![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন জানি মনে হয়, নিজেকে এখনও চিনতে পারিনি। প্রতিনিয়ত নিজেকে জানার চেষ্টা করছি।
সাহিত্য জগতে কয়েকজন লেখক আছেন যারা সংস্কৃতি ও সাহিত্যের জগতে রথি-মহারথি-দিকপাল বলে ঘোষিত নয় কিন্তু নীরবে নিভৃতে তাদের সুনিপুণ লেখনীর মাধ্যমে সাহিত্য পিপাসু পাঠকদের হৃদয় জয় করেছেন । সেসব গুণী লেখকরা ছদ্মনাম নিয়ে লিখে থাকলেও তারা তাদের অমুল্য সৃষ্টির মাধ্যমে পাঠক হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।
এমনি একজন লেখক হলেন শ্রীপারাবত। একসময়ের অত্যন্ত জনপ্রিয় লেখক ছিলেন ছদ্মনামদারী শ্রীপারাবত। উনার আসল নাম ছিল প্রবীর কুমার গোস্বামী ৷ সাম্প্রতিক কালে হয়ত হয়ত তাঁর নাম আর ততটা পরিচিত নয় ৷ কিন্তু তাঁর সৃষ্টি অমূল্য রচনা সম্ভার পাঠকের নিবিড় আবিষ্কারের অপেক্ষায় থাকবে ৷ তিনি সেই সৃষ্টি রেখে গেলেন সকলের জন্য ৷ তাঁকে হয়ত আমরা খুঁজে পাব তাঁরই লেখার মধ্যে, কিংবা নাও পেতে পারি ৷ ছদ্মনামের আশ্রয় নিয়েছিলেন তো সে কারণেই ৷ তিনি ছিলেন পুলিশ বিভাগের কর্মী ৷ কিন্তু সে তো জীবিকার তাগিদে, কিন্তু সর্বক্ষণের স্বনিয়োজিত কর্মী ছিলেন সাহিত্যের ৷ সাড়াজাগানো ঐতিহাসিক উপন্যাস ‘আমি সিরাজের বেগম’, যা ওই সময়ে চলচিচত্রে রূপায়ণ হয়, তাছাড়া লিখেছেন আরও পঞ্চাশটি মতো উপন্যাস ৷ সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলঃ মমতাজ- দুহিতা জাহানারা, সিংহদ্বার, নাদির শাহ, আরাবল্লী থেকে আগ্রা, রাজপুত নন্দিনী, বাহাদুর শাহ, রাণাদিল, মিশর সম্রাজ্ঞী হতশেপসূত আরও অনেক।
পাঠকদের জন্য শ্রীপারাবতের লেখা আরাবল্লী থেকে আগ্রা উপন্যাসের কিছু অংশ নীচে দেয়া হল -
১) আদর্শে আশ্রয় করা ভাল, কিন্তু আদর্শের নামে চোখ বন্ধ করে থাকাতেও কোন যুক্তি নেই। আদর্শের সঙ্গে যতদিন বাস্তবের যোগ থাকে, ততদিনই তাঁর মুল্য। কিন্তু যেদিন সেই আদর্শ বাস্তব-সম্পর্কশূন্য হয়ে যায়, তখন তাকে আঁকড়ে থাকায় সর্বনাশ হয়।
২) সব পুরুষকে ভগবান মহৎ করে সৃষ্টি করেননি। খুব কম পুরুষকেই তিনি তেমনি ভাবে সৃষ্টি করেন। পুরুষের চরিত্রও অতটা নীতিঘেঁষা হতে পারে না। আজ একটি মেয়েকে সে প্রাণ দিয়ে ভালবেসেছে - কাল তাকে ভুললেও ভুলে যেতে পারে। কিন্তু যে পুরুষ কৌশলে নিজের পশুপ্রবৃত্তির চরিতার্থতার জন্যে নিরপরাধ সরল প্রকৃতির মেয়ের সর্বনাশ করে, তাকে আমি ঘৃণা করি।
৩) গর্ব জিনিসটি খুব খারাপ। গর্ব মানুষের ভেতরের সদগুনকে ধ্বংস করে দেয়।
৪) ইতিহাস যদি আকবর শাহকে বাঁচিয়ে রাখে তাহলে বৈরাম খাঁকেও বাঁচিয়ে রাখতে বাধ্য। বৈরাম খাঁর সহায়তা ছাড়া আকবর যেমন এমনিতে বেঁচে থাকতে পারতেন না - তেমনি ইতিহাসের মধ্যেও বাঁচতে পারতেন না।
৫) সব চাইতে ভাল অভিনয় যে মেয়ে করতে পারে, মনের সব কষ্ট চেপে রেখে যে হাসতে পারে, সে-ই তো রমণী শ্রেষ্ঠ।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: পড়িনি।
খুঁজে দেখব তার বই।