নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিঠা পানি

পুকুরপাড়

সহজ কথা

পুকুরপাড় › বিস্তারিত পোস্টঃ

সরকারের অভ্যন্তরীণ ঋণ ৮৭,৮৩২ কোটি টাকা

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৫৩

ক্ষমতাগ্রহণের পর থেকে বর্তমান সরকার বিভিন্ন তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্যাংক হতে ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে মোট দুই লাখ ৩২ হাজার ৬৩০ কোটি টাকা ঋণ নিয়েছিল। এর মধ্যে পরিশোধ করেছে এক লাখ ৪৪ হাজার ৭৯৮ কোটি টাকা। বর্তমানে সরকারের নিট ঋণের পরিমাণ ৮৭ হাজার ৮৩২ কোটি টাকা।



রোববার নবম জাতীয় সংসদের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।



সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরে পাচার করা মোট ২১ কোটি ৫৫ হাজার ৩৯৪ টাকা দেশে ফেরত আনা হয়েছে বর্তমান সরকারের আমলে।



সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজামের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে পাওয়া তথ্য অনুযায়ী অনিয়মতান্ত্রিক/জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে সোনালী ব্যাংক লিমিটেডের শেরাটন শাখা থেকে মেসার্স হলমার্ক গ্রুপসহ ছয়টি নামসর্বস্ব প্রতিষ্ঠান তিন হাজার ৫৪৭ কোটি টাকা (ফান্ডেড, নন-ফান্ডেড) এবং বিসমিল্লাহ গ্রুপ পাঁচটি সরকারি-বেসরকারি ব্যাংকের বিভিন্ন শাখা থেকে প্রায় এক হাজার ২৫০ কোটি টাকা (ফান্ডেড, নন-ফান্ডেড) আত্মসাৎ করেছে।”



সংসদ সদস্য চয়ন ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “বর্তমান সরকারের আমলে গত ৫ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার সবোর্চ্চ রিজার্ভ ছিল ১৬ হাজার ৫২৮ দশমিক ২১ মিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে সবোর্চ্চ।”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.