম্মক ।
১৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১০
আয়রন ম্যান বলেছেন: যুয়্যিনা লিন্নাস হুব্বুশ শুহাওয়াতি মিনান্নিসা...
অর্থ ঃ মানবকুলকে মোহগ্রস্থ করেছে নারী। (সূরা আল-ইমরান-১৪)
যে যাই বলুন না কেন পবিত্র কোরআনের এই আয়াত যদি আমরা বিশ্বাস করি তাহলে শফি হুজুর মহিলাদের তেতুল বলে খারাপ কিছু বলেছেন বলে মনে হয় না।
কারণ যেখানে স্বয়ং আল্লাহ পাকই নারীদেরকে মোহগ্রস্থকারী হিসাবে চিহ্নিত করেছেন।
আমরা শফি হুজুরকে নিয়া আজ যত চিল্লা-পাল্লাই করি না কেন- মনে রাখতে হবে মহান আল্লাহ তায়ালা নারী এবং পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ করেছেন। আর আমরা যদি নিজেদেরকে মুসলমান বলে দাবী করি তাহলে আমাদের কোরআনের একটি আয়াতও অস্বীকার করা যাবে না।
পর্দা সম্পর্কে আল-কোরআনে বর্ণিত আয়াত এবং হাদিস নিয়ে গবেষণা করলে দেখা যায় শফি হুজুরের এই তেতুল তত্বের চাইতে কঠিন কথা কোরআনে আছে।
পবিত্র কোরআনে এসেছে-
(হে মুমিন মহিলাগন) তোমরা তোমাদের বাড়ীতে অবস্থান কর, আর পূর্বে জাহেলী যুগের ন্যায় সৌন্দর্য প্রদর্শন করো না (সূরা আহযাব : ৩৩)
পবিত্র কোরআনে আরো এসেছে-
আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না শুধু ঐটুকু ছাড়া যেটুকু এমনিতেই প্রকাশ পায়। (সূরা নূর : ৩০)
পর্দার উপর আরে অসংখ্য আয়াত ও হাদিস আছে যার বর্ণনা দিতে গেলে কয়েকটি বড় বড় গ্রন্থ হয়ে যাবে।
------------------------------------------
১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:০০
পুকুরপাড় বলেছেন: পর্দা ফরযে আইন ইহা মুসলমান মাত্রই জানে কিন্তু পালন করেনা । পর্দা পক্ষে সবাইকে বলতে হইবে কিন্তু সে বলার ভাষা ইসলাম সম্মত হইতে হইবে । অশ্লীল অশালীন শব্দ ইসলাম সমর্থন করেনা ।
আল্লাহ পাক বলেন " আপন পালনকর্তার পথের প্রতি আহবান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দ যুক্ত পন্থায়। "
১৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৪
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: মুসলিম বা অমুসলিম ঘোষনা অন্য বিষয়। মায়ের জাতিকে কটাক্ষ করায় তার শাস্তি হওয়া উচিত।
১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:০০
পুকুরপাড় বলেছেন: সবই করতে হইবে।
১৫| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৬
ই এইচ মানিক বলেছেন: পিগু
১৬| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪১
ই এইচ মানিক বলেছেন: হেফাজতিরা যদি ইসলামের শত্রু হয় তাহলে আমলীগ হল ইসলামের পরম বন্ধু.
ছোটবেলায় পড়তাম কানা কে কানা বলিওনা সে কষ্ট পায়..
আগে শুনতাম আমলীগ মুক্তিযুদ্ধের ইজারাদার এখন দেখি ইসলামের ও ইজারা নিয়েছে।
আমলীগ শফি হুজুর কে অপমান করতে গিয়া নিজেরাই পাছার মধ্যে বাশ দিচ্ছে।
১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:০২
পুকুরপাড় বলেছেন: ধর্মের সাথে দলের কোন বিষয় নয় ।
একজন আলেম নামধারী লোক যখন এমনভাবে কথা বলে তখন সে আর আলেম থাকেনা, যালেম হয়।
১৭| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯
সাইবার অভিযত্রী বলেছেন: রাকি২০১১ বলেছেন: ডাক্তাররা ভুল করলে অন্য ডাক্তাররা প্রতিবাদ করে,
আইনজীবিরা ভুল করলে অন্য আইনজীবিরা প্রতিবাদ করে,
মাস্টাররা ভুল করলে অন্য মাস্টাররা প্রতিবাদ করে,
কিন্তু শফি সাহেব যখন ভুল করলেন, তখন বাকি উলামা সমাজ প্রতিবাদ করে না কেন?
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
বাংলার ছেলে আমি বলেছেন: সাইদীর ওয়াজের ক্যাসেট নিষিদ্ধ করিয়া লাকী আপার একক স্লোগান আর জাফরিকবালের ডিসকড্যান্স সরকারী অনুদানে বাজারে ছাড়া হোক । ইনারা খাঁটি মুসলমান। ঢং দেইখা গাটা জ্বলছে ।