নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেই আমি প্রশ্নবো্ধক রেখা !

পুলক দত্ত

কেন জানি মনে হয়, নিজেকে এখনও চিনতে পারিনি। প্রতিনিয়ত নিজেকে জানার চেষ্টা করছি।

পুলক দত্ত › বিস্তারিত পোস্টঃ

বাউল গগন হরকরা

০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

'আমি কোথায় পাব তারে

আমার মনের মানুষ যে রে ।

হারায় সে মানুষে

তার উদ্দেশে

দেশ-বিদেশে বেড়ায় ঘুরে।'



এই চিরচেনা গানটির রচয়িতা অষ্টাদশ শতকের মধ্যভাগের এক বাউল গগন হরকরার। তার সম্পর্কে বেশী কিছু জানা যায়নি। গগন হরকরার এই গানের মুল্য অপরিসীম। কারণ, আমাদের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে এই গান অনুসরণ করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মন্ত্রশিষ্য এবং ছায়া সঙ্গী শান্তিদেব ঘোষ লিখেছেন যে, "আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি" এই গানটি তিনি (কবিগুরু) রচনা করেছেন গগন হরকরার উপরের গানটির সঙ্গে মিলিয়ে। (উৎস - শান্তিদেব ঘোষ, রবীন্দ্র সঙ্গীত, পৃষ্ঠা - ১৩০)

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পর কবিগুরুর রচিত "আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি" গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রতিষ্ঠা করা হয়। কাজেই গগন হরকরার এই গানের মুল্য অপরিসীম।

কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই লিখেছেন, " আমার লেখা যারা পড়েছেন, তারা জানেন বাউল পদাবলীর প্রতি আমার অনুরাগ আমি অনেক লেখায় প্রকাশ করেছি। শিলাইদহে যখন ছিলাম, বাউল দলের সঙ্গে সর্বদাই আমার দেখা সাক্ষাৎ ও আলাপআলোচনা হত। আমার অনেক গানেই আমি বাউলের সুর গ্রহণ করেছি এবং অনেক গানে অন্য রাগরাগিণীর আমার জ্ঞাত বা অজ্ঞাতসারে বাউল সুরের মিল ঘটেছে। এর থেকে বোঝা যাবে, বাউলের সুর ও বাণী কোন এক সময়ে আমার মনের মধ্যে সহজ হয়ে মিশে গেছে।

( উৎস - শান্তিদেব ঘোষ, রবীন্দ্র সঙ্গীত, পৃষ্ঠা - ৮৪)







মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট , বাউল গান ও এই সম্পর্কে জানতে ভালো লাগে সবসময়ই ।

শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.